নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
ছেলেটি খুব হাসতে পারে । কারণে অকারণে হাসতে হাসতে একেবারে লুটিয়ে পড়ে
ও যখন খেলা করে - হাসে
যখন দৌড়ায় - তখনো হাসে
এমন কি পড়তে বসলেও - ও হাসে
বলা যায় এভাবে হাসাটা ওর একটা অভ্যাসে পরিনত হয়েছে
এজন্যে ওকে দেখলে, ওর দিকে তাকালে সবার মন ভাল হয়ে যায়
সত্যি বলতে কি ওর হাসিটাকে সবাই বিশ্বস্ততার সাথে খুব এনজয় করে
তাই যেদিন ও নদীর জলে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছিল
সেদিনও ওর মুখে হাসিটা লেগেই ছিল
সবাই ভাবছিল ওতো সব সময় এভাবেই হাসে
এখনো হাসছে
এটা আর নতুন কি
ওর কিছু হয়নি
এ কারণে কেউ'ই তাকে উদ্ধার করতে যায়নি
হাসতে হাসতেই ছেলেটি অবশেষে জলে ডুবে মারা গেল
০৯ ই জুন, ২০২০ রাত ৯:৫৫
সাইন বোর্ড বলেছেন: সেটা অনেকেই জানে, কিন্তু কেউ'ই লিখতে বা বলতে সাহস পায় না ।
ধন্যবাদ, শুভ রাত্রি ।
২| ০৯ ই জুন, ২০২০ রাত ১০:২০
নেওয়াজ আলি বলেছেন: সবদিকে ভয় আছে মানুষ। সব চেয়ে বড় কথা চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে
০৯ ই জুন, ২০২০ রাত ১০:২৩
সাইন বোর্ড বলেছেন: জানিনা ভাগ্যে কি আছে, কোন কিছুই স্বস্তি নিয়ে করতে পারছি না । আমার মনে হয় অনেকেই এরকম অবস্থার মধ্যে আছে ।
অসুখের চেয়ে চিকিৎসা না পাওয়ার ভয়টাই এখন বেশি ।
ধন্যবাদ, ভাল থাকুন ।
৩| ০৯ ই জুন, ২০২০ রাত ১১:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সব ঠিক হয়ে যাবে। কেবল সময়ের ব্যাপার মাত্র।
১০ ই জুন, ২০২০ সকাল ১১:৩৫
সাইন বোর্ড বলেছেন: একদিন সব ঠিক হয়ে যাবে ঠিকই, তবে ততদিনে অনেক ক্ষতিও হয়ে যাবে ।
এখন শুধুই আল্লাহর উপর ভরসা ছাড়া কোন উপায় নেই ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৪| ০৯ ই জুন, ২০২০ রাত ১১:১৫
আমি সাজিদ বলেছেন: আজকেও ভিয়েতনাম আর নিউজিল্যান্ডের নাম নিলেন একজন
১০ ই জুন, ২০২০ সকাল ১১:৩৭
সাইন বোর্ড বলেছেন: কারা যে মুখে নেয় এগুলো, বুঝিনা ।
৫| ১০ ই জুন, ২০২০ রাত ১২:০৩
রাজীব নুর বলেছেন: আল্লাহ আল্লাহ করেন।
১০ ই জুন, ২০২০ সকাল ১১:৩৭
সাইন বোর্ড বলেছেন: এ ছাড়া আর উপায় কি !
৬| ১০ ই জুন, ২০২০ রাত ২:০৮
কল্পদ্রুম বলেছেন: ইউরোপ আমেরিকার মত মৃত্যু তো এখনো হয় নি।আমাদের অবস্থা অনেক ভালো।খারাপ হলে পরে বলবো, ইউরোপ আমেরিকাই ঠেকাইতে পারেনি।আমরা কিসের কি? সব কথার শেষ কথা,কেউ দায় নিতে রাজি নই।
১০ ই জুন, ২০২০ সকাল ১১:৪০
সাইন বোর্ড বলেছেন: ইউরোপ আমেরিকার মত খারাপ অবস্থা হতে মনে হয় আর খুব বেশি সময় নেই, ভয়ের কথা হলো ওরা চিকিৎসাটা অন্ততঃ পেয়েছে, আমরা সেটাও পাব না, বিনা চিকিৎসায় মরে যাওয়া ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৭| ১০ ই জুন, ২০২০ ভোর ৪:০৩
আমি সাজিদ বলেছেন: আজকে একটা খবর দেখে আমার মনে হলো, লকডাউন খুলে দেওয়া উচিত। না হয় সমাজে অপরাধ বাড়বে। এই লকডাউন কতো পরিবারকে পথে বসাবে এর হিসেব নাই৷ আমাদের মতো দেশে করোনার প্রিভেন্টিভ মেজার নেওয়ার একমাত্র জায়গা ছিল বিমান ও স্থল বন্দর। হয় নাই যখন, আর কোন ভাবেই সংক্রমণ এড়ানো যাবে না। এর মধ্যে লক ডাউনে মানুষের চাকরি গেছে, গারমেন্টস বন্ধ হইসে, অপরাধ বাড়তেসে। যেমন আজই চট্রগ্রামের এক খবর পড়লাম, এক মহিলা তার বাড়ির মালিককে ফাঁসানোর জন্য অন্য ফ্লাটের লোকের বাচ্চা ছেলেকে পানিতে ডুবিয়ে মেরেছে। পরে ওই মহিলার ফ্যামিলি হিস্ট্রি পড়ে দেখি, তার স্বামীর চাকরি নাই, ছেলে মেয়েদের চাকরি লক ডাউনে চলে গেসে। ভাবেন।
আমার মগজ বলে লক ডাউনই বাঁচার উপায়। মন বলে দেশের মানুষের অবস্থা খারাপ রে ভাই।
১০ ই জুন, ২০২০ সকাল ১১:৪৩
সাইন বোর্ড বলেছেন: তাদের হিসাবে উচু দরের কয়েক জন মারা গেলে সম্ভবত হুশ হবে, তার আগে মনে হচ্ছে অর্থনীতির চাকা ঘোরাতে ঘোরাতে হাত ব্যথা করে ফেলব ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৮| ১০ ই জুন, ২০২০ ভোর ৬:৪৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কোন একজন একটা সংখ্যাতো বলুন।সরকার যদি বলে এক হাজার প্রমান সহ বলুন এক হাজার একজন নয়তো চুপ থাকা ভালো।তাতেকরে বিপদে পরার সম্ভবনা কম।
১০ ই জুন, ২০২০ দুপুর ১২:৩০
সাইন বোর্ড বলেছেন: চুপ থাকলেই কি সব থেমে থাকবে, পরিস্থিতি একদিন নিজেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, হয়ত এর দায় কেউই নিবে না, কিন্তু ইতিহাস মনে রাখবে এই দেশে করোনা কালে চিকিৎসা না পেয়ে অসংখ্য মানুষ মারা গেছে ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৯| ১০ ই জুন, ২০২০ দুপুর ২:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: এই তিন হাজার হোল হিমশৈলের দৃশ্যমান অংশ মাত্র।
১০ ই জুন, ২০২০ রাত ৯:০৫
সাইন বোর্ড বলেছেন: এটা আমরা অনেকেই জানি বা বুঝি, কিন্তু কেউ মুখ ফুটে লিখতে পারছি না বা বলতে পারছি না ।
দিনকে দিন আমরা একটা ভয়ানক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছি...
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০২০ রাত ৯:৫৩
ঢাবিয়ান বলেছেন: ফেসবুকে যে পরিমান পরিচিত জনদের করোনায় আক্রান্ত হবার সংবাদ পাচ্ছি তাতে এটা বলতে পারি যে এই সরকারী সংখ্যা আসল সংখ্য্যার ধারে কাছেও না।