নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

কাজ চলছে...

১৭ ই জুন, ২০২০ সকাল ১১:২১


রেড জোনে রেড এলার্ট নাই । কালো কালিতে লেখা, এখনো নির্দেশনা পাইনি ।

অফিস খোলা । অবাধ যাতায়াত । ফেরিওয়ালার চিৎকার । মুচির জুতো সেলাই । ময়লাওয়ালার ডাক । বাজার-সদাই । মোড়ের আড্ডা । চায়ের দোকানে হৈচৈ । খবরদার, চিৎকার করে কথা বলবি না !

কী করব, বেঁচে তো থাকতে হবে । বসে থাকলে আহার নাই । কেউ তো বলেনি, বাইরে বের হওন যাইব না ।

তুই বুঝোছ না ব্যাটা, নাসিম চইলা গেল । আকমল সাহেব তিন দিনের মাথায় নাই । ধর্ম মন্ত্রী এক রাতেই জান্নাতুল ফেরদৌস । চোখের সামনে ছলিমুদ্দি, কলিকুদ্দি, মগা, ছগা, কিরামত, জাহেলা, জয়তুন নিমিশেই কাবার...

তই বাঁচোছ আর মরোছ, খবরদার যেন বলিস না, দ্যাশে কোন চিকিৎসা নাই ।

এখন ফোট । কখন আবার রেড জোনের নির্দেশনা চইলা আইতে পারে ।

- ভাইয়ু, কতা তো একখান ঠিকই কইছোচ । এবার চৌদ্দ দিনের কেইসটা একটু খুইল্লা কও দিইক্কা ।

হেইডা গতকাল থিকা মনে হয় শুরু হইছে । মিনিটে তিনজন আক্রান্ত, ঘন্টায় দু'জন মৃত । চৌদ্দ দিন পর এই সংখ্যাটা কোথায় গিয়া ঠেকব, তা আমার মত আদা ব্যাপারী যেমন কইতে পারব না তেমনি তোর জাহাজ ভাংগাড়ির মাথায়ও ঢুকব না

তই মরণের জন্য প্রস্তুতি ল, কখন যে সমন আইব টেরও পাইবি না । তখন কিন্তুক কইতে পারবি না - বিনা চিকিৎসায় আমারে মাইরা ফ্যালাইলো ।

জ্যাতা মাইনষের কতারই কোন দাম নাই, আর মরা মাইনষের কতা ক্যাডা শুনব ?







মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২০ সকাল ১১:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: যদিও এই দেশে মরনোত্তার সম্মাননাই রেওয়াজ...
কিন্তু এই ক্ষেত্রে মনে হয় শেষ লাইনই সত্য!


গন্তব্য জানা নাই
পরিণতি জানা নাই
গহন অন্ধকারে হাতড়ে মেনে চলি
সামাজিক দূরত্ব!!!

১৭ ই জুন, ২০২০ সকাল ১১:৫৯

সাইন বোর্ড বলেছেন: মনে হচ্ছে খুব ভয়ংকর সময়ে আমরা পৌছে গেছি, জানিনা সামনের দিনগুলোতে কি হবে ।

ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।

২| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: একদিন আমাদেরই ভুলের জন্য আমরা সবাই মারা পড়বো। সেই দিন খুব দূরে নয়।

১৭ ই জুন, ২০২০ রাত ৯:০৯

সাইন বোর্ড বলেছেন: এটা হয়ত অনেকেই বুঝতে পারছে না, আমরা কতটা ভয়ংকর অবস্থার মধ্যে পড়ে গেছি ।

অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

৩| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোনটায় বেশী মৃত্যু হবে?
কোভিড-১৯ নাকি ২০২০এর দূর্ভিক্ষ

১৭ ই জুন, ২০২০ রাত ৯:০৮

সাইন বোর্ড বলেছেন: এখন যেহেতু আমরা কোভিড-১৯ এ আছি, তাই এটা নিয়েই ভাববো । করোনা শেষ না হলে বলা যাচ্ছে না, দূর্ভিক্ষে আমরা পড়ব কি না বা কেউ মারা যাবে কিনা ।

অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

৪| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
সমসাময়িক লেখা ভালো লাগলো

১৭ ই জুন, ২০২০ রাত ৯:০৫

সাইন বোর্ড বলেছেন: জেনে আমারও ভাল লাগল ।

অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

৫| ১৭ ই জুন, ২০২০ দুপুর ২:৫২

নেওয়াজ আলি বলেছেন: আপনার এলাকায় করোনায় আছে কিনা। আপনি কি কারো উপকারে এসেছেন?

১৭ ই জুন, ২০২০ রাত ৯:০৪

সাইন বোর্ড বলেছেন: বলতে পারেন আমি অনেকটা সেফ জোনেই আছি, আমার মহল্লায় এখনো কেউ আক্রান্ত হয়নি । তবে আমার আগে থেকেই কিছু শারীরীক সমস্যা থাকায় খুব ভয়ে ভয়ে আছি । খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরেই বের হইনা ।

অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

৬| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৩:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:




বিদ্রোহী ভৃগু ভাই ও সাইনবোর্ড ভাই, আমরা অবাক অথবা নির্বাক দর্শক মাত্র। আমরা দর্শক ছিলাম - দর্শক আছি। দর্শক থাকবো চিরোকাল।

১৭ ই জুন, ২০২০ রাত ৮:৫৫

সাইন বোর্ড বলেছেন: এ ছাড়া আর উপায় কি ? মান সম্মান নিয়ে অন্ততঃ বেঁচে থাকতে গেলে ।

অসংখ্য ধন্যবাদ । ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.