নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
রোগাক্রান্ত নাকি ভবিষ্যৎ চিন্তায় আক্রান্ত ? ছাদের কার্ণিশে সূর্য ডুবে বেলা চলে যায়...
অথচ আগামিকাল কত কাজ আমার ! চাকুরী, ব্যবসা, কর্মচারী, দেনা-পাওনা, ছুটে চলা...
সকাল হলে অলস বিছানা, চিরচেনা ঘর, বারান্দা, বাগান, ঘাস...
এভাবে আর কতদিন ? কতদিন মৃত্যুর কাছে সমর্পণ করার আগে নিজেকে ক্ষুন্ন করা ?
জানি,বেঁচে থাকার দিনও একদিন শেষ হয়ে যায়;
তার আগে মৃত্যুকে ছুঁয়ে এসে এটা কি আরেকবার নতুন জীবন নেওয়া ?
আহারে করোনা !
তুমি, আমি আবার কি হেঁটে যেতে পারব শহর, গ্রাম, নদী, মাঠ পেরিয়ে বহু দূরে ?
যেখানে অসংখ্য মানুষের কোলাহলেও কোন শংকা নেই, ভয় নেই আমাদের সংক্রমিত হওয়ার ।
২১ শে জুন, ২০২০ বিকাল ৪:৩১
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
২| ২০ শে জুন, ২০২০ দুপুর ২:২৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রতিদিনই আশায় থাকি করোনার টীকা আবিস্কারের খবরের জন্য...
২১ শে জুন, ২০২০ বিকাল ৪:৩০
সাইন বোর্ড বলেছেন: ততদিন পর্যন্ত বেঁচে থাকি কি না, আল্লাই জানে ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৩| ২০ শে জুন, ২০২০ বিকাল ৩:০৩
রাজীব নুর বলেছেন: শব্দের পর শব্দ সাজিয়ে আবেগটুকু ধরে রাখা ভালো।
২১ শে জুন, ২০২০ বিকাল ৪:২৯
সাইন বোর্ড বলেছেন: ভালো, ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০২০ দুপুর ১:৫৪
নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয় লেখা।