নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
#
আমার টেকো মাথা
তোমার 'A' পজিটিভ রক্তের গ্রুপ
হাসফাঁস অবস্থা !
করোনা কি তবে চিনে ফেলেছে ?
পালিয়ে যাব
কিন্তু কোথায় ?
কবরে অন্ধকার, বাইরে
জানাজা পড়ানোর একজন মানুষও নাই ।
#
তোমার জল খাওয়া দেখে আমার বাঘের ধান খাওয়ার কথা মনে পড়ছে
অথচ এখানে পিপাসা বা ক্ষুধার কোন ব্যপার নেই
তাই ঠেলার নাম বাবাজি বলার প্রশ্নই উঠে না
তুমি বরং তিনটা রঙ নিয়ে ইচ্ছে মত খেলতে থাকো
আর আমি দেখতে থাকি...
০৬ ই জুন, ২০২০ দুপুর ১:৩২
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
২| ০৬ ই জুন, ২০২০ দুপুর ২:৫৮
রাজীব নুর বলেছেন: পুরাই অস্থির।
©somewhere in net ltd.
১| ০৬ ই জুন, ২০২০ দুপুর ১:২২
নেওয়াজ আলি বলেছেন: সুবচন ।