নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১/
ঝড়ো হাওয়ার পর এখনো দিব্যি ছেলেবেলা,
ভোর হতেই দিলাম দৌড়
কোথায় আর যাব
উঠোন পেরুলেই মেহগনি বাগান,
একটা ডাল ভেংগে ঝুলে আছে প্রাচীরের উপর
কোথাও আম কিংবা কাঁঠাল পড়ে নেই
রাস্তার উপর এক হাঁটু জল, থই থই করছে
একবার কি গড়াগড়ি দেব ?
মা নেই, আব্বা কি দেখছে আকাশ থেকে ?
জানিনা কতটা বড় হলে বৃষ্টির জলে
আর গড়াগড়ি দেওয়া যায় না ।
২//
আকাশে মেঘ, বৃষ্টি পড়ছে...
নদী থেকে আসতে এত দেরি হলো কেন ?
তিনটা বেতের বাড়ি
অথচ আমি নদীতেই যাইনি, তবু
তোমার প্রহারটা চাই, খুব করে চাই ।
২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৯
সাইন বোর্ড বলেছেন: গতরাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখনো হচ্ছে...
বিশেষ করে যারা গ্রামে বড় হয়েছে, তাদের ছেলেবেলার লম্বা স্মৃতির সাথে জুড়ে আছে বৃষ্টি; তাই বৃষ্টি দেখলেই ফিরে যাই সেসব দিনে ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ । ভাল থাকুন ।
২| ২৭ শে মে, ২০২০ রাত ৮:৩৬
নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগা রইল।
২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৬
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা রইল ।
৩| ২৭ শে মে, ২০২০ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: গতকাল রাতে খুব ঝড় হলো। ঢাকা শহরের বেশ কিছু পুরোনো গাছ ভেঙ্গে গেছে।
কবিতা সুন্দর হয়েছে।
২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৬
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা রইল ।
৪| ২৮ শে মে, ২০২০ ভোর ৬:৪২
ইসিয়াক বলেছেন: প্রথম কবিতাটি খুবই সুন্দর।
শুভসকাল
২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৭
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কোথাও আম কিংবা কাঁঠাল পড়ে নেই
রাস্তার উপর এক হাঁটু জল, থই থই করছে
................................................................
এটাই তো বাংলার চিরায়ত দৃশ্য