নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
এমন তো নয় যে তোমার শার্টটাকে যেখানে সেখানে ফেলে রাখা হয়েছিল আর ইঁদুর এসে পকেট কেটে সব টাকা নিয়ে গেছে
শার্ট ঘরেই ছিল
শুধু বিলটা কেউ একজন এসে তোমার হাতে ধরিয়ে দিয়ে গেছে । এক মাসের নয় । তিন মাসের । এক সাথে
আর তুমি কিছু না বুঝেই চোখ দুটো কপালে উঠিয়ে ওমনি পড়তে শুরু করলে - লা ইলাহা ইল্লা আন্তা সোবহানাকা ইন্নি কুন্তু...
অথচ ফেসবুকে প্রায় প্রতিদিনই দেখছো, অনেককেই বিলের কপির ছবিসহ পোষ্ট দিতে ।
তোমারটা একটু পরে এসেছে । এই আর কি ।
তবু তুমি বিলওয়ালার সাথে ঝগড়া করলে - ব্যাটা জোচ্চর, প্রথম দুমাসে বার'শ উনচল্লিশ টাকা আসলে পরের এক মাসে কিভাবে বার'শ পচাশি টাকা আসে ?
ও তো তোমাকে ঠিকই শুনিয়ে গেল - প্রথম দুমাস রিডিং না দেখে অফিসে বসে বিল করেছি আর তৃতীয় মাসে বাসার রিডিং দেখে তারপর বিল করেছি । বিশ্বাস না হলে আপনি মিলিয়ে দেখুন । এতদিন বাসায় বসে শুধু টিভি, কম্পুটার, ফ্যান চালিয়েছেন আর মটর দিয়ে পানি উঠিয়েছেন । তৃতীয় মাসে বিল তো বেশি আসবেই ।
ও বুঝতে পেরেছি, আমরা এক মাসে তাহলে হাতির মতো বিদ্যুৎ খেয়েছি । হাতি যেভাবে আস্ত কলাগাছ খেয়ে ফ্যালে । সেভাবে ।
০১ লা জুন, ২০২০ দুপুর ১২:৩৮
সাইন বোর্ড বলেছেন: বর্তমান বিল নিয়ে অনেকের অনেক রকম অভিযোগ, মরার উপর খাড়া ঘায়ের মত অবস্থা !
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
২| ০১ লা জুন, ২০২০ দুপুর ১২:৩৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা এক মাসে তাহলে হাতির মতো বিদ্যুৎ খেয়েছি ।
..................................................................................
করোনায় বিদ্যুৎ অফিসের দুর্ণীতি কমে নাই, সেটার প্রমান দিলো ।
০১ লা জুন, ২০২০ দুপুর ১২:৪১
সাইন বোর্ড বলেছেন: কারোর সর্বনাস আর কারোর পৌষমাস । এসব নিয়েই চলছে আমাদের বার মাস ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৩| ০১ লা জুন, ২০২০ দুপুর ১:২৩
নেওয়াজ আলি বলেছেন: সারা দেশে বেহাল অবস্থা । মারামারিও হয়।
০১ লা জুন, ২০২০ রাত ৮:৩৪
সাইন বোর্ড বলেছেন: এই করোনা কালে এটা আরো বেশি করা হচ্ছে, মরার উপর খাড়া ঘায়ের মত অবস্থা !
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ০১ লা জুন, ২০২০ দুপুর ১২:৩২
রাজীব নুর বলেছেন: বিদ্যুত বল মিটার না দেখে করার কারনে এটা হয়েছে।