নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

লঞ্চডুবি ও নমুনা পরীক্ষার নতুন হিসাব

২৯ শে জুন, ২০২০ রাত ৮:৪১


করোনায় পয়তাল্লিশ মৃত্যুর সাথে আজ যোগ হয়েছে লঞ্চডুবিতে মারা যাওয়া আরো বত্রিশটা লাশ (এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী) ।

বাকী যারা নিখোঁজ রয়েছে, ধারণা করা হচ্ছে তারাও জলের তলে সলিল সমাধী হয়েছে । তবে উদ্ধার অভিজান এখনো চলমান ।

প্রশ্নঃ কেন বড় লঞ্চটি ছোট লঞ্চটিকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দিল ? ছোট লঞ্চটি ফিটনেসবিহীন ছিল কি না, ঘাটের অবস্থা, জলের তোড়, লঞ্চে লঞ্চে শত্রুতা - এসব বিষয় খতিয়ে দেখার জন্যে তৈরী হয়েছে তদন্ত কমিটি ।

যেমনটা এর আগেও অনেকবার হয়েছে । অবশ্য রিপোর্টের প্রতি বরাবরই আমাদের অনাগ্রহ থাকায় তা দেরীতে আসলেই সমস্যা নেই ।

নতুন খবর হলো, যারা এতদিন সাধারন সর্দি, কাশি, গলাব্যথা, বুকব্যথা, মাজাব্যথা কিংবা হাত-পা ব্যথার জন্য দৌড়ে গিয়ে ফ্রিতে করোনা টেস্ট করানোর জন্য লম্বা সিরিয়াল দিত, এখন থেকে তাদেরকে আগে দু'শ টাকা বুথে জমা দিতে হবে ।

আর যারা বাসায় বসে স্যাম্পল দিবে তাদেরকে পাঁচ'শ টাকা করে দিতে হবে ।

কথা হলো, এই অভাব আর মহামারীর দিনে স্বল্প আয়ের নিঃস্ব মানুষেরা যদি দু'শ কিংবা পাঁচ'শ টাকা বাড়তি খরচের কথা চিন্তা করে উপসর্গ থাকার পরও করোনা পরীক্ষা না করায়, তবে দৈনিক আক্রান্তের সংখ্যাও কমে যেতে বাধ্য । পাশাপাশি মৃত্যুর সংখ্যাও কমে যাবে ।

এভাবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্য আস্তে আস্তে কমে গেলে ধরে নিতে হবে করোনা আমাদের ছেড়ে পালাতে শুরু করেছে এবং তখন আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসার কথাও চিন্তা করব ।

কারণ, এরপর যারা মারা যাবে তারা করোনা উপসর্গ নিয়ে মরবে । যেটা প্রথম থেকেই হয়ে আসছে । আর উপসর্গ নিয়ে কেউ মারা গেলে তাকে করোনা আক্রান্ত মোট মৃত্যু সংখ্যার হিসাবের বাইরে রাখা সহজ ।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০২০ রাত ৯:০৩

ঢাবিয়ান বলেছেন: মৃত্যূদুত হিসেবে অনিরাপদ সড়ক, নদীপথের সাথে এখন যুক্ত হল করোনা ।

২৯ শে জুন, ২০২০ রাত ৯:১০

সাইন বোর্ড বলেছেন: এসব মৃত্যু খুবই দুঃজনক ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২| ২৯ শে জুন, ২০২০ রাত ৯:২৯

পদ্মপুকুর বলেছেন: করোনায় মারা যান বা উপসর্গ নিয়ে মারা যান, অথবা লঞ্চ দুর্ঘটনায়, কি যায় আসে তাতে। মৃত্যু যখন একটা সংখ্যা হয়ে যায়, তখন যেভাবেই মারা যান, কেউ দায়ী নেবে না। তদন্ত কমিটি হবে, এরপর 'লাশের গায়ে ঝুলবে নোটিশ, কর্তৃপক্ষ দায়ী নয়....'

২৯ শে জুন, ২০২০ রাত ৯:৩৭

সাইন বোর্ড বলেছেন: আমার কেন জানি মনে হয়, করোনা একদিন পৃথিবীর সব দেশ থেকে চলে গেলেও বাংলাদেশ থেকে সহজে যাবে না । এখানে করোনা চাষ চলতেই থাকবে বছরের পর বছর । আর মানুষের মৃত্যুর দায় যে কেউ নিবে না, এটা তো স্পষ্ট ।

জানিনা, এভাবে কতদিন চলবে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৩| ২৯ শে জুন, ২০২০ রাত ১০:০৫

শায়মা বলেছেন: করোনার মাঝেও এমন মৃত্যু ভীষন কষ্টের.......

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৫:০২

সাইন বোর্ড বলেছেন: তারপরও এরকম মৃত্যু আমাদের প্রায়ই মেনে নিতে হয় ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৪| ২৯ শে জুন, ২০২০ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: কি করলে আমরা এমন বিপদ আপদ থেকে মুক্তি পাবো?

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৫:০৫

সাইন বোর্ড বলেছেন: আমি সমস্যা নিয়ে লিখি, দাওয়াই দিই না । আম জনতার দাওয়াই এর কোন মূল্য নেই । কোরবানীর টাকা দিয়ে আরেকটা ফান্ড করা যায় কি না, দ্যাখেন ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫| ২৯ শে জুন, ২০২০ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: রাখে আল্লা মারে কে!

লঞ্চ ডুবিতে ১৩ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার!

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৫:২০

সাইন বোর্ড বলেছেন: বুঝতে পারছি না, ক্যমনে এইটা সম্ভব হলো ! রানা প্লজার মতো একটু একটু নাটক নাটকও মনে হয় ।

৬| ৩০ শে জুন, ২০২০ ভোর ৬:০৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১০হাজার টাকা করে দেয়া যথেষ্ট নয়।টাকার পরিমান আরো বাড়ানো উচিত।

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৫:২৯

সাইন বোর্ড বলেছেন: আমি তো খবরে দেখলাম এক লাখ করে টাকা দেবে । এটা হলে ক্ষতিগ্রস্থ্য পরিবার কিছুটা শান্তনা পাবে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.