নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

কালো চাঁদের রাজ্যপাঠ

২৫ শে মে, ২০২০ দুপুর ২:৩৬


১। একবার বাড়ির কাছের জামাত ধরতে না পারায় সাইকেলে চড়ে তিন গ্রাম ঘুরে অবশেষে ঈদের নামাজ আদায় করেছিলাম । আর আজ নামাজ'ই পড়তে গেলাম না ।

২। ঈদের দিন বাবা-মায়ের পায়ে হাত দিয়ে ছালাম করাটা অতি ভক্তি ও সম্মানের কাজ হলেও আমি কখনো এই কাজটা করতে পারিনি লজ্জায় । আর আজ বাবা-মা'ই নেই আমার ।

৩। মনের ভেতরে খুশী না থাকলে শুধু শুধু ঈদকে ধরে এনে লাভ নেই । বেঁচে থাকাটাই আজ সব চেয়ে বড় ঈদ ।

৪। আমি বা আমরা ভাল আছি - এ কথা বলতে পারছি না, কারণ আজও সারা পৃথিবীতে অনেক মানুষ মারা যাবে ।

৫। কোন ব্যক্তি, সংস্থা বা সরকারের সাহায্য নিয়ে বড় জোর কোন রকমে দিন পার করা যায়; তা দিয়ে ঈদের আনন্দ করা যায় না ।

৬। মাসের পর মাস ঘরে বসে থেকে কোন যৌগ্যতাই কাজে আসেনা । করোনা আমাদের সবাইকে অযোগ্য করে তুলেছে ।

৭। ঈদের দিন কারো সমালোচনা নয়, তবে আলোচনা করা যায় - দেশে গুরুত্বপূর্ণ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না ।

৮। বাতাসের বেগ দেখে মেঘ চেনা গেলেও মানুষ দেখে আমরা করোনা চিনতে পারছি না । তাই মানুষ থেকে আপাতত আমাদের দূরে থাকা জরুরী ।

৯। ঈদ আসলেই কেবল চারিদিকে ঈদ মোবারকের হিড়িক পড়ে যায় । ব্লগাররাই শুধুমাত্র তাদের লেখায় মন্তব্য করলে সারা বছরই শুভ কামনা জানায় ।

১০। বছরের ৩৬৫ দিনের আজও একটা দিন । তবে ব্যতিক্রম হলো আজ আমার লেখায় কেউ মন্তব্য না করলেও সকল ব্লগার বন্ধুদের জন্য রইল শুভ কামনা । ঈদ মোবারক ।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২০ বিকাল ৩:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

২| ২৫ শে মে, ২০২০ বিকাল ৩:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Eid Mubarak.

৩| ২৫ শে মে, ২০২০ বিকাল ৩:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক।

২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

সাইন বোর্ড বলেছেন: ঈদ মোবারক !

৪| ২৫ শে মে, ২০২০ বিকাল ৩:৪৪

ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক ভাইয়া

২৫ শে মে, ২০২০ রাত ৮:০৪

সাইন বোর্ড বলেছেন: ঈদ মোবারক ।

৫| ২৫ শে মে, ২০২০ বিকাল ৪:০০

রাজীব নুর বলেছেন: ২ নং আমিও কোনো দিন কাউকে পায়ে হাত দিয়ে সালাম করতে পারি নাই। বাবা মাকেও না।

২৫ শে মে, ২০২০ রাত ৮:০১

সাইন বোর্ড বলেছেন: এটা সবাই পারেনা, তবে অনেকেই পারে । পায়ে ছালাম দেওয়ার প্রথাটা সম্ভবতঃ ভারত উপদেশের মানুষের একান্তই নিজস্ব কালচার ।

৬| ২৫ শে মে, ২০২০ বিকাল ৪:১০

ভুয়া মফিজ বলেছেন: অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। :)

২৫ শে মে, ২০২০ রাত ৮:০৩

সাইন বোর্ড বলেছেন: শুভ কামনা আপনাকেও । ঈদ মোবারক ।

৭| ২৫ শে মে, ২০২০ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: মন্তব্য কিন্তু করেছি।

২৫ শে মে, ২০২০ রাত ৮:০৩

সাইন বোর্ড বলেছেন: জ্বী, উত্তরও দিয়েছি । ঈদ মোবারক ।

৮| ২৫ শে মে, ২০২০ রাত ৯:১৪

নেওয়াজ আলি বলেছেন: ঈদ মুবারক। নিজেকে বিপদ হতে মুক্ত রাখার চেষ্টা করবেন।

২৬ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৭

সাইন বোর্ড বলেছেন: ঈদ মোবারক ! সাজেশনের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৯| ২৫ শে মে, ২০২০ রাত ৯:১৫

মুহা. নাজিম উদ্দীন বলেছেন: শুভ কামনা

২৬ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৮

সাইন বোর্ড বলেছেন: আপনার জন্যেও রইল শুভ কামনা । ঈদ মোবারক !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.