নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

করোনা ভাবনা থেকে মুক্ত হওয়া দরকার ।

২৬ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৬


করোনা মহামারীতে করোনা ছাড়া অন্য কিছু ভাবতে না পারাটা দোষের কিছু না ।

কারণ বেঁচে থাকলে একদিন ব্যবসা-বানিজ্য, চাকুরী, দালালী, দু'নম্বরী সবই করা যাবে । কিন্তু তাইবলে সব সময় মাথার মধ্যে করোনার পোকা ঢুকিয়ে রাখাটাও কাজের কথা না ।

তবে এটা ঠিক যে, করোনার ভাবনাটা সব সময় মাথার মধ্যে থাকলে সে আরো বেশি সচেতন হবে এবং স্বাস্থ্যবীধি মেনে চলবে । এতে করে সে নিজে এবং অন্যকেও সংক্রমণ থেবে বাঁচাতে পারবে ।

যদিও জীবন একটা প্রবাহমান নদীর মতো; তাকে বাঁধ দিয়ে এক জায়গায় আটকে রাখা কঠিন । কিন্তু সময় আমাদেরকে সেটা করতে বাধ্য করেছে ।

ঘর থেকে জানালা দিয়ে যতদূর চোখ যায়, এখন ততদূরই আমরা দেখছি । কিন্তু অন্তরের চোখকে তো আর কিছুতেই মাপা সীমানার মধ্যে আটকে রাখতে পারিনা । সে ইচ্ছে করলেই যখন তখন দেখতে পায় তার ছেলেবেলার দৌড়ঝাপ, কৈশোরের চঞ্চলতা, যৌবনের দূরন্তপনা, সংসারের টানাপোড়েন, অনেক কিছু...

তাহলে আমাদের ভাবনার জগৎটা কেন আজ এক জায়গায় সীমাবদ্ধ ? কেন আজ আমরা মহামারী করোনাভাইরাস ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না ? বেশ কিছুদিন থেকে আমি এর উত্তর খোঁজার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না । ভাবছি এটা কি শুধু আমার একারই সমস্যা, না অন্যদেরও ?

সত্যি কথা বলতে কি, আমি এই করোনা ভাবনা থেকে মুক্ত হতে চাচ্ছি । কিন্তু করোনা যেন আমাকে আষ্টেপিষ্ঠে বেঁধে রেখেছে । আমি মুক্ত হতে চাইলেও বার বার সামনে চলে আসছে মৃত্যুর কথা । মৃত্যু থেকে যেমন কেউ রেহাই পায়না, তেমনি মৃত্যুর আগে মৃত্যুর ভাবনা থেকে আমি রেহায় পাচ্ছি না । যার ফলে আমার ভাবনার জগৎকে কিছুতেই করােনামুক্ত করতে পারছি না ।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২০ দুপুর ১:০০

জুন বলেছেন: জানেন সাইনবোর্ড আজ কয়েকদিন ধরে এত অসহ্য লাগছে সবকিছু। এত আতংক নিয়ে আর কতদিন? একটা দমচাপা গুমোট ভাব চারিদিকে। কবে এর হাত থেকে রেহাই মিলবে? নুরু ভাইএর পোষ্টে বলে এসেছি যে আমি কি না কখনো কাউকে একটা শক্ত কথা বলিনি সেই আমার মনে হচ্ছে গলা ছেড়ে করোনাকে গালি দেই :((

২৬ শে জুন, ২০২০ দুপুর ১:০৮

সাইন বোর্ড বলেছেন: সত্যিই খুব কঠিন সময় অবস্থায় পড়েছি, মাঝে মাঝে এমন হচ্ছে যে কাউকেই সহ্য করতে পারছি না; অথচ উপায়ও নেই । এত আতংক আর দম বদ্ধ পরিস্থিতেতে সময় পার করা খুব কঠিন ।

বুঝতে পারছি, আমার মত আরো অনেকেই এ অবস্থায় পড়েছে । আপনি তো সেটা অলরেডি স্বীকারই করলেন । সামনে এখন শুধুই সুদিনের প্রত্যাশা, তবে যদি ততদিন বেঁচে থাকি ।

শুভ কামনা রইল ।

২| ২৬ শে জুন, ২০২০ দুপুর ১:১১

করুণাধারা বলেছেন: বহুবার ভেবেছি করোনা নিয়ে ভাবব না, কিন্তু অবচেতনে শক্ত ঘাঁটি গেড়ে বসেছে করোনা ভাবনা। মাঝে মাঝে মনে হচ্ছে আগামী জুন পর্যন্ত থাকবে তো? সারাক্ষণ বিভিন্ন নিউজ পোর্টালে ঘুরতে থাকি, মানুষের নিষ্ঠুরতা, করোনা রোগী আপনজনকে অচছ্যুৎ হিসেবে ত্যাগ করা, এসব দেখে মনখারাপ হয়। ভোরবেলায় ঘুম ভাঙ্গার পর নামাজ পড়ার আগে আমাকে খবর দেখতেই হয়, এ কি দিন এলো!!!

২৬ শে জুন, ২০২০ দুপুর ১:১৯

সাইন বোর্ড বলেছেন: একই অবস্থা আমারও, তবে এখন আর আগের মত করোনায় মৃত্যু ও সংক্রমণের সংবাদ আগ্রহ নিয়ে দেখি না; কারণ আমার কাছে এটা দেশের সঠিক চিত্র মনে হয় না ।

যেহেতু দেশের চিকিৎসাসহ সার্বিক ব্যবস্থাপনা দূর্বল, তাই নিজের সচেতনতা এবং প্রার্থনায় আমাদের একমাত্র সম্বল ।

ভাল থাকুন এবং সাবধানে থাকুন ।

৩| ২৬ শে জুন, ২০২০ দুপুর ১:২৫

নেওয়াজ আলি বলেছেন: মানুষ তিক্ত বিরক্ত । এবং দিশাহারা জীবিকার জন্য

২৬ শে জুন, ২০২০ দুপুর ১:৩২

সাইন বোর্ড বলেছেন: তারপরও নিরুপায় মানুষ, যারা অলরেডি বেকার হয়ে পড়েছে তাদরেকে কে এখন চাকুরী দেবে ?

অনেক মানুষের কাছেই এখন জীবনের সংজ্ঞা বদলে গেছে ।

ভাল থাকুন নিরন্তর ।

৪| ২৬ শে জুন, ২০২০ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: যারা এতদিন বলেছে দেশ উন্নয়নের মহাসড়কে তাদের বিচার হওয়া দরকার।

২৬ শে জুন, ২০২০ রাত ৮:০৯

সাইন বোর্ড বলেছেন: বিচারটা করবে কে ?

৫| ২৬ শে জুন, ২০২০ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: যেহেতু দেশের চিকিৎসাসহ সার্বিক ব্যবস্থাপনা দূর্বল, তাই নিজের সচেতনতা এবং প্রার্থনায় আমাদের একমাত্র সম্বল ।

এই কথাটা ভালো বলেছেন।

২৬ শে জুন, ২০২০ রাত ৮:০৯

সাইন বোর্ড বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল ।

অসংখ্য ধন্যবাদ । ভাল থাকুন ।

৬| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার চিন্তার কারণ নেই কারণ সবাই আসলে এই যন্ত্রণার মধ্যে আছি। একেক জনের বহিঃপ্রকাশ একেক রকম। প্রতি শতাব্দীতে এমন বিপদ মনে হয় একবার আসে। যদি এবার বেচে যাই তাহলে আর পরেরটা নিয়ে চিন্তা করতে হবে না এইটাই সান্ত্বনা।

২৬ শে জুন, ২০২০ রাত ৮:০৪

সাইন বোর্ড বলেছেন: পরের শতাব্দী পেলে না চিন্তা করার সুযোগ থাকবে । যাইহোক, কামনা করি, চলতি শতাব্দীতে যেন আর কোন মহামারীর সম্মুখীন আমাদের না হতে হয় ।

অসংখ্য ধন্যবাদ । ভাল থাকুন ।

৭| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:০১

পদ্মপুকুর বলেছেন: এটা শুধু আপনার সমস্যা না, বিশ্ববাসীর সবার সমস্যা। চিন্তার গণ্ডীবদ্ধতা এমন যায়গায় চলে গেছে যে ব্লগার জেনরসি একটা গল্প লিখেছে (নির্বাচিত পাতায় আছে) যেখানে একজন মানুষ ঘুম থেকে উঠে দেখে যে সে করোনা ভাইরাসে রুপান্তরিত হয়ে গেছে!!!

শোকর করেন, আপনি তো শুধু চিন্তা করছেন।

২৬ শে জুন, ২০২০ রাত ৮:০১

সাইন বোর্ড বলেছেন: আপনার কথা ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি ভাবনার জগৎটাকে শুধু করোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে স্বাভাবিক আরো অনেক কিছু নিয়ে ভাবতে; তা না হলে আমার লেখালেখিটাও বড্ড করোনা কেন্দ্রিক হয়ে যাচ্ছে । যদিও জানি করোনা এত সহজে আমাদের মুক্তি দেবে না ।

সর্বোপরি আমি আসলে একই বিষয় নিয়ে লিখতে মোটেই স্বাচ্ছন্দ্যবোধ করিনা ।

অসংখ্য ধন্যবাদ । ভাল থাকুন ।

৮| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৩

ইসিয়াক বলেছেন:


সবারই একই সমস্যা ভাইয়া।করোনা যেন যতদিন যাচ্ছে নানা রুপে জীবনকে আস্টেপৃষ্টে জড়িয়ে ধরছে।

২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

সাইন বোর্ড বলেছেন: কিন্তু এর থেকে মুক্তি পাওয়া দরকার । অনেক হয়েছে, আর পারছি না ।

অসংখ্য ধন্যবাদ । ভাল থাকুন ।

৯| ২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এর থেকে বেরোবার পথ নেই ভায়া!

করোনা মুক্ত হলেও শেষ হবেনা। রয়ে যাবে করোনাত্তোর ভাবনা। মূল্যায়ন।
ভাল মন্দ, দায় পালনের সাফল্য ব্যার্থতা!

তাই খুব সহসা মুক্তি নেই বলেই মনে হয়!

২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

সাইন বোর্ড বলেছেন: সেটা তো বুঝতেই পারছি এত সহজে করোনা আমাদের মুক্তি দেবে না । কিন্তু করোনা আমাদের ভাবনার জগৎটাকেও আচ্ছন্ন করে ফেলেছে ।

অসংখ্য ধন্যবাদ । ভাল থাকুন ।

১০| ২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


আপনি সব সময় ভ্রান্ত ধারণার মাঝে আছেন; করোনা হওয়া মানে মৃত্যু হওয়া নয়, আক্রান্তদের প্রতি শ'তে ১ জনের মৃতয়ু হবে মাত্র

১১| ২৬ শে জুন, ২০২০ রাত ৮:০১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: করোনা নিয়ে সচেতন থাকুন।গঠন মুলক চিন্তা করুন,পরিবার পরিজন নিয়ে কিভাবে বেচেথাকা যায়।দুশ্চিন্তা নয়

২৬ শে জুন, ২০২০ রাত ৮:০৮

সাইন বোর্ড বলেছেন: সেটা তো অবশ্যই করছি; কিন্তু আমি চাচ্ছি ভাবনার জগৎটাকে শুধু করোনার ভাবনার মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্য আরো কিছু বিষয় নিয়ে ভাবতে; তা না হলে আমার লেখালেখিটাও বড্ড করোনা কেন্দ্রিক হয়ে যাচ্ছে । যদিও জানি করোনা এত সহজে আমাদের মুক্তি দেবে না ।

সর্বোপরি আমি আসলে একই বিষয় নিয়ে লিখতে মোটেই স্বাচ্ছন্দ্যবোধ করিনা ।

অসংখ্য ধন্যবাদ । ভাল থাকুন ।

১২| ২৬ শে জুন, ২০২০ রাত ৮:১২

ঢাবিয়ান বলেছেন: আসলেই এই ভয় কাটিয়ে ঊঠা দরকার। সামনে যে দুর্দিন আসছে তাতে করোনার চাইতে ভয়াল আকারে হাজির হবে দারিদ্র

২৬ শে জুন, ২০২০ রাত ৮:১৬

সাইন বোর্ড বলেছেন: ইতোমধ্যে পঞ্চাশ হাজার চাকুরীজীবি পরিবার ঢাকা শহর ছেড়ে গ্রামে চলে গেছে । সামনে আরো ভয়াবহ দূর্দিন অপেক্ষা করছে ।

করোনা থেকে একদিন মুক্তি মিললেও দারিদ্র থেকে এত সহজে মুক্তি মিলবে বলে মনে হয় না ।

অসংখ্য ধন্যবাদ । ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.