নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
ঝড়ের পরও যারা এতদিন গাছতলায় যেতে পারেনি
মালিকের ভয়ে
সেই মালিক'ই এবার কথা দিয়েছে
তাদের প্রত্যেককে দু'হাজার পাঁচ'শ টাকা করে গাছফল দেওয়া হবে
যা দিয়ে প্যাকেজ প্রগ্রামে করা করা যাদে ঈদবাজার -
বউ-এর জন্যে একখানা মোটা কাপড়ের শাড়ি, মেয়ের ফ্রগ আর
নিজের জন্যে একখানা আমানত শাহ লুঙ্গি;
এরপরও যদি হাতে কিছু থাকে, তবে এক প্যাকেট কুলসুম সেমাই,
হাফ কেজি চিনি আর আধা লিটার গরুর দুধ
মালিক বলেছে, এবার সে তলারটা কুড়োবে না; কারণ
হঠাৎ করে তার ভাইবোন, খালাখালু, মামামামি, আত্মীয়-স্বজন,
চেলা-চামুন্ডা সবাই একসাথে হত দরিদ্র হয়ে পড়েছে
তাই ওদের সবাইকেও দু'হাজার পাঁচ'শ টাকা করে
গাছফল দেওয়ার ব্যবস্থা করতে হয়েছে
গনি মিয়া, কালাচাঁদ, তারাপদ অবশ্য এসব খবর রাখেনা ।
২| ২২ শে মে, ২০২০ দুপুর ১:৫১
নেওয়াজ আলি বলেছেন: পরিপাটি লেখা ।
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০২০ দুপুর ১২:৩৪
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।