নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১/
চলে এসেছি শেষ পৃষ্ঠায় - আনন্দ
বৃষ্টির সাথে আর কোন ঝড় নেই,
তবু বিদ্যুৎ চলে যাবার ভয় !
সারাংশ লিখতে হবে
দিনগুলো কি এখনো অন্ধকারময় ?
২//
ভেবে দেখেছি -
আমি পাতাবাহারকেই সাপোর্ট করব
ফুলের অনেক সমস্যা
ফুল শুকিয়ে যায়, ঝরে যায়, সুগন্ধ ফুরিয়ে যায়, কলংকিত হয়...
পাতাবাহারের সেসব সমস্যা নেই
পাতাবাহারের স্থায়িত্বকাল আমার ভাল লাগে
আমি পাতাবাহার রোপন করব
পাতা মরে গেলেও রংধনু থাকবে
প্রচন্ড ঝড়-বৃষ্টির পরে ।
১১ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৬
সাইন বোর্ড বলেছেন: তবু সে সৌন্দর্য্য হারায়, মৃত্যুর পর গন্ধ আর কতটুকুই বা তাজা !
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
২| ১১ ই জুলাই, ২০২০ রাত ১১:০৭
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট পড়ে আমার মাথায় একটা কবিতা এসেছে। আমি এখন একটা কবিতা লিখব। পড়ার আমন্ত্রন দিয়ে রাখলাম।
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৪
নেওয়াজ আলি বলেছেন: কিছু ফুল শুকিয়ে গেলেও সুগন্ধি থাকে।