নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১/
মেঘ গুড় গুড় করলেই তুই জেলেপাড়ার মৎস্য শিকারী,
আনন্দে চার পায়ে দৌড়াস নদীর ঘাটে;
আমরা কি বুঝিনা
কার ক্ষেত মাড়িয়ে করতে চাস ধুম-ধাড়াক্কা ?
মৎস্য শিকার আসলে তোর একটা বাহানা ।
২//
আজ খুব ভাল লাগছে এই ভেবে যে,
গতকাল ফাকা মাঠে গোল দেয়ার পর
টাট্টু ঘোড়ায় চেপে ঘুরেছি এপাড়া ওপাড়া
তুইও নিশ্চয় খেয়েছিস মোরগের ঠ্যাং, গরুর কালিয়া, কোপ্তা, জর্দা...
ভাবছি আজকের ভাল লাগাটা কালকে মাটি হয়ে যাবে নাতো ?
কেঁচো খোঁড়ার আগেই যদি বেরিয়ে আসে সাপ ?
আসতেই থাকে, একের পর এক...
আমার কিন্তু বড্ড ভয় করছে রে !
২৬ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪১
সাইন বোর্ড বলেছেন: রাস্তা বন্ধ, আপাতত ঘরেই থাকতে হবে ।
অসংখ্য ধন্যবাদ, ঈদ মোবারক !
২| ২৬ শে মে, ২০২০ রাত ৮:০৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল বাষায় খুব সুন্দর লিখেছেন।
২৬ শে মে, ২০২০ রাত ৮:১১
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ঈদ মোবারক !
৩| ২৬ শে মে, ২০২০ রাত ৮:৪০
আহমেদ জী এস বলেছেন: সাইন বোর্ড,
চমৎকার হয়েছে কবিতা।
প্রথমটা তো অপূর্ব। কেঁচো খুঁড়ে সাপটাকেই বের করে এনেছেন।
২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫২
সাইন বোর্ড বলেছেন: জেনে আপ্লুত হলাম, ভাল থাকুন নিরন্তর । ঈদ মোবারক !
৪| ২৬ শে মে, ২০২০ রাত ১০:৫২
নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য প্রকাশ।
২৭ শে মে, ২০২০ রাত ৮:০০
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কেঁচো খোঁড়ার আগেই যদি বেরিয়ে আসে সাপ ?
আসতেই থাকে, একের পর এক...
............................................................................
তাহলে আমি পালাই পালাই