নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
অনেকেই বলে মানুষ মারা গেলে সব কিছুর উর্ধ্বে চলে যায়; তাকে নিয়ে বাজে কোন মন্তব্য করা ঠিক না । তারপরও তার খারাপটাই যেন সবার আগে মানুষের মাথায় আসে । যদিও সদ্য প্রয়াত মোস্তাফিজুর রহমান সম্পর্কে এখনো কেউ কোন খারাপ মন্তব্য করেনি ।
এখন পর্যন্ত সবাই তার আত্মার মাগফিরাত কামনা করছে । ফেসবুকে সংবাদটা দেখার পর কেউ কেউ দু-তিন লাইনের বাণীও দিচ্ছে, তবে বেশিরভাগই আমিন, ছুম্মামিন লিখছে ।
ফেসবুকে এই একটা সুবিধা, কেউ একজনের মৃত্যু সংবাদ লিখলেই হয়, সবার হৃদয় একেবারে তরল হওয়া শুরু করে । অথচ জীবিত থাকতে কেউ হয়ত ফোন করে একবার খবরও নেয়নি তার। হতে পারে সে মারা যাওয়ার আগে দীর্ঘদিন অসুস্থ্য হয়ে বিছানায় পড়ে ছিল । তখন পরিচিত কেউ একজন ফোন করে খবর নিলে তার মনটা ভাল হয়ে যেতে পারত ।
সাধারনত এই খোঁজ-খবরটা কেউ নেয় না, অনেক সময় আপনজনরাও না । কেউ কেউ তো আবার ফেসবুকে মৃত্যু সংবাদ দেখে লাইক দেয় । মানে অর্থটা এমন দাঁড়ায় যে, তোমার মারা যাওয়াটা আমি পছন্দ করেছি । এদেরকে এক শ্রেণীর আবালই বলা যায় ।
যাইহোক, একজন অখ্যাত ফেসবুকার মোস্তাফিজুর রহমানের মৃত্যু সংবাদটা ফেসবুকে পোষ্ট দিয়ে বলতে গেলে রাতারাতি বেশ পরিচিতি পেয়ে গেছে । যিনি এতদিন শুধু নিজের ও তার পরিবারের ছবি পোষ্ট করে আসছিল আর মাঝে মাঝে লকডাউনে ফাকা রাস্তা ও ব্রিজের ছবি দিত । সেই ফেসবুকারের পোষ্টে এবার কমেন্ট, লাইকের বন্যা বয়ে গেছে । এরমধ্যে অনেকেই মেসেঞ্জারে ফোন দিয়ে তার কাছ থেকে জানতে চেয়েছে - ভাই, লোকটা কিভাবে মারা গেল, একটু বলেন । মানুষটাকে আমার খুব ভাল লাগত, তার মৃত্যু সংবাদ শুনে খুব কষ্ট পেয়েছি ইত্যাদি ইত্যাদি...।
এসব প্রশ্নের যথাযথ উত্তর না দিতে পেরে অবশেষে এই ফেসবুকার এবার মৃত মোস্তাফিজুর রহমানের বাসায় ফোন দিল এবং অনেকক্ষণ রিং হওয়ার পর ফোন ধরল মৃত মোস্তাফিজুর রহমানের স্ত্রী ।
- ভাবী আমি মোস্তাফিজুর ভাইয়ের কলিগ বলছি, উনার এভাবে মারা যাওয়াতে আমরা খুব কষ্ট পেয়েছি । সুস্থ্য মানুষ, হঠাৎ কিভাবে মারা গেল, যদি একটু বলতেন ।
- ওপাশ থেকে কোন আওয়াজ নেই, তবু অপেক্ষা । আসল ঘটনা জানতেই হবে । কারণ সব কিছু না জেনে এত মানুষের প্রশ্নের উত্তর দিতে দিতে সে ক্লান্ত হয়ে পড়েছে । হঠাৎ ওপাশ থেকে দুম করে শব্দ হলো ।
- আপনি তো তার কলিগ ছিলেন, জানতেন না উনার সম্পর্কে ?
- জ্বী ভাবী, কিছু জানতাম; কিন্তু হঠাৎ মারা যাবার ব্যাপারে যদি কিছু বলতেন ।
- উনার বয়স তো জানেন, এই বয়সেও সে মেয়েদের সাথে ফষ্টি-নষ্টি করতে যাইতো । এর আগে সে দুইবার ধরা খেয়ে মার খেয়েছে । এবারও সে একই কাজ করেছিল, আমি আর তাকে বাসায় ঢুকতে দিয়েছিলাম না । তিন দিন পর তার মৃত্যু সংবাদ পায় ।
- তাহলে সে কি করোনায় মারা গেছে না অন্য কোন অসুখে ?
ওপাশে আবার নীরবতা । কিছুক্ষণ পর লাইন ডিসকানেক্টেড । বোঝা যায়, মোস্তাফিজুর রবমান মারা যাবার পরও মহিলার রাগ বা ক্ষোভ কমে নাই । এর অবশ্য আরেকটা কারণও হতে পারে, মোস্তাফিজুর রহমানের ব্যক্তি চরিত্রে কিছু সমস্যা থাকলেও বৈষয়িক বিষয়টা সে খুব ভাল বুঝত । তাই বলতে গেলে অনেক কষ্ট করেই ঢাকার মিরপুরে দুই বেডের একটা ফ্লাট বাসা কিনে রেখে গেছে । যেখানে এই মহিলা তার কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে বাকী জীবনটা অনায়াশে পার করে দিতে পারবে ।
০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ১২:০২
সাইন বোর্ড বলেছেন: জ্বী ভাল আছি, আশা করি আপনিও ভাল আছেন ।
গতকাল থেকে ব্লগে আপনাকে নিয়মিত হতে দেখে ভাল লাগছে । শুভ ব্লগিং....।
২| ০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ১২:০৬
বিজন রয় বলেছেন: হা হা হা .... আমি তো ব্লগে বেশ কয়েকদিন নিয়মিত।
শুধু পোস্ট দেওয়া হচ্ছিল না, কিন্তু মন্তব্য করা চলছিল।
ধন্যবাদ আর শুভকামনা।
০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ১২:০৯
সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল ।
৩| ০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ১২:০৭
বিজন রয় বলেছেন: কিন্তু কতদিন নিয়মিত থাকতে পারবো জানিনা।
নিয়মিত না থাকতে পারলে আমার খুব অস্বস্তি হয়।
০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ১২:১০
সাইন বোর্ড বলেছেন: আমারও মাঝে মাঝে এরকম লাগে । আর এখন তো অখন্ড অবসর ।
৪| ০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ১২:৪৫
রাজীব নুর বলেছেন: গল্পটা আর একটু ভালো হতে পারতো।
০৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:১৬
সাইন বোর্ড বলেছেন: বেশ কয়েকদিন আগে এক পৃষ্ঠা লিখে রেখে দিয়েছিলাম, বাকীটা লেখারই ইচ্ছে ছিল না । কি মনে করে বাকীটা লিখে আজ পোষ্ট দিলাম ।
আমারও তাই মনে হয়, শুরুটা ভাল না হওয়ার কারণে পরের অংশও ততটা ভাল হয়নি ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৫| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৩:০৩
নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব লেখাটি I
০৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:১৬
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০২০ সকাল ১১:৫৬
বিজন রয় বলেছেন: মানুষ বড়ই স্বার্থপর।
এই গল্পটি পড়ে কেন জানি শরৎ চন্দ্রের ষোড়শী গল্পের একটি ঘটনা মনে পড়ল।
আশাকরি ভাল আছেন।