নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

সময়ের সাথে প্রতারণার নতুন কৌশল

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:২৭


ভুয়া করোনা পজিটিভ সার্টিফিকেট প্রদানের মাধ্যমে যে প্রতারণা শুরু হয়েছিল এই করোনা কালে, দেশে এবং দেশের বাইরে

তা এবার প্লাজমা থেরাপিতে উন্নিত হয়েছে ।

প্রথমে ভাবলে এদের উদ্দেশ্যটা মানবিক ও মহৎ বলে মনে হবে,

করোনা থেকে সেরে উঠা ব্যক্তির তথ্য সংগ্রহ ও ডেটাবেইজ তৈরী করে প্লাজমা দাতা ও গ্রহীতার মধ্যে যোগাযোগ স্থাপন ।

হাসপাতালগুলো কেনই বা দেবে না করোনা পজিটিভ থেকে নেগেটিভ হওয়া রোগীদের ফোন নম্বর ? এরা তো অসহায় করোনা রোগীদের ফ্রি প্লাজমা দিয়ে বাঁচাতে চায় !

ডোনাররাও তাদের রক্তের প্লাজমা দিয়ে কিছু মানবিক দায়িত্ব পালন করল । তারা তো আর বুঝতে পারছে না যে অসহায় রোগীদের ডোনেসন দেয়ার নামে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে ।

এই মহামারী সময়ে প্রতারণার এটা এ একটা নতুন কৌশল । যেমনটা কোথাও কোথাও বিদ্যুৎ বিলে ইউনিট বাড়িয়ে দিয়ে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে জনগণের কাছ থেকে ।

যদিও জনগণ মনে করেনা তারা সবাই এক একটা ঢেঁকি ।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:৩৬

কবীর হুমায়ূন বলেছেন: পড়লাম।

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৫:০০

সাইন বোর্ড বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ।

২| ০১ লা জুলাই, ২০২০ বিকাল ৫:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কুত্তার লেজ সারা জীবন বাঁকাই থাকে - এই অসৎ লোকগুলো তারই প্রমাণ...

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৫:০৮

সাইন বোর্ড বলেছেন: শেষ পর্যন্ত অবশ্য ধরা খাইছে, শান্তনা এটুকুই ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ০১ লা জুলাই, ২০২০ বিকাল ৫:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কিছু কিছু লোকের সত্যই ঈমান নষ্ট হয়ে গেছে
এদের সরাসরি জনতার সম্মুখে বিচার করা উচিৎ ।

.......................................................................
প্রতিটি সেক্টরে ফ্রেশ বাল্ড এবং সৎ সাহসী টিম করে
দেবার সময় এসছে ।

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৫:১৪

সাইন বোর্ড বলেছেন: এটা করতে পারলে হয়ত কিছু দিনের জন্য ভাল হবে মানে ঠিকঠাক চলবে, তারপর আবার আগের মত হয়ে যাবে । কারণ ততদিনে অসৎ লোক ঢুকে যাবে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ০১ লা জুলাই, ২০২০ বিকাল ৫:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভুয়া নেগেটিভ করোনা সার্টিফিকেট দেয়ার কথা শুনছিলাম, কিন্তু পজিটিভ দেয়া হতো কীজন্য?

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৫:১৭

সাইন বোর্ড বলেছেন: এটা দেওয়া হত বেশির ভাগ ক্ষেত্রে গার্মেন্টস এ চাকুরীর জন্য, কারণ কারো করোনা পজিটিভ থাকলে তাকে চাকুরিতে নেওয়া হত না ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫| ০১ লা জুলাই, ২০২০ বিকাল ৫:১৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: জনগনকে আরো সচেতন হতে হবে।

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৫:২৭

সাইন বোর্ড বলেছেন: যেসব রোগী করোনা পজিটিভ থেকে নেগেটিভ হয়েছে এদের মধ্যে থেকে যারা তাদের রক্তের প্লাজমা এই সব চক্রকে তারা কিন্তু অসহায় করোনা রোগীর জীবন বাঁচানোর জন্যই দিয়েছে । সেটা যদি সত্যিই মানুষের উপকারে আসত, তাহলে সিঃসন্দেহে কাজটা ভাল ছিল । কিন্ত এই প্লাজমা সংগ্রহকারীরা ছিল একটা প্রতারক চক্র ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৬| ০১ লা জুলাই, ২০২০ বিকাল ৫:৩৫

কল্পদ্রুম বলেছেন: বিপদে পড়লে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।চারপাশের পরিবেশও আতঙ্ক বাড়িয়ে দেয়।প্রতারক চক্র এই সুযোগই নিচ্ছে।সরকারি হাসপাতাল করোনায় সুস্থ হওয়া ব্যক্তির নাম্বার নাও দিতে পারে।যেহেতু ওটা ব্যক্তিগত তথ্য।যদি কেউ অনুমতি দিয়ে যায় সেক্ষেত্রে নাম্বার দেওয়া উচিত।সমস্যা হচ্ছে সরকারি হাসপাতালের ডাটাবেজ ঠিক নাই।সবার নাম্বার আসলে থাকেও না।যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তারা ফেসবুকের যেখানে সেখানে প্লাজমা চেয়ে পোস্ট দেওয়ার আগে ভাবা দরকার।বাংলাদেশে প্লাজমা ব্যাংক তৈরি হলে তখন অনেক পরিশ্রম কমে যাবে।ডোনাররাও নিরাপদে ডোনেট করতে পারবেন।

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৫:৪৫

সাইন বোর্ড বলেছেন: সরকারীভাবে একটা প্লাজমা ব্যাংক তৈরী করা এবং তা সুষ্ঠুভাবে মনিটরিং করা এখন সময়ের দাবী, এটা করতে পারলে প্রতারক চক্র সেভাবে সুযোগ নিতে পারবে না ।

গঠনমমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৭| ০১ লা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমরা টাকার ধান্দায় কিছুই ছাড়া দেই না।

০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৪:৫০

সাইন বোর্ড বলেছেন: তাই বলে এই দুঃসময়ে মানুষকে এভাবে ঠকানো ?

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৮| ০১ লা জুলাই, ২০২০ রাত ৮:৩৭

নেওয়াজ আলি বলেছেন: বিদেশেও প্রতারণা করে আমাদের দেশীয় ভাই। কয়লা ধুয়লে ময়লা যায় না।

০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৪:৫২

সাইন বোর্ড বলেছেন: ধান্দাবাজরা সুযোগ পেলেই দ'নম্বরী করবে, দেশ-বিদেশ এদের কাছে কোন ব্যাপার না ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৯| ০২ রা জুলাই, ২০২০ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: দেশের কিছু মানুষ হারামি হয়ে গেছে।

০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৪:৫৩

সাইন বোর্ড বলেছেন: দেশটাই যখন ধান্দাবাজদের হাতে চলে গেছে, তখন মানুষের দোষ দিয়ে আর লাভ কি ?

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.