নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
ধর্মের বাধ্যবাদকতার চেয়ে এখন আইনের বাধ্যবাদকতা বেশি; যদিও চাইলেই সেসব আইনের সাপোর্ট তুমি পাবে না
কী আশ্চর্য, একজন ঘৃণিত ব্যক্তিকে ঘৃণা করা যাবে না । বরং তাকে প্রশংসায় ভাসিয়ে দিতে হবে
যাতে তাকে মরণোত্তর ভাল মানুষের সার্টিফিকেট দেওয়া সহজ হয়
তার বর্ণাঢ্য কেরিয়ার, উখান-পতন, পুলিশের লাঠির বাড়ি এবং জানা অজানা আরো দুঃখ কষ্টের কথা বলতে হবে
তাতে ফুলবানুর চোখেও জল চলে আসবে এবং এতে করে তার পুলসিরাত সহজ হবে ও জান্নাত প্রাপ্তি সুগম হবে ।
সুযোগ পেলে কে আর করে না লুটপাট ?
কম সময় পাইলে কম সময় আর বেশি সময় পাইলে বেশি সময়
তাহলে সত্য কথা বলে সাধু সন্ন্যাসী সেজে কেন আর
হাতকড়া পরা ?
প্রেমিক জীবিত থাকতে তুমি আর ভিলেন হইও না ।
১৬ ই জুন, ২০২০ সকাল ১১:২৫
সাইন বোর্ড বলেছেন: ছবিটি আমাকেও খুব আকৃষ্ট করেছে, ফেসবুক থেকে সংগ্রহ ।
আপনার মূল্যায়নে আরো একবার অনুপ্রাণিত হলাম । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
২| ১৬ ই জুন, ২০২০ সকাল ১১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনার কবিতা চিন্তার খোরাক যোগায়।
১৬ ই জুন, ২০২০ সকাল ১১:৩৬
সাইন বোর্ড বলেছেন: আপনার কাছ থেকে এরকম মন্তব্য পাওয়ায় আমাকে আরো ভাল কিছু লিখতে সহায়তা করবে ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন নিরন্তর ।
৩| ১৬ ই জুন, ২০২০ সকাল ১১:৩৩
বিজন রয় বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: আপনার কবিতা চিন্তার খোরাক যোগায়।
একদম ঠিক। জীবনমুখি।
আমিও আপনাকে সবসময় এটাই বলতে চেয়েছি।
১৬ ই জুন, ২০২০ সকাল ১১:৩৯
সাইন বোর্ড বলেছেন: দুজনকেই আবারও ধন্যবাদ ও শুভ কামনা রইল ।
৪| ১৬ ই জুন, ২০২০ সকাল ১১:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: কথা সইত্য
ভাল লাগা রইল
+++
১৬ ই জুন, ২০২০ সকাল ১১:৫৩
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, আমারও শুভ কামনা রইল ।
৫| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৮
মোঃ খুরশীদ আলম বলেছেন: মহান সৃষ্টিকর্তা সব কিছুর খবর রাখেন, আগের-পরের। আপনার লেখাটি চমৎকার লেগেছে । সুস্থ থাকুন দোয়া করি।
১৬ ই জুন, ২০২০ রাত ৯:২৯
সাইন বোর্ড বলেছেন: আপনিও ভাল থাকুন ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৬| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৯
এনাম আহমেদ বলেছেন: সঠিক বলেছেন। ভাল বলেছেন।
১৬ ই জুন, ২০২০ রাত ৯:২৮
সাইন বোর্ড বলেছেন: পড়া ওমন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৭| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময় থাকতে বাকী প্রেমিকদের ভিলেন না হওয়ার আহবান জানাই...
১৬ ই জুন, ২০২০ রাত ৯:২৮
সাইন বোর্ড বলেছেন: জীবনের ভয় সকলেরই আছে, তবে এটা ঠিক তাদেরকেউ একদিন মরতে হবে ।
পড়া ওমন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৮| ১৬ ই জুন, ২০২০ দুপুর ২:৪৩
নেওয়াজ আলি বলেছেন: মুদ্ধকর লেখা । +
১৬ ই জুন, ২০২০ রাত ৯:২৬
সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল, অসংখ্য ধন্যবাদ।
৯| ১৬ ই জুন, ২০২০ বিকাল ৩:৩৭
রাজীব নুর বলেছেন: এই দেশের অবস্থা এখন যা আছে তার চেয়ে ভালো হবার সম্ভবনা নাই। কাজেই যে ক'টা দিন বাচবেন উন্নত কোনো দেশে চলে যাওয়ার চেষ্টা করুন।
১৬ ই জুন, ২০২০ রাত ৯:২৫
সাইন বোর্ড বলেছেন: পরমানেন্টলি চলে যাওয়ার ইচ্ছে নেই, এ দেশে জন্মেছি এ দেশেই মরতে চাই ।
পড়া ওমন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
১০| ১৬ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৯
পদ্মপুকুর বলেছেন: ফুলবানু চোখের জল ফেলুক বা না ফেলুক, কেউ ঘৃণা করুক বা অহেতুক প্রশংসা করুক, সেখানে কিছুই যায় আসে না এসবের। শুধু প্রশ্ন থাকে, কি সে সাথে নিয়ে গেছে...
১৬ ই জুন, ২০২০ রাত ৯:২৪
সাইন বোর্ড বলেছেন: সত্য কথা বলায় এ পর্যন্ত কয়েক জন গ্রেফতার হয়েছে । দুঃখ যে পরকালে সেটা এটা করতে পারবে না ।
পড়া ওমন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০২০ সকাল ১১:১১
বিজন রয় বলেছেন: কুকুর আর বিড়াল সাথে করে নিয়ে যাচ্ছে।
ওদের মালিকতে অনেক ধন্যবাদ।
আপনার আরো একটি মূল্যবান সৃষ্টি।