নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

আমফানের সতর্ক বার্তা শুনে

২০ শে মে, ২০২০ দুপুর ১:১১


তুমি সতর্ক সংকেত ঘোষণা করো
আমি শুনতে পাই দশ ফুট জলের শব্দ;
উত্তাল স্রোতে তখন ভেসে যেতে থাকে আমার ঘর-বাড়ি,
বসত-ভিটা, গৃহ-সংসার, ভালোবাসা...

এক যুগ আগেও যেটা আমি পারিনি;
খোকনের মা মানে আমার পরিবারের কথা বলছি,
কিছুতেই সেদিন সে বাড়ি ছেড়ে যেতে চায়নি ।
আসলে ওর'ই বা দোষ দেব কি,
তিল তিল করে গড়া এই বাড়ির প্রতি ইঞ্চি মাটি
ওকে আঠার মতো টেনে ধরছিল

ওকে নিয়ে যেতে পারিনি সেদিন !

নিরুপায় আমি, শেষ পর্যন্ত একটা গাছকে চেঁপে ধরে
আমার'ই হাতের মুঠো থেকে একে একে জলের সাথে
মিশে যেতে দেখেছি আমার বউকে, আমার খোকন সোনাকে,
মুহূর্তে বিলীন হয়ে গেছে গোয়ালের গরু, ঘরের ছাগল, হাঁস, মুরগি...

এরপর থেকে আমার আর কোন আশ্রয় কেন্দ্রে যাওয়ার দরকার হয়নি,
কারণ নতুন করে আর হারাবার কিছু নেই আমার ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২০ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে ঝড় তুফানে ক্ষতি হয় দরিদ্র লোকদের।

২১ শে মে, ২০২০ বিকাল ৪:২৫

সাইন বোর্ড বলেছেন: কারণ তাদের ঘরগুলো খুব সাধারন থাকে ।

২| ২০ শে মে, ২০২০ দুপুর ২:৫৪

নেওয়াজ আলি বলেছেন:
চরম বাস্তবতার নিখুঁত প্রকাশ।

২১ শে মে, ২০২০ বিকাল ৪:২৫

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

৩| ২০ শে মে, ২০২০ বিকাল ৪:৪২

আল-ইকরাম বলেছেন: বেশ। সূক্ষ্ণ জীবনাভুতির বহিঃপ্রকাশ। সাফল্যের অনেকটা পথ পাড়ি দিন এই প্রত্যাশা।

২১ শে মে, ২০২০ বিকাল ৪:২৬

সাইন বোর্ড বলেছেন: কৃতজ্ঞ । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.