নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
পৃথিবী ঘুম পাড়াতে চায় । প্রতিনিয়ত জেগে উঠি । করোনা দুঃস্বপ্ন শেষে চোখ মেলে দেখি এক একটা ভোর । এভাবেই পার হয়ে যায় সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত...
এর মধ্যেই হঠাৎ চিৎকার । চেঁচামেচি । সুপার সাইক্লোন শেষে দূর্বল আম্ফান । কারো গায়ের উপর গাছ চাপা পড়েছে । কাঁচা ঘরের দেয়াল ভেংগে পড়েছে কারো শরীরের উপর । মৃত্যুর পর আরো মৃত্যু । বোনাস মৃত্যু ।
তেরটা বাঁধ ভেংগে গ্রামগুলো জলে টলমল । হারিকেনের শেষ আলোটুকুও নিভে গেছে ফসলের মাঠে । ঘর নেই, খাবার পাব কোথায় ? ক্ষুধা । আহারে ক্ষুধা !
একটা উচু জায়গা পেলে ভাল হত । সেখানে হেলিকপ্টার থেকে যদি খাবার ফেলে দিতো ! চিড়া, মুড়ি, গুড়, খাওয়ার স্যালাইন...। তারপর অবশ্য হুড়োহুড়ি পড়ে যেত । ক্ষুধার সাথে চলতো ক্ষুধার্তের লড়াই ।
একবুক জল ভেংগে এসেছে সাংবাদিক, ক্যামেরাম্যান, রিপোর্টার । বুকের হাড় গুনতে পারা যায় - এমন কোন ছবি বেচারা এখনো উঠাতে পারেনি । দুঃখ । আরো একমাস অপেক্ষা করতে হবে । ততদিনে নিশ্চয় শুরু হয়ে যাবে আমাশয়, পাতলা পায়খানা, কলেরা, ডাইরিয়া ।
ফেসবুকে একজন লিখেছে, ঢাকায় যে ঈদ করব, খাব কি ? খ্যাতা মারি তোর সামাজিক দূরত্বের । পদ্মা, মেঘনা, যমুনা সাঁতার দিয়ে পাড়ি দিতে হলেও বাড়ি গিয়ে ঈদ করব । কেউ ঠেকাতে পারবে না ।
করোনার কোন ওষুধ নেই । কারো হাতে কোন দৈব বাণী নেই । অনেক চাকুরীজীবীর হাতে বেতন-বোনাস নেই । ব্যবসায়ীর হাতে ব্যবসা নেই । দীর্ঘদিন মসজিদ বন্ধ থাকায় হুজুরের ভাল ঈদ কালেকশন নেই । তবু ঈদ আসবে । করোনা আক্রান্ত ঈদ ।
আমরা সে ঈদের অপেক্ষায় আপাতত বসে আছি.....।
২২ শে মে, ২০২০ বিকাল ৫:১৫
সাইন বোর্ড বলেছেন: আরেকজন ধরলে তাকেও বাইক উঠানোর টাকার ভাগ দিতে হত ।
২| ২২ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিমর্ষ স্বপ্নের ভাংগনের গান ...
কোথাও কোন আলো নেই
নিরাশার গহনে
খড়কুটো ধরে
বাঁবার আপ্রাণ চেষ্টা. . . . .
২২ শে মে, ২০২০ রাত ৯:১০
সাইন বোর্ড বলেছেন: বেঁচে থাকার এই আকুতিটাই হয়ত বাঁচতে সহায়তা করবে, জলে ডোবা মানুষদের নতুন চর নিয়ে আসবে নতুন সম্ভাবনা, বিশ্ববাসীর সাথে করোনাকেও হয়ত একদিন আমরাও জয় করব ।
অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা নিরন্তর ।
৩| ২২ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৯
পদ্মপুকুর বলেছেন: সুপার সাইক্লোন না হলেও একজন সুপারম্যানকে দেখা যাচ্ছে আরেক 'নবাবজাদা'র বাইকটা ঘাড়ে নিয়ে নামাতে।
২২ শে মে, ২০২০ রাত ৯:১৩
সাইন বোর্ড বলেছেন: এদের পেশা'ই এটা, কিন্তু এভাবে ঝুঁকি নেওয়া মোটেই ঠিক হয়নি ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৪| ২২ শে মে, ২০২০ রাত ৮:৩২
ভুয়া মফিজ বলেছেন: করোনা আক্রান্ত ঈদ......ভালো বলেছেন।
দেশ, জাতি আর বিশ্ববাসীর সাথে ঈদও এখন করোনায় আক্রান্ত। ওদিকে দূর্বল আমফানে তেরটা বাধ ভাঙ্গলে, সবল আমফানে কি হতো? এগুলো কি বালু দিয়ে তৈরী?
আমাদের সমস্যা হলো, যতোক্ষণ পর্যন্ত না আমরা বিপদে পড়ি, হুশ হয় না। সচেতনতা আমাদের রক্তের মধ্যেই নাই।
২২ শে মে, ২০২০ রাত ৯:১৬
সাইন বোর্ড বলেছেন: এমন নিরানন্দ ঈদ কি আগে কেউ কখনো দেখেছে ? সব শ্রেণির মানুষই একটা কঠিন সময় পার করছে ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৫| ২২ শে মে, ২০২০ রাত ৮:৩৩
নেওয়াজ আলি বলেছেন: এইবার ঈদ প্রকৃতির নারাজ ছায়ায়
২২ শে মে, ২০২০ রাত ৯:১৮
সাইন বোর্ড বলেছেন: একটা সময় আসলে বড়দের ঈদের আর তেমন বাড়তি অনুভূতি থাকেনা । খারাপ লাগছে ছোটদের জন্য ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০২০ বিকাল ৫:০৭
রাজীব নুর বলেছেন: ছবিটা দেখে প্রচন্ড কষ্ট লাগলো।
বাইক টা দুই জন মিলে ধরলেই তো হতো।