নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
করোনা রোগি হাসপাতাল থেকে পালানো কিংবা নমুনা দেওয়ার সময় ঠিকানা ও ফোন নম্বর ভুল দিয়ে পজিটিভ রিপোর্ট এলে তা না নেওয়া
এসব সাধারন রোগির বেলায় অতি সাধারন ঘটনা ।
কিন্তু ভিআইপি'দের কেসটা একটু অন্য রকম
যেটা অনেক সময় নিজে না চাইলেও অন্যরা করে দেয়,
যেমন কখনো করোনা পজিটিভকে নেগেটিভ, কখনো অন্য অসুখে রূপান্তর আবার কখনো সব কিছু গোপন রাখা ইত্যাদি ইত্যাদি...
এসবেরও নিশ্চয় একটা ফজিলত আছে
কিন্তু সমস্যা হলো মৃত্যুটাকে কিছুতেই গোপন রাখা যায় না
এবং সেই সাথে দেশের বাইরে চিকিৎসা করাতে নিয়ে যাওয়াটাও ।
এখন কেউ যদি বলে, এতে তোমার সমস্যা কোথায় ?
আমি বলি, আছে । কারণ আমার চাহিদা খুব কম । মারা যাবার আগে সামান্য একটু চিকিৎসা পাওয়া এবং খুব বেশি প্রয়োজন হলে এক বোতল অক্সিজেন
এটুকুই ।
কিন্তু যখন শুনি, হাসাপাতালে ভর্তি হওয়াটাই মারা যাবার জন্যে সব চেয়ে সঠিক জায়গা, তখন মরতে যাওয়ার ইচ্ছেটাও কেন জানি মরে যায় ।
০৭ ই জুলাই, ২০২০ রাত ৮:২০
সাইন বোর্ড বলেছেন: অল্প কথায় যদি মূল কথা বলা যায়, তবে বেশি কথা বলে সকলের সময় নষ্ট করার দরকার কি ?
ঠিক আছে, এরপর বড় করে কবুনে ।
ধন্যবাদ নিন এবং ভাল থাকুন ।
২| ০৭ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৪
ঢাবিয়ান বলেছেন: পোস্ট ভাল হয়েছে কিন্ত মাস্ক পড়া সুন্দরীদের সাথে গরুর ছবি কেন?
০৭ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৯
সাইন বোর্ড বলেছেন: প্রতীক । এখানে সুন্দরীরা ভিআইপি আর গরুর মুখোশ পরা আম জনতা ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৩| ০৭ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৭
শায়মা বলেছেন: ছবিটা দেখা হাসলাম। গরুর বেলাতেও মাস্ক আবার মেয়েদের মুখেও মাস্ক। একটা খড়ের আরেকটা কাপড়ের!!
০৭ ই জুলাই, ২০২০ রাত ৮:৫১
সাইন বোর্ড বলেছেন: এটা নিছক একটা প্রতীকী ছবি । ভিআইপি আর আম জনতা ।
অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৪| ০৭ ই জুলাই, ২০২০ রাত ৯:০৬
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: বাহ, ভালো বলেছেন।
০৭ ই জুলাই, ২০২০ রাত ৯:১৩
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা রইল ।
৫| ০৭ ই জুলাই, ২০২০ রাত ৯:১৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ধরনের লুকোচুরি অন্য কোনও দেশে হচ্ছে বলে মনে হয় না। আমাদের সব কিছুতেই চৌর্যমনোবৃত্তি। অসুখ হওয়া তো দোষের কিছু না।
০৭ ই জুলাই, ২০২০ রাত ৯:২০
সাইন বোর্ড বলেছেন: আসলে এই করোনা কালে আমাদের মানবিক মূল্যবোধটুকু নেই বললেই চলে । এটা খুবই পরিতাপের বিষয় ।
৬| ০৭ ই জুলাই, ২০২০ রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: সাহসী লোকেরা বলেন, করোনা হলে বাসায় থেকেই চিকিৎসা করাবো। তবু হাসপাতালে যাব না।
০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৭
সাইন বোর্ড বলেছেন: এ ছাড়া আর কি কোন উপায় আছে ?
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৭| ০৭ ই জুলাই, ২০২০ রাত ১০:২৬
নেওয়াজ আলি বলেছেন: ভালোই ঠোঁটে লিপস্টিক লাগানো বন্ধ।
০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৬
সাইন বোর্ড বলেছেন: বাড়তি খরচ কমে গেল, এমনিতেই অর্থের টানাটানি ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৮| ০৭ ই জুলাই, ২০২০ রাত ১১:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিটা ব্যাপক হইছে।
০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৫
সাইন বোর্ড বলেছেন: কৃতিত্বটা যে বানাইছে, তার । আমি পেয়েছি মাগনা ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৯| ০৮ ই জুলাই, ২০২০ রাত ৩:২২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সবার খাওয়া বন্ধ
.........................................................
হোটেল রেষ্টুরেন্ট লাটে উঠবে
মামলা হবে বলে দিচ্ছি !!!
০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৪
সাইন বোর্ড বলেছেন: কঠিন সতর্কতা জারি, ফুটানি ব্যাগে করে খাবার নিয়ে আসবে, সমস্যা কি ?
মামলা হবে সাতান্ন ধারায়, জেলখানায় গরম ভাতের থেরাপিও থাকবে ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
১০| ০৮ ই জুলাই, ২০২০ ভোর ৪:২১
একাল-সেকাল বলেছেন: আযম খান লুকোচুরি করতে মানা করলেও আমরা উনার এমন ই অনামিকা যে, নৌডুবি, রেল, সড়ক যে কোন দুর্ঘটনায় মৃত্যু হলে সংখ্যা লুকানো টা যেন দায়ীত্বের মধ্যে পড়ে। মানলাম এখানে ব্যর্থতার একটা ব্যাপার থাকে।
কিন্তু বুঝিনা মহামারি, রোগ-বালাই নিয়ে লুকোচুরি কেন, নাকি এটাও একটা অভ্যাসগত দায়িত্ব
০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:১০
সাইন বোর্ড বলেছেন: এটার একটাই কারণ, কম কম দেখিয়ে ব্যাপাক সফলতা অর্জণ ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
১১| ০৮ ই জুলাই, ২০২০ ভোর ৫:২৪
একাল-সেকাল বলেছেন:
মাস্ক পরা গরু চিনতে পারলেও
মাস্ক পরা মেয়ে চেনা ভার।
০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৭
সাইন বোর্ড বলেছেন: মাস্ক দিয়ে যদি দাঁত ঢাকা যায়, তবে মাস্ক'ই ভাল ।
১২| ০৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৪২
রাজীব নুর বলেছেন: আমি একটা ভবিষ্যত বানী করতে চাই
অক্টোবর থেকে করোনা ভাইরাস একা একাই চলে যেতে শুরু করবে।
০৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৬
সাইন বোর্ড বলেছেন: খুব ভাল খবর, যদি সত্যিই এরকমটা হয় ।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০২০ রাত ৮:১৪
পদ্মপুকুর বলেছেন: ইদানিং কম কম কথা কইতাছেন, ঘটনা কি? সাইনবোর্ড টা একটু বড় কইরা লন...