নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

দুষ্টু লোকের শুধু মিষ্টি কথা না, মিষ্টি ছবিও হয় ।

১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:০৫


ছবিটি ফেসবুক থেকে সংগ্রহ ।

ধুরুন্ধর টাউটের একটা মডেল বা অনুকরণ,
তবে মেয়েটিকে আমার পছন্দ হয়েছে;

ফটোশপ কি ?

শাহেদের ভদ্র ও মার্জিত চেহারা
এবং সহী কথার কী সুন্দর সম্মােহণ !

দূর্নীতির বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান নিতে হবে ।

যায়'ই বলো, তোমাকে বিভ্রান্ত করতে না পারলে
কিসের আবার দু'নম্বরী ?

রাঘব-বোয়ালরা ধরা-ছোঁয়ার বাইরেই থাকবে,
শুধু চুনোপুঁটিরা মাঝে মাঝে আসবে আর যাবে...

ছবি দেখে তার কিছুই বোঝা যাবে না ।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২১

শাহ আজিজ বলেছেন: শাহেদা হয়ে গেছে এখন । চমৎকার ফটোশপ ওয়ার্ক ।

১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৫

সাইন বোর্ড বলেছেন: আমি তো প্রথমে ধরতেই পারিনি যে, এটা ফটোশপের কাজ ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২| ১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২৩

একাল-সেকাল বলেছেন:
মোছাম্মৎ শাহেদা সত্তি-ই জিনিয়াস।
পুরো মন্ত্রীপরিষদের আস্তাভাজন ! হওয়া যেনতেন ব্যাপার নয়।

১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩২

সাইন বোর্ড বলেছেন: জিনিয়াস তো বটেই, কোথায় কতটুকু মাল ঢালতে হবে সেটা সম্ভবত খুব ভাল জানা ছিল তার ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪০

ইফতেখার ভূইয়া বলেছেন: ফটোশপের কাজ ভালো হয়েছে।

১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪৩

সাইন বোর্ড বলেছেন: আমার কাছেও ভালো মনে হয়েছে ।

৪| ১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪১

ইফতেখার ভূইয়া বলেছেন: তবে গলা আর স্যুটের কাঁধের উচ্চতায় গরমিল আছে সেটা বোঝাই যাচ্ছে।

১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪৫

সাইন বোর্ড বলেছেন: ঠিকই বলেছেন, মেয়েদের সাধারনত এরকম হয় না ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫| ১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪৮

নেওয়াজ আলি বলেছেন: এই সুন্দর নারী কি আজও অবিবাহিত :P

১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৭

সাইন বোর্ড বলেছেন: তার আগে জানতে হবে বিবাহ বহির্ভুত তার সম্পর্ক ছিল কি না । একতে মালদার পাটি, তার উপর দু'নম্বরী অফিস । =p~

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৬| ১১ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৩

তারেক ফাহিম বলেছেন:

চেষ্টা করলাম :) :)

১১ ই জুলাই, ২০২০ রাত ৯:২৩

সাইন বোর্ড বলেছেন: আপনারটাও খাসা হয়েছে, বয়স একটু বেড়ে গেছে, সমস্যা নেই, গায়ে গতরে যতেষ্ট মাংস আছে । :)

৭| ১১ ই জুলাই, ২০২০ দুপুর ২:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই চেহারা নিয়ে ক্ষমতাসীন বিভিন্ন নেতার কাছে যেতে পারলে ওনার সাফল্যের মাত্রা আরও বৃদ্ধি পেত।

১১ ই জুলাই, ২০২০ রাত ৯:২০

সাইন বোর্ড বলেছেন: কথা সত্য বলেছেন, তার রিজেন্টে নাকি সুন্দরীদের হাটও বসত ।

৮| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: শাহেদ সাহেব আগামী নির্বাচনে মন্ত্রী হবে।

১১ ই জুলাই, ২০২০ রাত ৯:১৮

সাইন বোর্ড বলেছেন: সম্ভাবনা মোটেই উড়িয়ে দেওয়া যায় না ।

৯| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫৩

ইসিয়াক বলেছেন: =p~ =p~ =p~

১১ ই জুলাই, ২০২০ রাত ৯:১৭

সাইন বোর্ড বলেছেন: B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.