নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

পানির ভেতর বিস্ময়কর ডুবে থাকা নাকি দৃষ্টি ঘুরানো ?

০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:০৬


সুমন ব্যাপারীর আগে কখনো চার/পাঁচ ঘন্টা পানির ভেতর ডুবে থাকার অভিজ্ঞতা ছিল কি না - জানা যায়নি,

তবে এক টানা বার ঘন্টা ডুবে থাকার অভিজ্ঞতাটা এবার বেশ কাজ দিয়েছে,

অনেকের দৃষ্টি তেত্রিশটা লাশের উপর না পড়ে পড়েছে সুমন ব্যাপারীর উপর;

বলা যায় সুমন ব্যাপারী এখন বাংলাদেশের এক নম্বর হিরো,

চাইলেই ডুবুরি হিসেবে তার খ্যাতি ছড়িয়ে দেওয়া যায় পৃথিবী ব্যাপী ।

দুষ্টু লোকেরা যতই বলুক, এটা রানা প্লাজার লাহান আরেকটা রেশমা কাহিনী,

কারণ এক টানা বার ঘন্টা পানির ভেতর থেকে তার মুখ ফ্যাখাসে হলো না কেন ? চোখও লাল হয়নি । একটা অতি পুরানো মুড়ির টিন মার্কা লঞ্চের কোন কামরায় সে ছিল ?

যেখানে এক ছটাক পানিও ঢুকল না; অক্সিজেন পেল কোথায় ?

তার চেয়েও বড় কথা, বার ঘন্টা নয়, তাকে বার মিনিট পানির ভেতর ডুবিয়ে রাখা হোক;

সবাই দেখুক তার ডুবে থাকার হিরোগিরি । তারপর না হয় আরেকবার শুকরিয়া আদায় করা যাবে - রাখে আল্লাহ মারে কে ?



মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী যে সত্য কী মিথ্যে
বাংলাদেশে কিছুই বুঝা যায় না । আল্লাহ জানেন সব :(

০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:১৮

সাইন বোর্ড বলেছেন: গোলকধাঁধা, আম জনতা নির্বাক দর্শক ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২| ০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:২২

আলমগীর সরকার লিটন বলেছেন: সব উনার ইচ্ছা---------------

০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:৩০

সাইন বোর্ড বলেছেন: তা তো বটেই ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:২৭

রানার ব্লগ বলেছেন: আসলে লোক জন ভুলে যায় মানুষ এখন আর অশিক্ষিত নাই। তাদের সাইন্স সম্পর্কে অনেক জ্ঞ্যান আছে ।

০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:৩৩

সাইন বোর্ড বলেছেন: এই সাধারন বোধটুকুতে সাইন্স খুব বেশি না জানলেও চলে, বার ঘন্টা ডুবে থাকা বিস্ময়কর !

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:৪৬

নীল আকাশ বলেছেন: ধুর মিয়া! এটা আরেকতা রেশমা কাহিনী। এটা বুঝার জন্য পিএইচ ডি ডিগ্রী লাগে না।

০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:৫৪

সাইন বোর্ড বলেছেন: এক্কেরে হাছা কতা কইছেন, এ ডিগ্রী চোখ বন্ধ করেই নেওয়া যায় ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫| ০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:৫৬

রাজীব নুর বলেছেন: মানুষের অবস্থা হইলো, অদ্ভুত অলৌকিক কিছু একটা বিশ্বাস করে ফেলতে পারলে তাদের আরাম হয়। যুক্তিপূর্ণ আলোচনায় তারা বরাবরই নাখোশ।

০২ রা জুলাই, ২০২০ দুপুর ১২:০৩

সাইন বোর্ড বলেছেন: আপনি এখানে কোনটা বিশ্বাস করছেন, অলৌকিক নাকি যুক্তি ?

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৬| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ১২:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভিডিওতে দেখা গিয়েছে তিনি সাঁতার কাটতে কাটতে তীরে আসছিলেন। তাহলে পানির নীচ থেকে কীভাবে উদ্ধার হলেন? পুরাই হলিউডি হিরো...

০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৪:৪৮

সাইন বোর্ড বলেছেন: কেউ কেউতো অনুমান করছে, সে আসলে ডুবে থাকা যাত্রীদের পকেট মারতে লঞ্চে ডুব দিয়েছিল, যদি কিছু পাওয়া যায় - এই আশায় । যাইহোক, এটা স্পষ্ট যে, সে ঐ লঞ্চের যাত্রী ছিল না ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৭| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ১২:৫৬

এম ডি মুসা বলেছেন: এটা ভুয়া

০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৪:৪৭

সাইন বোর্ড বলেছেন: সঠিক উত্তর ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৮| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ১:০৮

ঢাবিয়ান বলেছেন: ১০০% সফল নাটক। এক পক্ষ ব্যস্ত কেন সুমন ব্যপারীর চোখ লাল হইল না, আরেক পক্ষ ব্যস্ত নাইজেরিয়ান এল লোকের উদাহরন দিয়া বিজ্ঞানভিত্তিক আলোচনা নিয়া। জনগনরে ইস্যূর পর ইস্যূ দিয়া ব্যতিব্যস্ত রাখার রাখার সকল প্রয়াস সফল ।

০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৪:৪৬

সাইন বোর্ড বলেছেন: এভাবেই চলছে, সামনে আরো কত নাটক অপেক্ষা করছে - কে জানে ?

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৯| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৩:৩৩

নেওয়াজ আলি বলেছেন: পচা নাটক । নাট্যকার ফেল মারছে।

০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৪:৪৫

সাইন বোর্ড বলেছেন: একেবারেই গৎ বাঁধা কাহিনী, কোন নতুনত্ব নেই ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১০| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৩:৩৬

রাশিয়া বলেছেন: এর আগে রেশমা কাহিনী নিয়ে সাংবাদিকরা যখন রসালো প্রশ্ন করা শুরু করেছিল, তখন সেনাবাহিনীর মূখপাত্র হাসান সরোয়ার মূর্শিদ হুমকির সুরে বলেছিল, 'খবরদার! সেনাবাহিনীর সাথে ফাউল খেলতে আসবেন না।' এই হুমকির জেরে রেশমা নামের ৫০০০ টাকার গার্মেন্টস কর্মী হোটেল ইন্টার কন্টিনেন্টালে ৬০,০০০ টাকার চাকরি বাগিয়ে নেয়। এবার এই বাটপারের মূর্শিদ কে হয় - সেটা একটা দেখার মত ব্যাপার।

০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৪:৪২

সাইন বোর্ড বলেছেন: এতে করে একটা লাভ হচ্ছে, মানুষ খুব সহজেই দু'নম্বরী ধরে ফেলতে পারছে । যদিও তাতে কোন লাভ নেই ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১১| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সম্পূর্ণ গাল গল্প।

০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৪:৪০

সাইন বোর্ড বলেছেন: এটা এখন পরিষ্কার হয়ে গেছে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১২| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৫:৩২

শায়মা বলেছেন: হায় হায় আবার ডুবাবে ভাইয়া? এ তো মরার উপর খাড়ার ঘা হয়ে যাবে ...

০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৪:৩৮

সাইন বোর্ড বলেছেন: যারা ডুবার তারা তো ডুবেই গেছে, এখন জ্যাতা একজন কাউরে বাঁচাতে গিয়ে নিজেই ফেঁসে গেছে !

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১৩| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৫:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কত রঙ্গ জানোরে মানুষ কত রঙ্গ জানো
তুমি এই ভালো এই মন্দ, ক্ষনে হাসো ক্ষনে কান্দ
হায়রে একি রঙ্গ !!

এর আগে একজন কত বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলো!!
আমি বললাম রাখে আল্লাহ মারে কে !!
আমাকে তারা কথার তুবড়িতে উরিয়ে দিলো !!

০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৪:২৯

সাইন বোর্ড বলেছেন: আপনার কথার গুরুত্ব বুঝতে পারা উচিৎ ছিল । এখন তো ঠিকই বুঝেছে । ব্যাটা আসলেই একটা ফটকা ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১৪| ০৩ রা জুলাই, ২০২০ সকাল ১১:৪০

হাবিব ইমরান বলেছেন:

ব্যাপারী সাহেবের উত্থান রাতে হওয়ায় স্বনামধন্য বিজ্ঞানীরা তাদের বিজ্ঞান উগড়ে দেয়ার সুযোগ পেয়েছে। ব্যাপারী সাহেব যদি দিনে বের হতেন বা ডুবুরিরা তাকে উদ্ধার করতো তাহলে ব্যাপারটা বিশ্বাসযোগ্য হতো। কিন্তু দুটোর একটাও হয়নি, বেচারা নিজেই পুরোপুরি সুস্থভাবে উঠে এসেছেন কারো সাহায্য ছাড়াই। (বলুন, সুবহানআল্লাহ) উনি কিভাবে জানতেন উনি যেদিকে উঠছেন, ওনার জন্য সবাই ওদিকেই অপেক্ষা করছে? তাও আবার পুরো মিডিয়া সহ !!!!!!

আমার মনে হয় উনি লঞ্চের যাত্রীই ছিলেন না। উৎসুক জনতার একজন সুমন ব্যাপারী। সুযোগ বুঝে বুড়িগঙ্গায় টুপ করে লাফ দিয়ে হিরো হয়ে গেলেন। এতে সরকারও খুশী হলেন, মানুষ এখন ৩২ লাশের জন্য সরকারকে দোষ দিবেনা, বন্দর কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলবেনা, লঞ্চ মালিকদের দায়িত্বে অবহেলা নিয়ে প্রশ্ন তুলবেনা। সবাই এখন সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ নিয়ে ব্যস্ত থাকবে।

যাইহোক, এখন সুমন ব্যাপারীও খুশী, সরকারও খুশী, ধার্মিক জনগণও খুশী, মিডিয়াও খুশী, স্বনামধন্য বিজ্ঞানীরাও খুশী, সেখানে আপনি সত্য অনুসন্ধান করতে গিয়ে দুঃখী হচ্ছেন কেন? বিনা পয়সায় না হয় আরেকটা রেশমা নাটক দেখলেন। :D

০৩ রা জুলাই, ২০২০ বিকাল ৪:০৫

সাইন বোর্ড বলেছেন: কেউ কেউ অনুমান করছে, সে আসলে ডুবে থাকা যাত্রীদের পকেট মারতে লঞ্চে ডুব দিয়েছিল, যদি কিছু পাওয়া যায় - এই আশায় । যাইহোক, এটা স্পষ্ট যে, সে ঐ লঞ্চের যাত্রী ছিল না ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.