নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
তুমি কথা বলো রাত-বিরাতে, ছবি চালাচালি করো
উদোম বুকে গরম মসলার হাট বসাও
বেহায়া নচ্ছড়, এ্যাডভান্স পাঁচ'শ টাকা বিকাশ করে
দেখতে থাকো সুস্বাদু রস মালাই, আর
ঘণ ঘণ বাথরুমে গিয়ে ক্ষয় করো জীবনের আয়ু
কোন সমস্যা নাই
আমি আছি নতুন ঘোষিত বাজেটে
২৫ পারসেন্ট কর সহ মোট ৩৩.৫৭ পারসেন্ট শুল্কে
তোমার ঘরের জানালার উপর ঘুলঘুলিতে
তুমি কথা বলো কিংবা মহৎ কর্ম সম্পাদন করো
সম্ভব হলে পুরো পৃথিবীকে উদ্ধার করো
তাতে আমার কিছু যাই আসে না
১৩ ই জুন, ২০২০ সকাল ১০:৪০
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি, আপনার মন্তব্য পেলে আরো বেশি লেখার আনন্দ পাই ।
ভাল থাকুন সব সময় ।
২| ১৩ ই জুন, ২০২০ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: বাহ বেশ।
১৩ ই জুন, ২০২০ রাত ৮:২৭
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
৩| ১৩ ই জুন, ২০২০ দুপুর ২:১৬
নেওয়াজ আলি বলেছেন: সুললিত লেখা।
১৩ ই জুন, ২০২০ রাত ৮:২৯
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
৪| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৯
কৃষিজীবী বলেছেন: ভালো লাগলো
১৩ ই জুন, ২০২০ রাত ৮:২৯
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০২০ সকাল ১০:৩২
বিজন রয় বলেছেন: হা হা হা ......
খুব দক্ষতার সাথে আঁতে ঘা দিলেন।
কিসের সাথে কোনটা মেশালে এমন হয় তা আপনি খুব পারেন।
আপনার জুড়ি মেলা ভার।
শুভবর্ষনসকাল!