নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
সিঁড়ি ভেঙ্গে ভেঙ্গে উপরে উঠো । প্রতি তলায় দম নেওয়ার জন্য স্পেস আছে । দম নেবে । আবার উঠবে । বুকের ভেতর খুব বেশি ধড়ফড় করলে বসে একটু জিরিয়েও নিতে পারো ।
খবরদার, লিফটে উঠবে না ! ওখানে করোনা লেগে যেতে পারে
আর যাদের সিঁড়ির ঝামেলা নেই, তারা সোজা ঘর থেকে বেরিয়ে রাস্তায় যাবে । ওখান থেকে যার যার মত কাজে । কারো যদি রাস্তায় ঘোরাঘুরিটাই কাজ হয়, সেটাই করবে ।
তবু কাজে যাবে । কারণ মারা যাবার আগে কারো কংকাল শরীর দেখা কষ্টের । মিডিয়া বাড়াবাড়ি করবে । অপবাদ দেবে দুর্ভিক্ষের । চুয়াত্তর দেখতে চায় না । তার চেয়ে দুম করে পড়ে মরে যাওয়া ভাল । মরে যাওয়ার দুদিন পর তো জানাই যাবে, ওর শরীরে করোনা ছিল কি না ।
এর আগে এত ঘাবড়াবার কিছু নেই । এটা জটিল কোন রোগ না । সচেতনতাই মুক্তি
তারপরও জেনে রাখা ভাল, করোনা শুধু সিঁড়ি দিয়ে উপরে উঠে, ঘিঞ্জি গলি দিয়ে হেঁটে বেড়ায়, ফ্যাক্টরীর ফ্লোরে উৎপাদন হয়, কাজের বুয়ার শরীরে লেগে থাকে...
এটা লিফট দিয়ে উপরে উঠতে পারেনা; ড্রইং রুমের ঝাড়বাতি, দামী সোফা, ফুলদানি কিংবা স্বর্গীয় বেডরুম পর্যন্ত পৌছাতে পারেনা
এর বাসিন্দারা হোয়াইট হাউজের মতো সুরক্ষিত, করোনার চেয়েও শক্তিশালী । হঠাৎ করে দু-এক জনকে হাসপাতালে পাঠানো ছাড়া করোনা এদের তেমন একটা কিছু করতে পারেনা ।
০২ রা জুন, ২০২০ সকাল ১১:২৩
সাইন বোর্ড বলেছেন: যাক, শেষ পর্যন্ত ডোডোপাখি, গার্বেজ এবং হালের প্রশ্নপত্র ফাঁস থেকে বেরুতে পেরেছেন । বাংলা শব্দ নিয়ে আপনার আরো বেশি নাড়াচাড়া করা দরকার; কিন্তু কী আর করবেন, বয়স তো শ্যাষ !
২| ০২ রা জুন, ২০২০ সকাল ১১:৪৫
চাঁদগাজী বলেছেন:
হ্যাঁ, বয়স শেষ, গতকাল পরপারে চলে গেছি!
০২ রা জুন, ২০২০ সকাল ১১:৪৮
সাইন বোর্ড বলেছেন: এটা কি প্রেতাত্মা ?
৩| ০২ রা জুন, ২০২০ সকাল ১১:৫৪
চাঁদগাজী বলেছেন:
না, ওপারে ভালো লাগেনি: শুধু আংগুর, দুধ আর মধু; আমি হলাম ভেতো বাংগালী; তাই চলে এলাম।
আপনি বাংলা পড়েন, ক্লাশ থ্রি'তে যাওয়ার সময় হয়েছে।
০২ রা জুন, ২০২০ সকাল ১১:৫৭
সাইন বোর্ড বলেছেন: আপনাকে থ্রি পাশের সার্টিফিকেট না দিয়ে যাই কি করে ?
৪| ০২ রা জুন, ২০২০ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: লিফট ছাড়া ২০/৩০ তলায় সিড়ি দিয়ে উঠবো?
০২ রা জুন, ২০২০ দুপুর ১২:০৯
সাইন বোর্ড বলেছেন: লিফট আর সিঁড়ির বিষয়টা এখানে একটা প্রতীক মাত্র ।
৫| ০২ রা জুন, ২০২০ দুপুর ১:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: করনা একদিন বিদায় নিবে দুনিয়া থেকে তখন এগুলো স্বাক্ষী রবে করনাকালের লেখা হিসেবে।
০২ রা জুন, ২০২০ রাত ৮:০০
সাইন বোর্ড বলেছেন: আমিও এরকমটা ভাবি, কারণ বেশ কয়েক মাস যাবৎ করোনার বাইরে অন্য কিছু ভাবতে বা লিখতেই পারছি না ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৬| ০২ রা জুন, ২০২০ দুপুর ২:০৭
নেওয়াজ আলি বলেছেন: করোনায় সাহাব উদ্দিন মরার আগে পানিও পায়নি
০২ রা জুন, ২০২০ রাত ৮:০২
সাইন বোর্ড বলেছেন: এটাই বর্তমান সময়ের নিয়তি, ভাগ্যের দোষ দিয়ে লাভ নেই ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৭| ০২ রা জুন, ২০২০ দুপুর ২:৪৫
এম এ হানিফ বলেছেন: চমৎকার প্রতীকি লেখা।
০২ রা জুন, ২০২০ রাত ৮:০৩
সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০২০ সকাল ১১:১৬
চাঁদগাজী বলেছেন:
২য় শ্রেণীর বাচ্চার লেখা করোনার উপর রচনা?