নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ওস্তাদ নয় এখন শিষ্যই এগিয়ে

১৫ ই জুন, ২০২০ সকাল ১০:৪৪


কেউ কেউ বলে থাকে, চীন অন্য সব কিছু নকল/দু'নম্বরী জিনিস বানাইলেও এই করোনাভাইরাসটা একেবারে আসল বানাইছে । যারফলে এর কার্যকরারীতাও এক'শ ভাগ নিশ্চিৎ ।

যে চীনের কাছ থেকে একই পণ্য পর পর দু'বার আমদানি করলে তৃতীয়বার তার দাম বাড়িয়ে দেয়, সেই চীন মাসের পর মাস পুরো বিশ্বকে করোনাভাইরাসের মত একটা প্রডাক্ট ফ্রি ডেলিভারি দিয়ে যাচ্ছে ।

আর আমাদের বাঙালিদের একটা অখ্যাতি আছে, তা হলো বিনা মূল্যে কোন জিনিস পাইলে মাথা ঠিক থাকেনা; তখন কাপড়ে করে আলকাতরা নিতেও রাজি আছি ।

তাই তো এবার করোনার জন্মভূমিকেও আমরা ছাড়িয়ে গেলাম ।

চীনে যেখানে মোট আক্রান্তের সংখ্যা ছিল তিরাশি হাজার আর আমাদের আক্রান্তের সংখ্যা এখন সাতাশি হাজার ক্রস করেছে ।

চারিদিকে বিনা চিকিৎসায় মারা যাওয়া মানুষের জন্যে প্রতিনিয়ত বাড়ছে বুকফাটা আর্তনাদ, হাহাকার !

এসব মৃত্যুও যেন খুব স্বাভাবিক একটা ঘটনা, কারোর কোন দায় নেই । এ যেন ভোটের রাজনীতি থেকে জনগণ মুখ ফিরিয়ে নেওয়ার এক নির্মম প্রতিশোধ !

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২০ সকাল ১১:০৭

বিজন রয় বলেছেন: এমন নির্মম পরিণতির জন্য আমরাই দায়ী।

জ্ঞান অর্জনের জন্য আমরা কার্যকরী কোন পদক্ষেপ নিচ্ছি না।
যা নিচ্ছি তা ভুল।

আগের কথা বাদ দিই, গত ১০ বছরে বাংলাদেশ ১০০ বছর পিছিয়ে গিয়েছে, অথচ ১০০ বছর আগানোর কথা ছিল।

১৫ ই জুন, ২০২০ সকাল ১১:১৩

সাইন বোর্ড বলেছেন: কিছু করার নেই, সত্য কথা এখন বলা বা লিখাও সমস্যা । নিজ দলের লোকও ছাড় পাচ্ছে না ।

অতএব, আমাদের কাজ শুধু দেখে যাওয়া, কিছু বলা যাবে না, অন্তত বেঁচে থাকতে হলে ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।

২| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১২:০৯

সাহাদাত উদরাজী বলেছেন: সুশাসন না থাকার বেশি মারা যাচ্ছে!

১৫ ই জুন, ২০২০ রাত ৮:২৪

সাইন বোর্ড বলেছেন: বাস্তবতা সেটাই বলে । মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, অথচ সরকার নির্বিকার !

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১:৫৪

পদ্মপুকুর বলেছেন: শেষের লাইনের সাথে কঠিনভাবে সহমত।

১৫ ই জুন, ২০২০ রাত ৮:২২

সাইন বোর্ড বলেছেন: খুব কষ্টের কথা, মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, অথচ সরকার নির্বিকার !

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ১৫ ই জুন, ২০২০ দুপুর ২:৪১

নেওয়াজ আলি বলেছেন: একদম উপযুক্ত লেখা ।

১৫ ই জুন, ২০২০ রাত ৮:২১

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫২

রাজীব নুর বলেছেন: আমরা ভালো কিছু পারি না। কিন্তু সব খারাপের দিক থেকে এগিয়ে যাই। দূর্নীতি বলেন আর করোণা বলেন।

১৫ ই জুন, ২০২০ রাত ৮:২০

সাইন বোর্ড বলেছেন: সেটাই আর কি, দেশের মানুষ এর খেসারত দিচ্ছে জীবন দিয়ে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.