নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
- তুই এত জল ঘোলা করছিস ক্যান ?
- খাব
- তাই বলে জল ঘোলা করবি ?
- না করলে যে খেতে পারি না
- বুঝেছি, তোর অনেক বুদ্ধি ।
*
তিনটা রঙ । ধরে নিলাম সাদা, লাল এবং সবুজ ।
- তুই কোনটা নিবি ?
- তিনটাই
- কেন ?
- কারণ কোনটার সাথেই কোনটার পার্থক্য নাই
*
- খিচুড়ি কি তোর খুব পছন্দ ?
- সব সময় না
- কখন ?
- যখন সবাই একসাথে খাওয়া শুরু করে, তখন । জগা খিচুড়ি ।
*
- ধর গোপনে কেউ তোকে টাকা বানাবার একটা মেশিন এবং সাথে কাঁচামাল দিল, তুই কি নিবি ?
- না
- কেন ?
- মেশিন ছাড়াও টাকা বানাবার পদ্ধতি জানা আছে
*
- এই সময় করোনায় আক্রান্ত হলে তুই তো মরেও যেতে পারিস, পারিস না ?
- না, পারিনা
- কেন ?
- আমার জন্যে মেডিকেল বোর্ড গঠন হবে
- তারা যদি ব্যর্থ হয় ?
- বিদেশে পাঠাবে
- কিভাবে ?
- এখনি বলা যাবে না ।
০৩ রা জুন, ২০২০ রাত ৮:৪৩
সাইন বোর্ড বলেছেন: আপনার কাছে্ও যদি রহস্য মনে হয়, তাহলে আর কার জন্য লিখব ? আসলে তেমন কিছু না, বর্তমান সময় এবং পরিস্থিকে কিছুটা ধরার চেষ্টা ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন নিরন্তর ।
২| ০৩ রা জুন, ২০২০ রাত ৯:১০
পদ্মপুকুর বলেছেন: ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না (কাউকে খুচিয়ো না)...
০৩ রা জুন, ২০২০ রাত ৯:১৬
সাইন বোর্ড বলেছেন: ঠিক আছে, তবে তাই হোক । খোচাখুচি আর না আর না
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৩| ০৩ রা জুন, ২০২০ রাত ৯:৩১
রাজীব নুর বলেছেন: মন মেজাজ খুব বেশী খারাপ। তাই আজ তিন পেকেট সিগারেট কিনেছি।
০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৯
সাইন বোর্ড বলেছেন: ধূমপান মন্দ নয়, তবে আমি করি না ।
৪| ০৩ রা জুন, ২০২০ রাত ৯:৪১
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ ।
০৪ ঠা জুন, ২০২০ রাত ৮:০০
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৫| ০৩ রা জুন, ২০২০ রাত ৯:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধর তোর কাছে আমি ২০০ টাকা পাই
কথা হলো মাসে ৫০ টাকা করে শোধ দিবি।
এবার বল ৩ মাস পরে আমি তোর কাছে কত টাকা পাবো?
কেন ২০০ টাকা !! তুইতা অংকের কিছুই জানোস না
না জানার কি আছে !! আমি টাকা শোধ দিলেতো
আমি এক টাকাও শোধ দিমুনা। তাইলে এখন বল তুই
তিন মাস পরে কত পাবি
এবার বোঝেন ঠ্যালা !! হিসাবতো ওরটাই ঠিক!
আমিইতো কিছু জানিনা
০৪ ঠা জুন, ২০২০ রাত ৮:০২
সাইন বোর্ড বলেছেন: কথা সত্য
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০২০ রাত ৮:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
লেখায় রহস্য রহস্য মনে হচ্ছে!
আরো কিছু কি জানা যাবে?