নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
এই হলো সীমানা ।
এখান থেকে শুরু হবে লকডাউন; তাই একটা ছবি তুলে রাখছি
এরপর তো আর এখানে আসতে পারব না ।
করোনা, তুমি আর দুঃখ করোনা
তোমার জন্যে খোলা আছে অবারিত ঢাকা
সদরঘাট থেকে শুরু করে টঙ্গীব্রিজ কিংবা গাবতলী থেকে সায়েদাবাদ ।
আমি এখন গুলিস্থানের চোরাই মার্কেটে যাচ্ছি
সাথে আছে মসজিদ থেকে মেরে দেওয়া তিন জোড়া জুতো
ভয় হচ্ছে, জুতোর মধ্যে ঢুকে তুমি না আবার আমার সাথে চলে আসো ।
আচ্ছা, তোমার সাথে একটা চুক্তি করলে কেমন হয় ?
যেখানে লকডাউন শুধু সেখানেই তুমি থাকবে,
অন্য কোথাও যাবে না
বিনিময়ে তোমাকে ভোট ছাড়া মন্ত্রী বানিয়ে দেওয়া হবে,
করোনা মন্ত্রী;
রাজি ?
০৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:০৭
সাইন বোর্ড বলেছেন: খুব অবাক হই যে, লেখার সময় আমিও আসলে এভাবে ভাবিনি, যেভাবে আপনি ভেবেছেন । আমি শুধু লিখে গিয়েছি, এ পর্যন্তই ।
খুব ভাল থাকুন, শুভ কামনা রইল ।
২| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:৫৮
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার--------
০৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:০৯
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৩| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:১২
বিজন রয় বলেছেন: হা হা হা .... এজন্যই তো পাঠক হলো লেখকের চোখ।
তাই তো পাঠককে সবসময় মূল্য দিকে হবে!!
হা হা হা .... আমি ভাল পাঠকও নই, ভাল লেখকও নই।
০৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:২০
সাইন বোর্ড বলেছেন: আপনার লেখাও যথেষ্ট গভীর ভাবনার ছাপ রাখে এবং প্রকাশও অসাধারন । যদিও বলতে গেলে আমিও ভাল লেখক বা পাঠক কোনটাই নই ।
৪| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩২
মোঃ খুরশীদ আলম বলেছেন: এই সময়েও মসজিদ থেকে জুতো চুরির ধান্দা - এটা মেনে নেওয়া যায় না।
০৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩৮
সাইন বোর্ড বলেছেন: চাকুরী নাই, ব্যবসা নাই, হাতে গচ্ছিত টাকা নাই - চুরি করার তো এখনি মোক্ষম সময় । করোনার ভয় করলে কি চলবে ?
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৫| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১৫
রাজীব নুর বলেছেন: করোনাকালের আলাপ থেমে নেই। চলছে, চলবেই।
০৫ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৮
সাইন বোর্ড বলেছেন: তাতো বটেই ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৬| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৯
নেওয়াজ আলি বলেছেন: জয় হোক আপনার
০৫ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৮
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৭| ০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০১
আজাদ প্রোডাক্টস বলেছেন: মসজিদের জুতা চোর দের বড় দুঃসময় যাচ্ছে
০৫ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৭
সাইন বোর্ড বলেছেন: সরকারের চমচারাও কম দুঃখে নেই, বেচারা আক্রান্তের ভয়ে বাইরে বেরুতে না পারার কারণে আয় শূন্য হয়ে গেছে ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:৫৭
বিজন রয় বলেছেন: এক কবিতায় প্রেম, রাজনীতি, সময়ের ভাবনা, করোনা... সব বলে দিলেন।
দারুন!!