নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

চিনি কম মিষ্টি বেশি

২৪ শে মে, ২০২০ বিকাল ৪:৫৫


তুমি বলতেই পারো - ট্রাম্পের মাথা খারাপ,
এক লাখ মৃত্যু নিয়ে আবার গর্ব করে
বিজয়ের

অথচ তোমারও ব্যক্তিগত কোন গাড়ী নাই

দু'হাজার পাঁচ'শ টাকা প্রণোদনা পেলে তুমি কি হেলিকপ্টার ভাড়া করে
গ্রামে ঈদ করতে যেতে ?

নন্দিনীর কপালে নাকি এখনো ঘাম জমে;
তার তো ঈদে কোন আনন্দ করার কথা না, তবু
ঈদ এলে ও খুব করে সাজত

এখন চোখ বন্ধ করলে পাঁচ কেজি চাল আর দু'কেজি গোল আলুর
সাহায্যের প‌্যাকেটে দেখতে পায় সোনার বাংলা মুভি

কে যেন চিৎকার বলে -
মা কল্যাণী, তুই আমারে ক্ষমা কর !

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২০ বিকাল ৫:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কবিতা ভালো হয়েছে।
শুভ কামনা।
ঈদ মোবারক।

২৪ শে মে, ২০২০ বিকাল ৫:১১

সাইন বোর্ড বলেছেন: আপনার জন্যেও রইল শুভ কামনা । ঈদ মোবারক।

২| ২৪ শে মে, ২০২০ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: চিনি কম মিষ্টি বেশি- সেকারিন দিয়ে সম্ভব।

২৪ শে মে, ২০২০ বিকাল ৫:৩৯

সাইন বোর্ড বলেছেন: এটাকে সম্ভবতঃ ঘণ চিনিও বলে । যাইহোক, মন্তব্যের জন্য ধন্যবাদ ।

ঈদ মোবারক।

৩| ২৪ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:




হ্যাজাকের সাথে আমার অনেক অনেক স্মৃতি।
কবিতায় কোথায় যেনো বিদ্রোহের সুর মিশে আছে। ভালো লেগেছে কবিতা। কবিতায় ও প্রিয় হ্যাজাক লাইটে লাইক+++

২৪ শে মে, ২০২০ রাত ১০:৪২

সাইন বোর্ড বলেছেন: হ্যাজাকের সাথে আমারও অনেক স্মৃতি আছে, সেসব স্কুল জীবনের কথা । অনেক দিন পর সম্ভবত আমার লেখায় আপনি মন্তব্য রাখলেন । আমি জানি, আপনি অনেকের এবং অনেক ধরণের কবিতা নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন; তাই কবিতার বক্তব্যটাও সহজে ধরতে পারেন, যেটা অনেকেই পারেনা ।

যাইহোক, আপনাকেও আমি মাঝে মাঝে হ্যাজাক জ্বালিয়ে খুঁজি, কিন্তু কেন জানি আপনি অধরায়'ই থেকে জান । তবে এদিক ওদিকে ছায়া দেখি ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন, ঈদ মোবারক ।

৪| ২৪ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দ্রোহের আগুন জ্বলেও নিভে যায়
গঢ় থেকে প্রগাঢ় হয় মাৎসানায়
ঈদ আসে ঈদ যায়
সুবোধের চিৎকার বাতাসে গুমরে মরে...

সেই বাতাস থেকে উচ্চারি তবু
ঈদ মোবারক

২৪ শে মে, ২০২০ রাত ১০:৪৩

সাইন বোর্ড বলেছেন: আপনাকেও ঈদ মোবারক, ভাল থাকুন নিরন্তর ।

৫| ২৪ শে মে, ২০২০ রাত ৯:১৬

আখেনাটেন বলেছেন: করোনা কিছু ভন্ড বাদে সবাইকে বিচ্ছিন্ন দ্বীপে এনে দাঁড় করিয়েছে নানাভাবে।

২৪ শে মে, ২০২০ রাত ১০:৪৬

সাইন বোর্ড বলেছেন: ওগুলো হলো জাত ভন্ড, সহজে সোজা হবার নয় । এই দুঃসময়ে মানুষই বড় কথা ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন, ঈদ মোবারক ।

৬| ২৪ শে মে, ২০২০ রাত ১০:৩৯

আল-ইকরাম বলেছেন: ঈদ মোবারক ! বেশ। পড়ে অনেক ভাল লাগলো।

২৪ শে মে, ২০২০ রাত ১০:৪৭

সাইন বোর্ড বলেছেন: রইল শুভ কামনা । ঈদ মোবারক।

৭| ২৫ শে মে, ২০২০ রাত ১২:০৫

নেওয়াজ আলি বলেছেন: একলোক ফেসবুকে পোষ্ট দিয়ে ২৫০০ টাকা পিএম এর জমা রাখছে । তবে সে সরকারি টাকা পায়নি

২৫ শে মে, ২০২০ রাত ৮:১২

সাইন বোর্ড বলেছেন: অনিয়মই যে দেশের নিয়ম, সে দেশে সবই সম্ভব ।

ভাল থাকুন, ঈদ মোবারক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.