নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
গাছকে বৃক্ষ করে তোলার মাঝেই হঠাৎ পড়ে গেল আষাঢ়ের টান
পাঁচ দিন একটানা খরার পর আমার তিনটা গাছ নাই
মানে মরে চুন হয়ে গেছে
অথচ এরা কেউ'ই বৃষ্টির অভাবে মরেনি
মরেছে পিঁপড়ার কামড়ে
আমি পিঁপড়ার সাথে যুদ্ধ করতে পারিনা
গাছকে বৃক্ষ করে তুলব কিভাবে ?
২৬ শে জুন, ২০২০ রাত ৯:০৫
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
২| ২৬ শে জুন, ২০২০ রাত ৯:৩২
নেওয়াজ আলি বলেছেন: একটা মানুষ একটা গাছ লাগানো উচিত
২৭ শে জুন, ২০২০ দুপুর ১২:৫২
সাইন বোর্ড বলেছেন: আমি একটা না, অনেকগুলো গাছ লাগিয়েছি ।
অসংখ্য ধন্যবাদ ।
৩| ২৬ শে জুন, ২০২০ রাত ৯:৪০
রাজীব নুর বলেছেন: শুনুন কমপক্ষে ৫ কাঠা জায়গা কিনুন।
তারপর মনের সুখে নানান রকম গাছ লাগান। তবে আমি বলল ফলের গাছ লাগাতে। নিজের হাতে গাছ লাগান। ফল সংগ্রহ করুন। খুব আনন্দ পাবেন। এই আনন্দের তুলনা হয় না।
২৭ শে জুন, ২০২০ দুপুর ১২:৫১
সাইন বোর্ড বলেছেন: এই করোনা কালে দিনের অনেকটা সময় আমার বাসার সামনে গাছ গাছালির পরিচর্যা করে কাটাই । এর মধ্যে বেশ কয়েক জাতের গাছে ফলও এসেছে ।
জমি যা কেনার কিনেছি । নতুন করে আর কেনার ইচ্ছে নেই, এই মুহূর্তে সামর্থও নেই ।
অসংখ্য ধন্যবাদ ।
৪| ২৬ শে জুন, ২০২০ রাত ৯:৪২
TA Ahnaf বলেছেন: ভালো লিখেছেন, আমার ওয়েবসাইট বাংলাদেশি টেক বিষয়ক ওয়েবসাইটঃ AnyTechBD এর জন্য কিছু লিখা প্রয়োজন, কিভাবে নেবো?
২৭ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৬
সাইন বোর্ড বলেছেন: ব্লগে আপনার লেখা কি প্রথম পাতায় স্পেস পেয়েছে ? যদি পেয়ে থাকে তাহলে লেখা আহবান করে একটা বিজ্ঞাপন দিন । এছাড়া আপনার ফেসবুকেও লেখা চেয়ে বিজ্ঞাপন দিতে পারেন ।
অসংখ্য ধন্যবাদ ।
৫| ২৭ শে জুন, ২০২০ ভোর ৫:৫৮
ইসিয়াক বলেছেন:
প্রতিটা অর্জনের পিছনে র্দীঘ পরিশ্রম থাকে। অবশ্যই আপনি সফল হবেন যদি থাকে আপনার একনিষ্ঠতা।
শুভকামনা।
২৭ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৩
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুন, ২০২০ রাত ৯:০০
সেলিম আনোয়ার বলেছেন: গভীর ভাবনার কবিতা ।