নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
শিক্ষক তার ছাত্রের কাছে জানতে চাইল - বল তো বর্তমান বিশ্বে সব চেয়ে ঘৃণিত প্রধানমন্ত্রী কে ? (অবশ্যই দেশের নামসহ বলতে হবে)
ছাত্র হা করে চেয়ে আছে, কোন কথা বলে না । শিক্ষক অভয় দিয়ে আবারও বলল - ভয় পাবার কিছু নেই, প্রশ্ন সোজা, উত্তর দাও ।
ছাত্র তবু কোন কথা কয় না । তবে তার মুখ দেখে বোঝা যায়, উত্তরটা সে জানে; কিন্তু বলবে না ।
শিক্ষক এবার প্রশ্ন করল - বল তো বর্তমান বিশ্বে সব চেয়ে ঘৃণিত প্রেসিডেন্ট কে ?
ছাত্র এবার কোন রকম দেরি না করে চট করে উত্তর দিল - ডোনাল্ড ট্রাম্প ।
শিক্ষক বলল - প্রথম প্রশ্নের উত্তর তুমি জানার পরও কেন দিলে না ?
ছাত্র বলল - উত্তর শুনে আপনি যদি রাগ করে আমাকে মারতে শুরু করেন, তাই ।
০৫ ই জুন, ২০২০ দুপুর ১২:০৭
সাইন বোর্ড বলেছেন: তা অবশ্য ঠিকই বলেছেন, তারপরও ছাত্রের কাছে হয়ত মনে হয়েছে উত্তরটা বলা মনে হয় তার ঠিক হবে না ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
২| ০৫ ই জুন, ২০২০ দুপুর ১২:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: কার্টুনের গায়ে কালাকোট থাকলে পুরা অর্থপূর্ণ হইতো
হা হা হা
০৫ ই জুন, ২০২০ দুপুর ১২:২৩
সাইন বোর্ড বলেছেন: গরমের ভেতর আপনে আবার কোটের আবদার করছেন ক্যান, আমার তো মনে হয় শিক্ষক কিছুটা বুঝতে পেরেছে তার ছাত্র উত্তরটা কি দিত । বাকীরা না বুঝলেও চলবে ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৩| ০৫ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৪
গুরুভাঈ বলেছেন: বর্তমান বিশ্বে সবচাইতে ঘৃণিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেনো?
০৫ ই জুন, ২০২০ দুপুর ১২:৪০
সাইন বোর্ড বলেছেন: তার উদ্ভট কার্যকলাপের কারণে শুধু ঘৃণিতই না, আমেরিকার ইতিহাসে সে একজন কলংকিত প্রেসিডেন্ট ।
৪| ০৫ ই জুন, ২০২০ দুপুর ১২:৪৬
গুরুভাঈ বলেছেন: ট্রাম্পের অলরেডি কি রেটিং বা জনমত করা হয়ে গেছে এবং তা প্রচার হয়েছে, কি কি কারণে সে ঘৃণিত এবং কলংকিত?
সিরিয়ার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, ব্রাজিলের প্রেসিডেন্ট, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং সাম্প্রতিক করোনা ও হংকং ইস্যুতে চায়নার প্রেসিডেন্টের রেটিং দেখেন।
০৫ ই জুন, ২০২০ রাত ৮:৪৮
সাইন বোর্ড বলেছেন: লেখায় দুজন ক্যারেকটারের কথোপকথন, প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক এবং একজন ছাত্রের মধ্যে । এবং প্রশ্ন-উত্তরটাও তাদের দুজনের । তাই এ নিয়ে গবেষণা করার কোন সুযোগ নাই । ধন্যবাদ ।
৫| ০৫ ই জুন, ২০২০ দুপুর ১:০২
নেওয়াজ আলি বলেছেন: ডিজিটাল আইনের ভয় আছে
০৫ ই জুন, ২০২০ রাত ৮:৫২
সাইন বোর্ড বলেছেন: সবাই'ই ভয়ের মধ্যেই আছি, কারণ আইন আমাদের হাতে নেই ।
অসংখ্য ধন্যবাদ ।
৬| ০৫ ই জুন, ২০২০ দুপুর ১:০৬
আমি সাজিদ বলেছেন: শিক্ষক আর ছাত্র দুইজনেই কি আমাদের স্বদেশী? যদি হয় তবে ধরতে পারসি ও মজা পাইসি।
০৫ ই জুন, ২০২০ রাত ৮:৫৩
সাইন বোর্ড বলেছেন: আপনি মজা পাওয়াতে আমিও পুলকিত হইছি ।
অসংখ্য ধন্যবাদ ।
৭| ০৫ ই জুন, ২০২০ দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: ট্রাম্প লোকটা বোকা।
০৫ ই জুন, ২০২০ রাত ৮:৫৪
সাইন বোর্ড বলেছেন: অন্ততঃ আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ।
অসংখ্য ধন্যবাদ ।
৮| ০৫ ই জুন, ২০২০ বিকাল ৩:০৬
পদ্মপুকুর বলেছেন: রৌমারীতে ভারতীয় হাতির পাল এসে ধান খেয়ে এবং পাড়িয়ে সব ধ্বংস করে গেছে...
০৫ ই জুন, ২০২০ রাত ৮:৫৮
সাইন বোর্ড বলেছেন: হাতি সম্ভবত জেনেশুনেই এসেছে যে, এদেশে ধান খেয়ে এবং পাড়িয়ে সব ধ্বংস করলেও তারা নিরাপদে আবার ফিরে যেতে পারবে ।
অসংখ্য ধন্যবাদ ।
৯| ০৫ ই জুন, ২০২০ বিকাল ৫:০৬
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা শুধু জামাত-শিবিরের কাছে ভয়ের ব্যাপার।
০৫ ই জুন, ২০২০ রাত ৯:০১
সাইন বোর্ড বলেছেন: তার নিরাপত্তা তদারকির দায়িত্ব কবে পেলেন ?
ধন্যবাদ ।
১০| ০৫ ই জুন, ২০২০ রাত ৯:০৩
পদ্মপুকুর বলেছেন: লেখক বলেছেন: হাতি সম্ভবত জেনেশুনেই এসেছে যে, এদেশে ধান খেয়ে এবং পাড়িয়ে সব ধ্বংস করলেও তারা নিরাপদে আবার ফিরে যেতে পারবে ।
ঠিকই বলেছেন। বাই দ্য ওয়ে, আপনি কি দেশের বাইরে আছেন?
০৫ ই জুন, ২০২০ রাত ৯:০৬
সাইন বোর্ড বলেছেন: না, আমি দেশেই আছি ।
১১| ০৬ ই জুন, ২০২০ রাত ৩:০৬
মুবিন খান বলেছেন: পড়েছি। মজা পেয়েছি। হেসেছি।
০৬ ই জুন, ২০২০ দুপুর ১:০১
সাইন বোর্ড বলেছেন: জানলাম । পুলকিত হলাম । ধন্যবাদ দিলাম
ভাল থাকুন ।
১২| ০৬ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৭
বিবেকহীন জ্ঞানি বলেছেন: ট্রাম্প কাকুকে আমেরিকা আজীবন ঘৃনার আসনে বসাতে আর বেশি ধেরি নেই।
০৬ ই জুন, ২০২০ দুপুর ১:০২
সাইন বোর্ড বলেছেন: পরিস্থিতি সেটাই বলে ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুন, ২০২০ দুপুর ১২:০২
কল্পদ্রুম বলেছেন: শিক্ষকরা ছাত্রদের এখন আর ছাত্রদের মারেন না।আইনে নিষেধ আছে।নির্ভয়ে বলতে পারতো।