নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

কেউ চিকিৎসা পাচ্ছে না - এ কথা ঠিক না ।

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪১


এই সময় দেশে একেবারে চিকিৎসা নেই - এ কথা বলা যাবে না । আছে । তাদেরকে পাঁচটা দশটা হাসপাতালও ঘুরে আসতে হবে না ।

এখনো বাতাসের আগে রোগি পৌছে যায় হাসপাতালে

তারপর বাঁচানোর জন্যে চলে প্রাণপন চেষ্টা । এসব ডাক্তারকেই বলা হয় মূলতঃ মানবতার সেবক ।

তবু চৌদ্দ সদস্যের মেডিকেল বোর্ডের টিম লিডার রোগির সর্বশেষ অবস্থা দেখার পর যখন হৃদয় ভেংগে খান খান হয়ে যায়, তখন তাকে বলতেই হয়, এ অবস্থায় রোগিকে সিংগাপুর নিয়ে যাওয়া যাবে না ।

কী সেই অবস্থা, সেটা কি করোনামুক্ত করার দীর্ঘমেয়াদি প্রকৃয়া ?

এমন নয় যে বাতিল খাতার পৃষ্ঠাতেও ডাক্তাররা প্রেসক্রিপসন লিখে সময়ের অপচয় করছে ।

মকবুল, রবকুলরাও কিন্তু মৃত্যুর কাছে হার মেনে চলে যাচ্ছে সাধারনের সাথে, সবার মত করেই উপরে ।

অতএব, দেশে কেউ চিকিৎসা পাচ্ছেনা পাচ্ছেনা বলে চেঁচিয়ে লাভ নেই ।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:



আপনি বাংগলায় প্যারাগ্রাফ লেখা শেখার জন্য একজন টিউটরের কাছে গিয়ে দেখেন তো বছর'খানেক।

১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

সাইন বোর্ড বলেছেন: বাংলা শব্দপাঠ দেওয়া হয়েছিল, ওটা কমপ্লিট করুণ । বয়স কোন ব্যাপার না, ইচ্ছেটাই আসল ।

২| ১৩ ই জুন, ২০২০ রাত ৮:৪৩

শাহিন-৯৯ বলেছেন:


দেখি নাসিমের মৃত্যর দেখে অন্যরা শিক্ষা নেয় কিনা।

১৪ ই জুন, ২০২০ সকাল ৯:৫৬

সাইন বোর্ড বলেছেন: জাতি অপেক্ষা করছে...

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ১৩ ই জুন, ২০২০ রাত ৮:৫৬

পদ্মপুকুর বলেছেন: শাহিন-৯৯ বলেছেন: দেখি নাসিমের মৃত্যর দেখে অন্যরা শিক্ষা নেয় কিনা।
আমার তো মনে হয়, অন্যরা নেক্সট নির্বাচনে নাসিম সাহেবের সিটটাতে কিভাবে নিজের লোককে নমিনেশন দেয়া যায়, সে অংকই কঁষছে এখন।

১৪ ই জুন, ২০২০ সকাল ১০:০০

সাইন বোর্ড বলেছেন: এটাই দেশের রাজনীতি, একজন পরপারে হাজার নেতা কামড়ে মরে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ১৩ ই জুন, ২০২০ রাত ৯:২৭

নেওয়াজ আলি বলেছেন: সামনে আরো ভয়াবহ দিন অপেক্ষা করছে

১৪ ই জুন, ২০২০ সকাল ১০:০১

সাইন বোর্ড বলেছেন: সেরকম ইঙ্গিতই পাওয়া যায় ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫| ১৩ ই জুন, ২০২০ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের শুধু চিকিৎসা খাত না, প্রতিটা খাতেরই একই অবস্থা।

১৪ ই জুন, ২০২০ সকাল ১০:০১

সাইন বোর্ড বলেছেন: দুঃখজনক !

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৬| ১৩ ই জুন, ২০২০ রাত ১০:৩৬

বিজন রয় বলেছেন: নিদারুন প্রতিচ্ছবি!!

১৪ ই জুন, ২০২০ সকাল ১০:০৪

সাইন বোর্ড বলেছেন: বর্তমান জমানায় কেউ চিকিৎসা না পেয়ে মরে যাওয়াটা তার প্রিয়জনদের জন্য নিদারুণ কষ্টের, এই কষ্ট এখন শত শত মানুষ বয়ে বেড়াচ্ছে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৭| ১৪ ই জুন, ২০২০ রাত ১:৪২

মা.হাসান বলেছেন: আপনার পোস্টের ছবি গুলো বরাবরই অসাধারণ।
কথা সত্য, সকলেই চিকিৎসা পাচ্ছে। এসি, ভেন্টিলেটর, আইসিইউ সবই পাচ্ছে।
যারা খারাপ লোক এরা গুজব রটাচ্ছে।

১৪ ই জুন, ২০২০ সকাল ১০:১১

সাইন বোর্ড বলেছেন: বর্তমান জমানায় কেউ চিকিৎসা না পেয়ে মরে যাওয়াটা তার প্রিয়জনদের জন্য নিদারুণ কষ্টের, এই কষ্ট এখন শত শত মানুষ বয়ে বেড়াচ্ছে ।

ব্যর্থতা স্বীকার না করলে, এসব গুজব বলে উড়িয়ে দেওয়া সহজ । নিরুপায় মানুষ !

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.