নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
লিপস্টিকের বাংলা ঠোঁটরঞ্জনী - এটা জানার পর জানলাম, বেশ কয়েকমাস যাবৎ এর চাহিদা ব্যপক হারে কমে যাওয়ায় এর ব্যবসাতেও ধস নেমেছে । যদিও এই মুহূর্তে এটা উল্লেখযোগ্য কোন ঘটনা না । কারণ কত কিছুর ব্যবসাতেই তো ধস নেমেছে । তো হঠাৎ করে লিপস্টিকের চাহিদাই বা কেন কমে গেল, যেখানে মেয়েরা ঘরে-বাইরে তাদের ঠোঁট রঞ্জন না করলে চলেই না । আসলে ব্যপারটা অন্য জায়গায় ।
যে ঠোঁটের আগুনে ছেলেরা মুহূর্তেই পুড়ে কয়লা হয়ে যায়, সেই ঠোঁট আর কেউ'ই বের করে রাখতে পারছে না । আর এটা কোন যুগের হাওয়া না, সময়ের বাধ্য-বাধকতা । কে আর চায় এই দুঃসময়ে প্রকাশ্যে ঠোঁট রাঙিয়ে সবাইকে দেখাতে গিয়ে মৃত্যুকে আমন্ত্রণ জানাতে ! যদিও মাস্ক পরা নিয়ে প্রথমে অনেক ট্রল করা হয়েয়ে । কেউ কেউ তো মুখে ঘটি, বাটি, বস্তা এমন কি মেয়েদের অন্তর্বাস পর্যন্ত বেঁধে তুচ্ছ-তাচ্ছিল্ল্য করেছে । কিন্ত এখন আর সেটা করার কোনসুযোগ নেই; কারণ প্রতি মুহূর্তেই মৃত্যু আমাদের দরজায় এসে কড়া নাড়ছে ।
যাইহোক, মাস্ক পরার কারণে লিপস্টিকের ব্যবহার কমে গেছে বলে এর চাহিদাও কমে গেছে; তাইবলে মেয়েদের রূপ চর্চা কি থেমে গেছে ? মোটেই না । মাস্ক পরার পর পুরো মুখের যে অংশটুকু বাকী থাকে, তার মধ্যে সব চেয়ে আকর্ষনীয় হলো চোখ । মুখ বন্ধ রেখেও যা দিয়ে হাজার কথা বলা যায় । আর সেই চোখের ভূমিমন্ডলকে সাজাতে চায় আইলাইনার এবং মাসকারা । যা চোখকে সহজেই আকর্ষনীয় করে তুলতে পারে । এ কারণে এ দুটি পণ্যের চাহিদা বাড়তেই পারে । যদিও ইদানিং চোখের আর্টিফিসিয়াল পাপড়িও পাওয়া যায় ।
সব শেষে আবার সেই করোনা,; তুমি মাস্ক পরিয়ে কেড়ে নিয়েছ রঙিন ঠোঁটের হাসি, চোখ দুটো তবু আলগা রয়েছে, যা সাজাতে এখনো ভালোবাসি... ।
১৮ ই মে, ২০২০ বিকাল ৪:০৩
সাইন বোর্ড বলেছেন: এটাও আসলে দুঃসময়ের'ই একটা অংশ, অবশ্যই করোনাসম্পৃক্ত । পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।
২| ১৮ ই মে, ২০২০ বিকাল ৩:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ইব্রাহীম আই কে বলেছেন: ভালোই তো খোজ রাখছেন দেখছি।
করোনার এই সময়ে আপনি কঠিন পরিশ্রম করে একটি ফ্যাশন পোস্ট দিয়েছেন। আপনাকে ধন্যবাদ।
১৮ ই মে, ২০২০ বিকাল ৪:০৬
সাইন বোর্ড বলেছেন: লেখাটা আসলে বেশ কয়েক দিন আগের, এখন হয়ত লিখতে পারব না; কারণ মানসিকভাবে সেই অবস্থায় নেই । পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৩| ১৮ ই মে, ২০২০ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: লিপস্টিক কি দিয়ে বানায় তা কি আপনার জানা আছে?
১৮ ই মে, ২০২০ বিকাল ৪:০৯
সাইন বোর্ড বলেছেন: একবার কোথায় যেন পড়েছিলাম, কিন্তু এখন মনে করতে পারছি না । তবে আমার মনে হয়, খুব একটা স্বাস্থ্য সম্মত কাঁচামাল দিয়ে এটা বানানো হয় না । পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৪| ১৮ ই মে, ২০২০ বিকাল ৪:১১
আল-ইকরাম বলেছেন: বিষয়ের আলোকপাত বেশ। পড়ে ভাল লাগলো।
১৮ ই মে, ২০২০ বিকাল ৪:৩০
সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৫| ১৮ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৮
নেওয়াজ আলি বলেছেন: লিপস্টিক ব্যবহার বন্ধ সাময়িক । এইটা কখনো বন্ধ হবে না । অনেক অনেক নামি দামি ব্যান্ডের লিপস্টিক আছে । একটা প্রাণীর চর্বিও আছে তাতে।
১৮ ই মে, ২০২০ রাত ১০:০৪
সাইন বোর্ড বলেছেন: বন্ধ হবার তো প্রশ্নই উঠেনা, আসলে এর গুরুত্বটা কিছুটা কমেছে এখন ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০২০ বিকাল ৩:০৫
ইব্রাহীম আই কে বলেছেন: ভালোই তো খোজ রাখছেন দেখছি