নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
#
তোমার পান খাওয়া ঠোঁট দেখে আমারও মাঝে মাঝে জাবর কাটতে ইচ্ছে হয়
অথচ মুখে নেওয়ার পর দেখি জম্মের কইষ্টা !
#
তুমি আমাকে রঙকানা বলতেই পারো
কিংবা না জেনেই ঢুকে পড়েছি রেড জোনে
তারপর পুলিশের তাড়া খেয়ে
আবার ইয়োলোতে
একটা ভ্যানগাড়ী কিনতে পারলে
কাঁচা সবজির ফেরি করতে করতে
তোমার সাথে দেখা করা যেত প্রতিদিন
রঙকানা মানুষকে নিয়ে এত রঙের খেলা
আর ভাল্লাগেনা !
০৮ ই জুন, ২০২০ রাত ৯:৪৫
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ রাত্রি ।
২| ০৮ ই জুন, ২০২০ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: একদম ঝাক্কাস কবিতা।
৩| ০৮ ই জুন, ২০২০ রাত ১০:৩৮
কৃষিজীবী বলেছেন: ভ্যানগাড়ির ব্যাপারটা মাথায় রাখলাম, ভবিষ্যতে কাজে লাগতে পারে
০৯ ই জুন, ২০২০ বিকাল ৩:৩৫
সাইন বোর্ড বলেছেন: খুব ভাল করেছেন, রেড জোনে পড়লে এটাই একমাত্র সম্বল, তা না হলে কাটাকাটি হয়ে যাবার সম্ভাবনা প্রবল ।
অসংখ্য ধন্যবাদ ।
৪| ০৮ ই জুন, ২০২০ রাত ১১:২৯
নেওয়াজ আলি বলেছেন: কইষ্টা কেন বলেন আগে
০৯ ই জুন, ২০২০ বিকাল ৩:৩৩
সাইন বোর্ড বলেছেন: কত রঙের কষ্ট আছে মানুষের, সব কি আর কওন যায় !
অসংখ্য ধন্যবাদ ।
৫| ০৮ ই জুন, ২০২০ রাত ১১:৪৬
আহমেদ রুহুল আমিন বলেছেন: বেশ ভালো লাগলো ।
০৯ ই জুন, ২০২০ বিকাল ৩:২৬
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০২০ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।