নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
জগা, তোকে ধরার আগে এখন দেখি অনেকের মাথাই টাকলা ।
কোথা থেকে যে আসে এসব ছবি !
বুঝেছি, এসবই হলো ভুঁইফোড় মানে হঠাৎ গজিয়ে উঠা এক একটা নারকেল গাছ ।
না না ভুল হলো । নারকেল গাছ এত সহজে গজিয়ে উঠে না । ঝুনো নারকেলও গাছ থেকে পাড়ার পর কমপক্ষে ছয় মাস ঘরে ফেলে রাখতে হয়
তারপর তার মুখে একটুখানি চারা গজায় ।
কিন্তু এতো দেখছি পুরোটাই আফ্রিকার জঙ্গল !
আর সেই জঙ্গলে একে একে ঢুকে পড়েছে বাঘ, ভাল্লুক, সিংহ, হাতি, ঘোড়া, গন্ডার, জলহস্তি - সবার ।
কিন্তু হঠাৎ করে সে এমন বগা হয়ে গেল কি করে ? কারো ভাগে কি মাছ কম পড়েছিল ?
জগা, তুই যখন হয়েই গেছিস বগা, তখন শুকনা বিলে প্রথমে ফাঁদ পেতে উড়াল গুলি চালানো হবে, ছররা
কারণ, মাছের বদলে তোর ভুম্বল পেটে জমা আছে অনেক কথা
সেগুলো বাতাসে ছড়াতে দেওয়া যাবে না, যথাতথা ।
১০ ই জুলাই, ২০২০ রাত ৯:৪০
সাইন বোর্ড বলেছেন: শুধু মুজিবকোট বানালেই হবেনা, সেটা পরে উনার মত সম্মান রাখতে হবে ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
২| ১০ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৪
পদ্মপুকুর বলেছেন: কঠিন প্রতিবাদ!!
১০ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৯
সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৩| ১০ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: লুটপাট করুন। কোন সমস্যা হবে না। তবে তার আগে একটা মুজিব কোট পরে নিন।
১০ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৭
সাইন বোর্ড বলেছেন: লুটপাট করতে হলে তো কোটওয়ালাদের সাথে নিয়েই করতে হবে । অতএব সবার আগে দরকার মুজিবকোট ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৪| ১০ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৩
কৃষিজীবী বলেছেন: হয়তোবা কারো ভাগে কম পড়ছে তাই কোরবানির লিষ্টে ঢুকিয়ে দিছে।
১০ ই জুলাই, ২০২০ রাত ৯:৩১
সাইন বোর্ড বলেছেন: দেখতে মোটাতাজাও কিন্তু কম না । কোরবানীর আগেই অনেকে মাংস খেয়েছে , এখন কোরবানীর খবর নাই ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৫| ১০ ই জুলাই, ২০২০ রাত ৮:২৫
আজাদ প্রোডাক্টস বলেছেন: সাতান্নটা মাইনাস
৬| ১০ ই জুলাই, ২০২০ রাত ৯:২০
নেওয়াজ আলি বলেছেন: মজিব কোটের অপমান । এবং লেবাস পরে ধান্দাবাজি ।
১০ ই জুলাই, ২০২০ রাত ৯:২৭
সাইন বোর্ড বলেছেন: এটাই সব চেয়ে সহজ ওয়ে, ভাল টেকনিকও বলতে পারেন ।
খুঁজলে এরকম বহু ধান্দাবাজ পাওয়া যাবে ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৭| ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪৪
রায়হান চৌঃ বলেছেন: মুসলিম কোট বা মুজিব কোট যাহা ই বলেন.. এটার এখন নেকড়ে বা হায়নার মতো দাঁত গজিয়েছে
১৩ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৭
সাইন বোর্ড বলেছেন: মুজিব কোট পরে এরা একদিন পুলসিরাত পার হওয়ারও স্বপ্ন দ্যাখে ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৫
রাজীব নুর বলেছেন: উনি মুজিব কোট পড়েছেন!!!
ভাবছি আমিও একটা মুজিব কোড় বানাবো।