নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ঈদ উপভোগের পর

২৯ শে মে, ২০২০ বিকাল ৫:৫৪


সে গ্রামে গিয়েছিল চম্পাকলি দুঃখ নিয়ে । যেন কতকাল পর, এই রোদ্র-ছায়ার ঘর-বাড়ি, মায়ার বাঁধন, কলিম চাচার মুখের সুন্নতি দাড়ি । যেন কতকাল পর দেখা হলো সব ।

আমি ফরিদুর রেজা, গতকাল ঢাকা থেকে এসেছি ।

বুকের সাথে বুক লাগিয়ে হলো মোলাকাত ।

- তা বাবা ভাল থেকো, চোখে কম দেখি, তাই প্রথমে চিনতে পারিনি ।
- ঠিক আছে চাচা, পাড়ার সবার সাথে একটু দেখা করে আসি

শুধু পাড়া কেন, চায়ের দোকান, বাজার, মসজিদ, খেলার মাঠ, বন্ধুর মায়ের হাতের মোরগ পোলাও
বাড়ির পাঁচ রকমের আয়োজন শেষে ঈদের পরদিন দুপুর বেলা শুরু হলো বুকে ব্যথা, তারপর
শ্বাস-প্রশ্বাস বাড়তে বাড়তে বিকেলের আগেই দিলেন প্রকৃতির ডাকে সাড়া

হাজার হলেও ঢাকায় থাকা ছেলে, জানাজায় নেহায়েত লোক কম হলো না

গ্রামের সবার মুখ ভার, আহারে কী সুন্দর করে কথা বলত ছেলেটা !
একজন কোথা থেকে যেন দৌড়ে এসে বলল, আপনেরা শুনেছেন ?
রেজা ভাই ঢাকাতে নাকি নমুনা দিয়া আইছিল, আজ তার ফলাফল আইছে
করোনা পজিটিভ

কারো মুখে কোন কথা নাই, কারণ মরা মাইনষেরে গালি দিয়া তো লাভ নাই ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০৩

সাদা মনের মানুষ বলেছেন: জানিনা এই করোনা আমাদের কতোটা সময় কতোটা বেশী ভোগাবে।

২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০৮

সাইন বোর্ড বলেছেন: আগামিকাল মনে হচ্ছে তিন হাজারের অপেক্ষা ।

অনেক দিন পর ব্লগে পেলাম, ভাল আছেন নিশ্চয় ? শুভ কামনা রইল ।

২| ২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১৯

সাদা মনের মানুষ বলেছেন: শরীর ভালো মন ভালোনা ভাইজান।

২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:২২

সাইন বোর্ড বলেছেন: এই অবস্থায় আর কতটুকু বা ভাল থাকা যায়, সকলের একই অবস্থা, সবাই ভাল থাকার চেষ্টা করে যাচ্ছি ।

৩| ২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩০

রাজীব নুর বলেছেন: মীরতু কপালের সাথে বেধে চলতে হবে।

৩০ শে মে, ২০২০ সকাল ১১:২৭

সাইন বোর্ড বলেছেন: সময় আমাদেরকে সেটাই শেখাচ্ছে । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.