নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

গরুর ভাগা

২৪ শে মে, ২০২০ দুপুর ১:০৪


চল্লিশ জন মানুষ । দুই হাজার করে টাকা দিলে আশি হাজার টাকা । পাওয়া যায় একটা নাদুস-নুদুস গরু । গড়ে প্রতিজন পাঁচ কেজির উপরে মাংস । বাজার দরের চেয়ে কেজিতে লাভ এক'শ থেকে দেড়'শ টাকা । টাকা বাঁচল, টাটকা মাংসও পেলাম । একেবারে কোরবানীর ঈদের মাংসের মতো স্বাদ !

- কিন্তু মতিন ভাই, আমার যে এই মুহূর্তে দুই হাজার টাকা গরুর মাংসের জন্যে ব্যয় করা সম্ভব না । আমার বাজেট আট'শ পঞ্চাশ টাকা, মানে দেড় কেজি গরুর মাংসের দাম ।

- ঈদে আপনাকে ভাল মাংস খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু আপনি খাবেন হলো বাজারের গাই গরুর ঠকমকা হাড় । যাইহোক, শোনেন গরু কেনা শেষ, আর মাত্র পাঁচ জন সদস্য পেলে চল্লিশ জন হয়ে যাবে । এরপর আর কাউকে নেওয়া হবে না । এখনো সময় আছে, আপনি চাইলে সদস্য হতে পারেন ।

- আচ্ছা মতিন ভাই, সবাই যে পাঁচ কেজি করে মাংস পাবে তার গ্যারান্টি কি ?
- দ্যাখেন, আপনার সাথে ফালতু প‌্যাচাল পাড়ার সময় নাই । সদস্য হতে চান না, কথা শ্যাষ ।

শাহেদুর রহমান এবার পরিষ্কার হলো, গরুর দামে কিছুটা ঘাপলা আছে । তা না হলে এক খোঁচাতেই তো এভাবে রেগে যাবার কথা না । সে গরম তা-এ আরেকটু ঘি ঢেলে দিয়ে বলল, আমি তো জানি আপনি লোহা-লক্কড়ের ব্যবসা করেন, হঠাৎ কষাই-এর ব্যবসা কবে থেকে শুরু করলেন ?

মতিন মিয়া এবার দিক শূন্য, কি বলবে বুঝে উঠতে পারল না । শেষেমেষ চোখ দুটো বড় বড় করে তাকাল শাহেদুর রহমানের দিকে ।

শাহেদুর রহমান দেখল অবস্থা বেগতিক, এখন এখান থেকে তার চলে যাওয়াই ভাল ।

সব প্রকার করোনা আক্রান্তের ভয়কে উপেক্ষা করে শাহেদুর রহমান শুরু করল ঈদের কেনাকাটা । বছরের দুটি প্রধান আনন্দের একটি হলো রোজার ঈদ । অন্তত খাওয়ার ব্যাপারে আর্থিক টানাটানির বিষয় মাথায় রাখলে হবেনা । এভাবেই এটা সেটা কিনতে কিনতে তার দীর্ঘ সময় পার হয়ে গেল ।

বাজার নিয়ে বাড়ির কাছাকাছি এসে প্রথমে তার মাথাটা ঘুরে গেল । একি অবস্থা ! তার বাড়ির সামনে রাস্তার উপর প্রায় পঞ্চাশ/ষাট জন মানুষ একটা জবাই করা গরুকে নিয়ে রীতিমত মচ্ছপ শুরু করেছে । শাহেদুর রহমানের বুঝতে বাকী রইল না, মতিন মিয়া জেনে শুনে ইচ্ছে করেই এখানে গরু এনে জবাই করেছে; তাকে দেখাতে, তার বাড়ির সামনে দূর্গন্ধ ছড়াতে । বলা যায় এটা করে মতিন মিয়া তার রাগ মিটিয়েছে, প্রতিশোধও নিয়েছে ।

এসব দেখে শাহেদুর রহমানের মোটেই রাগ হলোনা, বরং দুঃখ হলো নিজের উপর । মানুষ এখনো ভাবে সে আর্থিকভাবে খুব ভাল অবস্থায় আছে । কিন্তু আসলেই যে এই মুহূর্তে দুই হাজার টাকা দিয়ে গরুর মাংসের ভাগীদার হওয়ার ক্ষমতা তার নেই - এটা কেউ ভাবেনা ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২০ দুপুর ১:২৮

নেওয়াজ আলি বলেছেন: বিভিন্ন আচার অনুষ্ঠানে আমাদের গ্রামেও সবাই মিলে গরু জবাহ করে।

২৪ শে মে, ২০২০ দুপুর ১:৩৪

সাইন বোর্ড বলেছেন: এটা সব জায়গায়,ই কমবেশি হয় ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২| ২৪ শে মে, ২০২০ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: ভাগের কোনো কিছুই আমার ভালো লাগে না।

২৪ শে মে, ২০২০ বিকাল ৫:০২

সাইন বোর্ড বলেছেন: আমি এ পর্যন্ত দুবার নিয়েছি, দুবারই ঠকেছি ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ২৪ শে মে, ২০২০ বিকাল ৩:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

রাজীব নুর বলেছেন: ভাগের কোনো কিছুই আমার ভালো লাগে না।

পৃথিবীতে কেউ একক ভাবে স্বাবলম্বী নয় বিধায় অপরের জিনিসে ভাগ বসাতেই হয়।
আপনার চাল আমার ডাল, কিংবা আপনার টাকা আমার মালামাল!!

২৪ শে মে, ২০২০ বিকাল ৫:০৩

সাইন বোর্ড বলেছেন: তাতো বটেই, কথায় বলে দশের লাঠি একের বোঝা ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ২৪ শে মে, ২০২০ বিকাল ৫:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সমবায় ভিত্তিক মার্কেটিং ব্যবস্থা করা দরকার।
বিক্রেতারা মানুষকে ঠকাচ্ছে।

২৪ শে মে, ২০২০ বিকাল ৫:১০

সাইন বোর্ড বলেছেন: সেটা করতে পারলে মন্দ হয় না, দেশে যতদিন প্রকৃত আইনের শাসন চালু না হবে ততদিন বিক্রেতারও মানুষকে ঠকাবে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫| ২৪ শে মে, ২০২০ রাত ৮:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে উৎসর্গীকৃত
গরুর ভাগা ও আমার পরিচিত দোকানীরা !!

২৪ শে মে, ২০২০ রাত ১০:৩৩

সাইন বোর্ড বলেছেন: আপনার লেখাটি পোষ্ট করার পর পরই আমি পড়েছি এবং খুব আপ্লুত হয়েছি যে, ব্লগে এই প্রথম কোন ব্লগার বন্ধু তার একটা লেখা আমাকে উৎসর্গ করল । সত্যিই আমার ভীষণ ভাল লেগেছে, আমি সম্মানিতবোধ করেছি । আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল । ঈদ মোবারক ।

পুনশ্চঃ আসলে আপনার "গরুর ভাগা ও আমার পরিচিত দোকানীরা" লেখাটিতে কোন মন্তব্য রাখতে পারিনি, কারণ আমার টাইপিং'ই ওখানে একসেপ্ট করছে না, জানিনা এটা এডমিন থেকে করে দেওয়া হয়েছে কি না । তবে এখনো আমি আপনার ওখানে কিছু লিখতে পারছি না । এজন্য এখানে জানালাম ।

৬| ২৪ শে মে, ২০২০ রাত ১০:৪৫

আল-ইকরাম বলেছেন: আপনার লেখনীটি পড়ে অনেক ভাল লাগলো। শুভেচ্ছা অগনিত।

২৪ শে মে, ২০২০ রাত ১০:৪৮

সাইন বোর্ড বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন, ঈদ মোবারক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.