নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
মানুষের প্রতি মানুষের ঘৃণার একটা লিমিট থাকলে ভাল হয় । তাহলে মৃত্যুর আগে কেউ কাউকে অন্ততঃ ট্রল করতে পারে না । তার চেয়ে আরো ভাল, মৃত ঐ ব্যক্তিটি যদি তার শত্রুকে ট্রল করার কোন সুযোগই না দেয় ।
যেমন তার মৃত্যুটা যদি এই চালাক ছেলের বাবার মত হয় । যেখানে মৃত্যুর আগে কারো ট্রল করার সুযোগই নাই ।
এটা অনেকটা গল্পের মতই । দুই বন্ধু ভদা আর সদা । ভদা সহজ-সরল, অনেকটা বোকাসোকা, কিছুটা আবেগপ্রবণও আর সদা খুব চালাক-চতুর, পারলে ভদাকে এক হাটে কিনতে পারে আরেক হাটে বিক্রি করতে পারে । তো দু'বন্ধুর একজনেরও বাবা নেই মানে মারা গেছে ।
একদিন মুড়িচানাচুর খেতে খেতে সে গল্পই করছিল দু'জনে । প্রথমে ভদা শুরু করল - তার বাবা দীর্ঘদিন অসুস্থ্য অবস্থায় বিছানায় পড়ে থেকে কীভাবে ধুঁকে ধুঁকে কষ্ট পেয়ে মারা গেল, একটার পর একটা তার আবেগঘণ বর্ণনা । সে এতটাই দীর্ঘ ও মনোযোগ সহকারে বলছিল যে মুড়িচানাচুর খাওয়ার কথাই ভুলে গিয়েছিল । আর এই সুযোগটিই নিচ্ছিল সদা । টপাটপ মুড়িচানাচুর খেয়ে যাচ্ছিল একা একা । কিন্তু দীর্ঘ হলেও ভদার গল্পটা এক সময় শেষ হলো । ততক্ষণে অবশ্য মুড়িচানাচুরের বেশি অর্ধেক সাবাড় । এবার ভদা বলল, তোর বাবা কিভাবে মারা গেল বলতো শুনি ? সদা বলল - আর বলিশ না, আমার বাবা পড়ল আর মরল ।
এক কথায় শেষ ! মুড়িচানাচুর খাওয়ার কোন ব্যঘাতও ঘটল না ।
সকাল বেলায় ঘুম থেকে উঠেই দেখি, আমাদের ধর্ম প্রতিমন্ত্রী নাই মানে মারা গেছে । তার প্রতি কারো কোন ক্ষোভ বা ঘৃণা আছে কি না, জানি না । আর থাকলেও তিনি এখন সব কিছুর উর্ধ্বে চলে গেছেন । আমি তার আত্মার শান্তি কামনা করছি ।
১৪ ই জুন, ২০২০ সকাল ১০:৪৬
সাইন বোর্ড বলেছেন: আপনার মন্তব্য পাওয়া সব সময়ই আমার জন্যে বাড়তি ভাল লাগা, তাও আবার প্রথম মন্তব্য ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন নিরন্তর ।
২| ১৪ ই জুন, ২০২০ সকাল ১১:০৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চমৎকার একটি রূপকধর্মী গল্পসহ পোস্টটিতে ভালো লাগা। আকেলমান্দ কে লিয়ে ইশারাই কাফি হায়
১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:২৪
সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন নিরন্তর ।
৩| ১৪ ই জুন, ২০২০ সকাল ১১:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হেটার্সরা বলে নাসিম সাহেব নাকি আরো আগেই মারা গিয়েছেন...
১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:২৫
সাইন বোর্ড বলেছেন: কথাটা মনে হয় একেবারে মিথ্যা না ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন নিরন্তর ।
৪| ১৪ ই জুন, ২০২০ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: কারো মৃত্যুই কাম্য নয় - সে যত বিতর্কিতই হোক না কেন।
১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:২৬
সাইন বোর্ড বলেছেন: তারপরও মরতে তো হবেই ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন নিরন্তর ।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুন, ২০২০ সকাল ১০:৪১
বিজন রয় বলেছেন: মানুষের মন বড় অদ্ভুত।
সুন্দরভাবে একটি শিক্ষা পেলাম।
++++++