নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
সুতোকাটা ঘুড়ির মতো ছিল মাছ ধরার নেশা
পিছনে পিছনে দৌড়ে যাওয়া;
কোথায় গিয়ে যে পড়বে, ভাবা যায় না !
সন্ধ্যা হয়েছে । আখ ক্ষেতের উপর দেখা যায় সুতোটা
কিন্তু ঘুড়ি কোথায় ?
দেখি আব্বার হাতে মাছ ধরার হুইল । বাড়ি ফিরছে ।
সারাদিনের রোদপোড়া মুখ, অথচ শান্ত ও নির্মল;
বাড়ি পৌছেই শুরু হলো মায়ের বকুনি -
নির্ঘাত দুপুরে ঠিকমত খায়নি
আমার নির্ঘুম সারারাত
সকালে কি পাব ঘুড়িটা ?
ভোর হতেই চলছে আব্বার প্রস্তুতি, আজও নদীতে যাবে,
মা বুদ্ধি করে লুকিয়ে রেখেছে মাছ ধরার সরঞ্জাম
আমার নিরীহ বাবার তাতে কোন রাগ নেই, কোন প্রতিবাদও ।
আজ কত বছর হয়ে গেল, বাবা নেই; আমিও
এখন আর কোন ঘুড়ি উড়ায় না ।
২১ শে জুন, ২০২০ রাত ৯:১৬
সাইন বোর্ড বলেছেন: আপনার জন্যও রইল শুভ কামনা ।
২| ২১ শে জুন, ২০২০ রাত ৯:০০
সেলিম আনোয়ার বলেছেন: স্মৃতি তুমি বেদনা ।
বাবার স্মৃতি নিয়ে চমৎকার কবিতা ।
২১ শে জুন, ২০২০ রাত ৯:১৬
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৩| ২১ শে জুন, ২০২০ রাত ৯:০৭
খায়রুল আহসান বলেছেন: বাবাকে নিয়ে লেখা কবিতা ভাল লাগলো। আপনার নিরীহ বাবার মাগফিরাতের জন্য প্রার্থনা!
২১ শে জুন, ২০২০ রাত ৯:১৭
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৪| ২১ শে জুন, ২০২০ রাত ৯:৫২
রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়ার পর মনে হলো- অনেকদিন কোনো কবিতা লিখি না আমি।
২১ শে জুন, ২০২০ রাত ১০:০১
সাইন বোর্ড বলেছেন: এমনটা মনে হওয়ার কারণ ? আপনি তো প্রায়ই কবিতা লিখছেন ।
অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০২০ রাত ৮:৫৯
নেওয়াজ আলি বলেছেন: একরাশ ভালোবাসা ।