নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

কথাতে চিড়া না ভিজলেও কথা থেমে থাকবে না

১০ ই জুলাই, ২০২০ রাত ৯:২১


এখনো দুনিয়াশুদ্ধ বন্ধ হয়ে যায়নি যে তুমি আগ বাড়িয়ে বলবে, আমরা অচ্ছুৎ হয়ে গেছি

এরা ঐ দেশেরই নাগরিক, সত্যবাদিতার উপর ঠিকঠাক ট্রেনিং না দিতে পারার ব্যর্থতা তাদের ।

কিন্তু স্যার, ওরা তো আবার আমাদের দেশেই পাঠিয়ে দিয়েছে তাদেরকে এবং পাঁচ অক্টোবর পর্যন্ত প্রবেশে নিশেধাক্কা জারি করেছে । এ দায় এড়াবেন কিভাবে ?

কয়দিন আগে চীন এবং থাইল্যান্ডের ইয়াপোর্টেও আমাদের বিমান যাত্রীর মাঝে করোনা পজিটিভ পেয়েছিল

এবার ইটালি পেয়েছে । তাদের পেপারে ফলাও করে প্রচার হয়েছে বাংলাদেশে তিন হাজার পাঁচ'শ টাকা থেকে পাঁচ হাজার টাকা দিলে করোনা নেগেটিভ সার্টিফিকেট পাওয়া যায়

এবং ইচ্ছে করলেই যে কেউ করোনাকে ডোন্ট কেয়ার করতে পারে; সেই দেশের নাগরিককে এত সহজে কোন দেশ ঢুকতে দেবে বলে মনে হয় না । এটা আরো আগেই আমাদের বোঝা উচিৎ ছিল ।

এখন তো শুনছি ইটালিতে অবস্থানরত বাঙালিদেরকে নাকি সন্দেহের চোখে দেখা হচ্ছে এবং প্রথম দিকে যারা ইটালিতে ঢুকতে পেরেছে, তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে করোনা টেষ্ট করানো হচ্ছে । কারণ তারা মনে করছে, বাংলাদেশ হলো একটা অনিয়মের দেশ ।

সাতান্ন ধারা দিয়ে তো আর তাদের মুখ বন্ধ করা যাবে না । মুখে যতই বলি না কেন, আমরা করোনার চেয়েও শক্তিশালী । আসলে আমাদের কোন শক্তি নাই ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০২০ রাত ১০:১৫

নেওয়াজ আলি বলেছেন: কথায় চিড়া ভিজার দিন নাই এখন

১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১৫

সাইন বোর্ড বলেছেন: তবু তারা ভেজাবে, শুকনা শুকনা ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২| ১১ ই জুলাই, ২০২০ রাত ১:১১

রাজীব নুর বলেছেন: খুব হাসি পাচ্ছে সাহেদ কে নিয়ে মাতামাতি দেখে। যারা সাহেদ, রিজেন্ট হসপিটাল জন্ম দেয় তাদের নিয়ে মাতামাতি নেই কেন?

চলুন বন্ধু একটি স্বপ্ন দেখি-
সারা বিশ্ব থেকে করোনা নির্মূল হয়ে গেছে এবং নতুন পৃথিবীর আলো বাতাসে প্রাণ ভরে নিশ্বাস নিচ্ছি । স্বপ্ন অনেক সময় সত্যি হয়ে যায় ।

১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১৪

সাইন বোর্ড বলেছেন: সারা পৃথিবী থেকে করোনা এখনো নির্মুল হয়নি, বরং আক্রান্তের রেবর্ড করেছে ।

পুরোপুরি নির্মূল হলে অনেকেই পার্টি দেবে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ১১ ই জুলাই, ২০২০ ভোর ৫:৫৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: লেখক বলেছেন: তারা মনে করছে বাংলাদেশ হলো একটা অনিয়মের দেশ।

বাংলাদেশ যে একটা চরম অনিয়মের দেশ তাতে আপনার সন্দেহ আছে?

১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১১

সাইন বোর্ড বলেছেন: কোন সন্দেহ নাই, শুধু বিদেশীরা সবাই জানত না । এখন জানবে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.