নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
ডাক্তার বলেছিল - এক মাস থেকে এক বছর,
খুব কঠিন বার্তা
মৃত্যুর জন্য সময় বেঁধে দেওয়া ।
দু'চোখে তখন শুধুই ছেলেবেলা, কৈশোর, যৌবন, উন্মাদনা, সুর, সংগীত
এবং অবশেষে জীবন; নদীর মতো বয়ে চলা...
কিন্তু মোহনা কোথায় ?
না, চিনতে অসুবিধা হয়নি; কারণ
ডাক্তার তো বলেই দিয়েছে, ঐটা তোমার শীতল ছায়া ।
আসলে মাথার উপর মৃত্যুর পরোয়ানা নিয়ে বেশিদিন বাঁচা যায় না ।
খুব ছোট বেলায় একবার সবাইকে বলেছিলাম -
আমার প্রিয় শিল্পী এন্ড্রু কিশোর
যদিও তখন সংগীতের কিছুই বুঝতাম না,
কিন্তু আজ বুঝছি, শুধু আমার একার না
উনি মারা যাবার পর অনেকেরই প্রিয় শিল্পী
এন্ড্রু কিশোর ।
০৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:২২
সাইন বোর্ড বলেছেন: তাতো বটেই, কিন্তু কারো অকাল প্রয়ান মেনে নেওয়া কষ্টের । বিশেষ করে যার আরো কিছু দেওয়ার ছিল পৃথিবীকে ।
শুভ কামনা রইল ।
২| ০৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:২৮
ফেনা বলেছেন: এই রকম একজন গুনী মানুষের অভাব আর কোন দিন পূরণ হবে না।
তাঁর জন্য শ্রদ্ধা জ্ঞাপন করলাম।
০৭ ই জুলাই, ২০২০ রাত ৮:২৪
সাইন বোর্ড বলেছেন: আসলেই উনি একজন গুনী শিল্পী ছিলেন । যেরকমটা অনেকেই হতে পারে না ।
শুভ কামনা রইল ।
৩| ০৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২০
এম ডি মুসা বলেছেন: শ্রদ্ধাএবং আত্মার শান্তি কামনা করছি
০৭ ই জুলাই, ২০২০ রাত ৮:২৩
সাইন বোর্ড বলেছেন: ভাল থাকুক ওপারে ।
শুভ কামনা রইল ।
৪| ০৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৯
নিয়াজ সুমন বলেছেন: হায়রে মানুষ রঙিন ফানুস
.....
দম ফুরায়লে টুস...
গানের কথা গুলো চিরন্তন সত্য।
শিল্পীর আত্মা শান্তিতে থাকুক।
০৭ ই জুলাই, ২০২০ রাত ৮:২২
সাইন বোর্ড বলেছেন: এখন তার জন্য আমরা শুধুই প্রার্থনা করতে পারি ।
শুভ কামনা রইল ।
৫| ০৭ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৭
নেওয়াজ আলি বলেছেন: Respect
০৭ ই জুলাই, ২০২০ রাত ৮:১৪
সাইন বোর্ড বলেছেন: শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:১৯
রাজীব নুর বলেছেন: সব মানুষকেই একদিন মরতে হবে।