নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
অর্থকড়ি বেশি হলে নেতা হওনের শখ জাগাটা স্বাভাবিক মানে জনপ্রতিনিধি হওয়া, অনেকের বাতিকও । এমপির পর মন্ত্রী, মন্ত্রীর পর আর যেহেতু সুযোগ নাই; তাই ওখানেই ক্ষান্ত দিতে হয়
কাজী শহিদ ইসলাম পাপুল এরকমই একজন এমপি । মন্ত্রী পর্যন্ত যেতে পারেননি
কিংবা কিনতে পারেননি
যদিও উনার ওয়াইফকে সংরক্ষিত মহিলা আসনের একখানা এমপি পদ খরিদ করে দিয়েছেন
আর এ জমানায় সুযোগ পেলে কে না ব্যবসা করে ? উনিও করছেন । মানব পাচার ও মানি লন্ডারিং ব্যবসা
নিজের দেশ তাকে নিরাপত্তা দিয়েছে, কুয়েত সরকার সেটা কেন দিবে না ? ধরেছেন তো ধরেছেন, এখন আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করবেন
এতেও আমাদের লজ্জা, হাজার হলেও একজন মাননীয় সংসদ সদস্য বলে কথা
আচ্ছা, কাজী শহিদ ইসলাম পাপুল সাহেবকে তারেক জিয়ার পুরান সাগরেদ বানিয়ে দিলে কেমন হয় ?
শুনেছি তারেক জিয়াও তো মানি লন্ডারিং কেস-এ ধরা আছে
০৯ ই জুন, ২০২০ বিকাল ৩:৩১
সাইন বোর্ড বলেছেন: ঠিকই শুনেছেন, উনার বউও একজন এমপি ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
২| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৩:৩৭
মা.হাসান বলেছেন: সব আন্তর্জাতিক ষড়যন্ত্র। বিএনপি-জামাত কুয়েতরে পয়সা দিয়া এই ভিত্তিহীন অভিযোগ আনাইসে। তেব্রো প্রতিবাদ জানাতে সি ।
০৯ ই জুন, ২০২০ বিকাল ৩:৪০
সাইন বোর্ড বলেছেন: হাছা একখান কতা কইছেন, আমিও তেব্রো গন্ধ পাইতেছি ।
অসংখ্য ধন্যবাদ ।
৩| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৫
আমি সাজিদ বলেছেন: রাতেরবেলায় জোর করে ছিনিয়ে নেওয়া পদগুলো কেমনে মাননীয় হয়ে গেল ! আমাদের দেশের মানুষ সব ভুলে যায় খুব দ্রুত।
০৯ ই জুন, ২০২০ বিকাল ৩:৫১
সাইন বোর্ড বলেছেন: ভুলি নারে ভাই, কিছুই ভুলি নাই । মাননীয় না লিখলে লজ্জাটাকে মানাইতো না । তাছাড়া পদ সব সময়ই সম্মানের, সেটাকে নষ্টরা কলুষিত করেছে ।
অসংখ্য ধন্যবাদ ।
৪| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৬
আমি সাজিদ বলেছেন: যদি এই ফ্যাক্ট স্টাবলিশ হতো যে উনাদের এমপি হওয়া না হওয়াতে জনগনের হাত নেই তাহলে তার আদমপাচার স্বাভাভিক ভাবেই নিতো মানুষ। যার কাজ খারাপ কাজ করা তারা তো খারাপ কাজ করবেই !
০৯ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৬
সাইন বোর্ড বলেছেন: তাহলে তো বোঝা যায় এমপি পদের এখনো একটা সম্মান, সেটা যত সস্তায়ই হাতে আসুক না কেন ।
বিদেশে গিয়ে কত মানুষই তো অকাম-কুকাম করে, জেল জরিমানা হয় । এখন এমপি হউনটাই হইল উনার জন্যে একটা ফ্যাক্ট ।
৫| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৪:১১
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টের প্রথম লাইনটা মহা সত্য।
দূর্নীতি করে কিছু টাকা করে ফেললেই এমপিওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়।
শুধু পাপুল না খোজ নিলে জানা যাবে তাদের সবারই একই অবস্থা।
০৯ ই জুন, ২০২০ বিকাল ৪:১৫
সাইন বোর্ড বলেছেন: আর এ কারণেই রাজনীতি আজ বেশি করে নষ্টদের দখলে চলে গেছে, এরা সাধারন পাবলিকের কোন সেন্টিমেন্টই বুঝেনা ।
অসংখ্য ধন্যবাদ ।
৬| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৪:১২
রাজীব নুর বলেছেন: এক জীবনে একজন মানুষের কত টাকা লাগে?
লোভ জিনিসটা খুব খারাপ। গাধা গুলো বুঝে না সুখের চেয়ে স্বস্তিতে থাকা ভালো।
০৯ ই জুন, ২০২০ বিকাল ৪:১৬
সাইন বোর্ড বলেছেন: ওরা তো আর আপনার মত লেখালেখি করেনা, নৈতিক বোধ ওদের খুবই কম ।
৭| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৪:২০
পদ্মপুকুর বলেছেন: লেখক বলেছেন: হাছা একখান কতা কইছেন, আমিও তেব্রো গন্ধ পাইতেছি ।
আপনি সৌভাগ্যবান, যেহেতু গন্ধ পাচ্ছেন সেহেতু আপনি করোনামুক্ত। করোনা হলে গন্ধ পেতেন না।
০৯ ই জুন, ২০২০ বিকাল ৪:৩০
সাইন বোর্ড বলেছেন: তার মানে একেবারে সস্তায় আমার করোনা টেস্টও হয়ে গেল, দারুণ ব্যপার !
অসংখ্য ধন্যবাদ ।
৮| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৪:৪২
ঢাবিয়ান বলেছেন: ছবিটা দেখে জনৈক মন্ত্রীর মন্তব্য মনে পড়ে গেল ''নবাবব্জাদা''
০৯ ই জুন, ২০২০ রাত ১০:০৮
সাইন বোর্ড বলেছেন: কয়েক হাজার কোটি টাকার যিনি মালিক তার চলন নবাবজাদা ক্যান, নবাবের মত হইব ।
অসংখ্য ধন্যবাদ ।
৯| ০৯ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২০
চাঁদগাজী বলেছেন:
এমপি'রা আদম বেপারী, দল-প্রধান এমপি বেপারী, চলুক কলোনিয়েল সিষ্টেম
০৯ ই জুন, ২০২০ রাত ১০:০৬
সাইন বোর্ড বলেছেন: সুযোগ আছে, কেন করব না ? উনি হয়ত ধরা খাইছে, তাই প্রচারে আইছে ।
অসংখ্য ধন্যবাদ ।
১০| ০৯ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৯
রাকু হাসান বলেছেন:
এই খবরটা আন্তর্জাতিক মণ্ডলে ভালো প্রচার হয়েছে।বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে । দয়া করে বিদেশে অনন্ত আপনারা বেইজ্জতী করবেন না বাংলাদেশকে।
০৯ ই জুন, ২০২০ রাত ১০:০৪
সাইন বোর্ড বলেছেন: হেইডা কিতা কন, আপনিই না বলতাছেন বিদেশে ভালা প্রচার পাইছে, তাইলে মোদের তো আর প্রচার করোনের প্রয়োজন নাই ।
অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
১১| ০৯ ই জুন, ২০২০ রাত ৮:৩৬
নেওয়াজ আলি বলেছেন: হাসান মাহামুদ এখন অসুস্থ তাই আমি বলছি সব মিথ্যাৎ । সব জামাতের ষড়যন্ত্র ।
০৯ ই জুন, ২০২০ রাত ১০:০১
সাইন বোর্ড বলেছেন: তাই নাকি ? আমি অবশ্য খবরটা এখনো দেখিনি । সমস্যা নেই, উনাদের জন্যে মেডিকেল বোর্ড, শেষে নাটকও আছে ।
অসংখ্য ধন্যবাদ ।
১২| ১০ ই জুন, ২০২০ বিকাল ৪:২৮
রাজীব নুর বলেছেন: লোভ মানূষকে ছারখার করে দেয়।
১০ ই জুন, ২০২০ রাত ৯:১৫
সাইন বোর্ড বলেছেন: কথা সত্য ।
১৩| ১০ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ইস ক্ষমতা পেয়ে যদি মানুষগুলো ভাল কাজ করতো দেশ আজ কত উন্নত হতো।
১০ ই জুন, ২০২০ রাত ৯:১৭
সাইন বোর্ড বলেছেন: অবৈধ আয় দিয়ে আর কি ভাল কাজ করবে ? এরা কখনো ভাল কিছু চিন্তা করতে পারে না ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৩:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পত্রিকায় দেখলাম ওনাদের বাসার দুই জনই নাকি এমপি।