নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
#
তুমি এখন পর্যন্ত কোন গাছ লাগাওনি কিংবা একটা লাগিয়েছ
অথচ আমি গোঁফে তেল দিচ্ছি
দিতে দিতে ধুলোবালিতে একেবারে জট পাকিয়ে ফেলেছি
তুমি বলতেই পারো -
কাঁঠালের নাম শুনেই আমি গোঁফে তেল দেওয়া শুরু করেছি,
পাগল কোথাকার
গাছটা লাগাবে কে শুনি ?
#
যে লোকটা দূর্ঘটনায় মারা গেল
তার চোখ দুটো বেঁচে গেছে বলে
তার জন্যে কত যে প্রশংসা -
সত্যিই ও খুব ভাগ্যবান ছিল যে
ওর চোখ দুটোর কিছুই হয়নি
লোকটা তখনো মরা কাঠের মতো পড়ে আছে
বেচারা এর কোন জবাবই দিতে পারল না
যেমনটা বেঁচে থাকতেও সে কোনদিন দিতে পারেনি ।
১০ ই জুন, ২০২০ রাত ১০:০৮
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
২| ১০ ই জুন, ২০২০ রাত ৯:৫২
নেওয়াজ আলি বলেছেন: পরিবেশ রক্ষায় গাছ লাগানো উচিত
১০ ই জুন, ২০২০ রাত ১০:০৯
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৩| ১০ ই জুন, ২০২০ রাত ১০:০০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
১০ ই জুন, ২০২০ রাত ১০:১০
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৪| ১০ ই জুন, ২০২০ রাত ১১:০১
কৃষিজীবী বলেছেন: গাছটা লাগাবে কে শুনি ?
১২ ই জুন, ২০২০ সকাল ১১:০৪
সাইন বোর্ড বলেছেন: সেটা তো আমারও প্রশ্ন, কিন্তু কাউকে না কাউকে লাগাতে হবে । তা না হলে গোঁফে তেল দেওয়া ছাড়া কাঁঠাল কোনদিনই পাওয়া যাবে না ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৫| ১১ ই জুন, ২০২০ রাত ২:৪২
রাজীব নুর বলেছেন: গাছ লাগাবে জায়গা কোথায়?
চোখ দান করা ভালো।
১২ ই জুন, ২০২০ সকাল ১১:০৫
সাইন বোর্ড বলেছেন: ঠিক, দুটোই ভাল কাজ ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৬| ১১ ই জুন, ২০২০ সকাল ৭:৪৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: দেহই দান করে দিয়েছি,চোখ কি আর বাদ থাকে।সকলেরই গাছ লাগান উচিত।
১২ ই জুন, ২০২০ সকাল ১১:০৬
সাইন বোর্ড বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০২০ রাত ৯:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর তো।