নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

করোনাও কি তবে আভিজাত্যকে বেশি পছন্দ করছে ?

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৪


অভিজাত শ্রেণির মাঝে করোনার এই যে প্রকোপ এবং মারা যাওনের যে ব্যাপারটা, এর একটা কারণ হইতে পারে তাদের বিলাসী জীবন-যাত্রা । এমন নয় যে তাদের চিকিৎসার অভাব পড়েছে, তাদের জন্যে মেডিকেল টিম রয়েছে, বিদেশী বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ রয়েছে । বলা যায় সার্বক্ষণিক জীবন বাঁচানোর জ্ঞ্যারান্টি তাদের রয়েছে ।

অবশ্য উহাদের একটা সমস্যা থাকতে পারে, সেইটা হইল তাদের সব ঋতুই শীতাতপ নিয়ন্ত্রিত থাকা ।

কবে কোন কালে রোদে পিঠ লাগিয়ে দৌড়ে গিয়েছিল নদীর পাড়ে কিংবা ছপছপে ঘামে শরীর ভিজিয়ে হেঁটেছিল মাইলের পর মাইল - তাহা আজ আর কাহারও মনে নাই । তবে এইটা ঠিক যে, কেউ কেউ একদিন ঢাকা শহরেও টো টো করে ঘুরেছে কাঠফাটা রোদে, ঝড়ে, বৃষ্টিতে । কারণ সবাই তো আর শুরু থেকেই সব ধান্দা বুঝে উঠবার পারে নাই বা কামিয়াবী হয় নাই ।

সরকার বদলের লগে লগে অনেককে কৌশলও বদলাইতে হইছে ।

কেউ হয়ত মাইনষের জমি দখল করছে । উহা দেখাইয়া ব্যাংক লোন লইছে, তারপর কোম্পানির পর কোম্পানি বাড়াইছে । এতে করে অবশ্য অনেক মানুষের কর্মসংস্থানও হইছে

এইটা অস্বীকার করোনের কিছু নাই ।

তই নিয়মানুযায়ী এই সুযোগটা একজন সৎ মানুষে পাইলে দেশ ও দশের জন্যে আরো ভাল কিছু হইতে পারত ।

সেইটা যেহেতু হয় নাই, তাই তাদের মারা যাওয়াতে অনেকেরই মন পুড়ে না ।

বরং যেসব পাওনাদার তাগো অফিসে গিয়া টর্চার সেলের ভেতর যে পিডানি খাইছে এবং বিনা দোষে যেসব কর্মচারীদের চাকুরীচ্যুত করা হইছে, তাদের মাঝে দূর্বলের প্রতিশোধ-আনন্দ বইয়া যায় । তবে তারা হেইডাও জানে, হায়েনার বীর্জে হায়েনারই পয়দা হয়; কাউয়া হয় না ।

কিন্তুক, এই দুঃসময়ে করোনা কেন তাগো বেশি পছন্দ করছে, এইটারও একটা সুরাহা হওয়া দরকার ।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২০

অর্ণব তনয় বলেছেন: সবাইকে একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে । অনেক গরীব মরছে যা মিডিয়ায় আসছে না ।

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩৩

সাইন বোর্ড বলেছেন: গরীবের জন্মই হইছে এই দেশে বিনা চিকিৎসায় মারা যাবার জন্যে । তাই, তাদের মৃত্যুকে কেউ গুরুত্ব দিয়ে প্রচার করেনা ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২| ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এ্ই কথাটা ভাবছি আমি বেশ কিছুদিন ধরে
আভিজাত মানুষেরে কেন করোনাতে ধরে।
গরীব কামলা মজুর শ্রেণি কেয়ার করে থোরা
তারা কিন্ত তুলনামূলক কম যাচ্ছে মারা।

করোনা কি গরীবেরে তুচ্ছ জ্ঞান করে
তাদের থেকে তাইকি সে থাকে দূরে সরে?
নামীা দামী মানুষ গুলো কেন তাহার গ্রাস
হিসাব্টাযে মিলছে নাকে বাড়ছে দীর্ঘ শ্বাস!!

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩৬

সাইন বোর্ড বলেছেন: চিন্তা আপনার ঠিক আছে, মিলে যাচ্ছে হাতে নাতে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: যারা প্রতিকুল পরিবেশে থাকে তাদের যুদ্ধ করার শক্তি বেশী।

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪৭

সাইন বোর্ড বলেছেন: এটাই স্বাভাবিক ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: গরিবের মরার খবর কেইবা রাখে কিন্ত ধনী লোক মারা গেলে মুহূর্তেই দেশের প্রায় সকল লোক জেনে যায়।তাছাড়া ধনীরা গড়ে বেশি দিন বাঁচে তাই করোনায় তাদের মৃত্যু হার বেশি হতেও পারে।পরিসংখ্যা কি বলে।

১৪ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০০

সাইন বোর্ড বলেছেন: আপনার আইডিয়া ঠিক আছে । কারণ ধনীরা যে উন্নত চিকিৎসা সুবিধা পায় বা নেওয়ার সামর্থ রাখে, তার এক'শ ভাগের এক ভাগও গরীবরা নিতে পারে না ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫| ১৪ ই জুলাই, ২০২০ রাত ৮:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এদেশের অধিকাংশ ধনী ব্যবসায়ী সাধারনের কাছে এক এক জন ডাকাত।

১৪ ই জুলাই, ২০২০ রাত ১০:০৫

সাইন বোর্ড বলেছেন: সৎ পথে থেকে বড়লোক হওয়া বা বড় ব্যবসায়ী হওয়া বলেন, কোনটাই সম্ভব না । তাই অনেক বড় ব্যবসায়ীর উপরই সাধারন অনেক মানুষের অভিশাপ থাকে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৬| ১৪ ই জুলাই, ২০২০ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: গরীব ধনী সবাইই মরছে।
গরীবের টা পত্রিকায় আসে না।

বাচতে চাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান।

১৪ ই জুলাই, ২০২০ রাত ১০:০৭

সাইন বোর্ড বলেছেন: চেষ্টা করছি । কিন্তু এইভাবে আর কতদিন ?

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৭| ১৪ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৭

নেওয়াজ আলি বলেছেন: করোনার কাছে সবাই সমান। গরিবের মরণ প্রকাশ হচ্ছে না । বড় লোকের প্রকাশ হচ্ছে

১৪ ই জুলাই, ২০২০ রাত ১০:০৮

সাইন বোর্ড বলেছেন: সেইটা ঠিক, তবে কিছু ক্ষেত্রে পার্থক্যও আছে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৮| ১৪ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৭

ভুয়া মফিজ বলেছেন: করোনা নাদুস-নুদুস মানুষ বেশী পছন্দ করে। চামড়ার উপরে শুধুই হাড্ডি, কোন তেল-চর্বি নাই......এমন মানুষে ওদের অরুচি আছে। ভাইরাস হলেও ওদেরও তো একটা ইজ্জত আছে, তাই না!! :-B

১৪ ই জুলাই, ২০২০ রাত ১০:৪০

সাইন বোর্ড বলেছেন: দারুণ একখান কথা কইছেন, আমি তো মজা পাইলামই আমার পুলাও মজা পাইছে । :D

অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

৯| ১৪ ই জুলাই, ২০২০ রাত ১১:০৫

অচেনা সমুদ্রের নাবিক বলেছেন: বন্যা কিংবা ঘুর্ণিঝড় এর তো গরীব রা ই কষ্ট পোহায় । তাই করোনা এসেছে সেটা পুষিয়ে দেয়া জন্য।

১৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:০৩

সাইন বোর্ড বলেছেন: কথা মন্দ বলেন নাই, তবে গরীবরাও মরছে । মিডিয়া সেটা ঠিকঠাক মত আসছে না ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১০| ১৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:৪০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: তাছাড়া এদেশের ধনীরা যেমন টাকার জোড়ে কোন কিছুকেই তোয়াক্কা করে না, করোনার ক্ষেত্রেও হয়ত তাই করছে......

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:০২

সাইন বোর্ড বলেছেন: আপনার ধারণা অমূলক নয় ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১১| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৭

ডঃ এম এ আলী বলেছেন:


যথাযথ অনুভব ও পর্যবেক্ষনের কথা উঠে এসেছে লেখাটিতে ।

শুভেচ্ছা রইল

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৪

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন ।

১২| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
করোনা
কাউরে ধরে কাউরে ছাড়েনা
করোনা
কাউরে মারে কাউরে মারেনা।

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৫

সাইন বোর্ড বলেছেন: সেরকমটাই মনে হচ্ছে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১৩| ১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:২০

মুজিব রহমান বলেছেন: ধনিক শ্রেণির কয়েকজন মারা গেছেন বটে তবে সাধারণ দরিদ্র মানুষই মারা গেছেন অনেক বেশি। এছাড়া করোনা উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তাদেরও প্রায় সকলেই দরিদ্র মানুষ।

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:০৮

সাইন বোর্ড বলেছেন: করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার কথা এ পর্যন্ত বেশ কয়েকটি লেখায় আমি বলেছি । এই হিসেবটা ধরলে মৃত্যুহার অনেক বেড়ে যাবে ।

সরকার এটা ইচ্ছে করেই এড়িয়ে যাচ্ছে ।

অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন ।

১৪| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:১৮

মা.হাসান বলেছেন: গরীব বরাবরই মরে, বিনা চিকিৎসায়, অনাহারে, অ্যাকসিডেন্টে, পিটন খেয়ে- খবর হয় না। এবার দুএকটা ধনী চোর (কদাচ ভালো মানুষও ) মরায় খবর হচ্ছে।

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:১১

সাইন বোর্ড বলেছেন: ধনীদের এই সব মৃত্যু দেখেও যদি তাদের মধ্যে কিছুটা পরিবর্তন আসে, তাহলে ঠিক ছিল; কিন্তু তেমনটা হবে বলে মনে হয় না ।

পার্থক্য গরীবরা বিনা চিকিৎসায় মরছে আর ধনীরা চিকিৎসা পেয়ে মরছে ।

অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.