নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

আমাদের দায়িত্বশীল স্বাস্থ্যমন্ত্রী

১৫ ই জুলাই, ২০২০ সকাল ৯:৫৪


নিজের ইচ্ছেতে নয়, গিয়েছিলেন ডিজির অনুরোধে ।

যেহেতু তিনি ডিজির অনুরোধে রিজেন্টের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গিয়েছিলেন

তাই সাংবাদিকদের প্রশ্নে রিজেন্ট ও জেকেজির নাম মনে করতে না পারাটা দোষের কিছু না ।

তার চেয়েও বড় কথা, তিনি তো সংস্থা দুটিকে করোনা টেস্টের পারমিশন দেন নাই । দিয়েছিলেন স্যাম্পল কালেকশনের ।

এখন এ দুটি সংস্থা দেশ ও দশের প্রতি দায়িত্বশীল হইয়া স্যাম্পল কালেকশন করে করোনা টেস্ট রিপোর্টও দিয়েছে ।

তাদের অপরাধ হইল কোন টেস্ট না কইরা ভুয়া রিপোর্ট দেয়া ।

এর জন্যে তো আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহাশয় দায়ী হইতে পারেন না । কথা ঠিক কি না ?

বরং গণস্বাস্থ্যের কিট বানাইতে পারা ও টেস্ট করোনের সক্ষমতা থাকার পরও তাগো কেন অনুমোদন দেওয়া হইল না - সাংবাদিকদের এরকম একটা প্রশ্ন থাকলেও কথা ছিল ।

কিন্তু তারা এরকম কোন প্রশ্ন করে নাই । তাই, হুদাহুদি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে দোষ দিয়া অন্যদেরকে নির্দোষ প্রমাণ করানোর কোন দরকার নাই ।


মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:২৯

ঢাবিয়ান বলেছেন: শাহেদকে এখন ক্রুস ফায়ারে দেয়া হলেও অবাক হবার কিছু নাই। কারন সে যদি তোতা পাখির মত মুখ খুলতে শুরু করে তবে সর্বনাশ ।

১৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:৪৫

সাইন বোর্ড বলেছেন: উনি যদি পেট খুলে দিয়ে সমস্ত কথা ঢেলেও দেয়, সে কথা আম-জনতা পর্যন্ত পৌছাবে না । অতএব ক্রুস ফায়ার দেয়ার দরকার কি ?

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২| ১৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আসলেই তো তাই..........!!

১৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:৪৬

সাইন বোর্ড বলেছেন: হাছাই ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ১৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিতো শুধু তাহার সাথে থাকিয়াছি ;) কনসিভ হইবার দায় আমার হইবে কেনু :-/

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৩

সাইন বোর্ড বলেছেন: কথা তো হেইডাই, কেন তার উপর দায় আসব ? :``>>

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৪| ১৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:১৯

রাতুল_শাহ বলেছেন: পোস্ট পড়ে অবাক হইলাম!

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৪

সাইন বোর্ড বলেছেন: একটু খোলসা করে বললে বুঝতে সুবিধা হইত ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৫| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: দেশের স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি এবং অব্যবস্থাপনা দেশের অন্য সব সেক্টরের দুর্নীতিকে ছাড়িয়ে গেছে। বাংলাদেশের দুর্নীতি দেখতে দেখতে আমি ক্লান্ত, ক্ষিপ্ত।

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৫

সাইন বোর্ড বলেছেন: এটা চলমান এবং দেখেই যেতে হবে...

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৬| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৪

নেওয়াজ আলি বলেছেন: বাদশাহ :D

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৬

সাইন বোর্ড বলেছেন: শাহেনশাহ বললে আরো ভাল শোনায় ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৭| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৪৯

মা.হাসান বলেছেন: মন্ত্রনালয়ে চা-বিস্কুটের ব্যবস্থা রাখে না, খুব খারাপ কথা। মন্ত্রীকে অন্য যায়গায় যাইয়া চা -বিস্কুট কেন খাইতে হয়? চা বিস্কুট খাতে কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হউক।

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:২৩

সাইন বোর্ড বলেছেন: চায়ের সাথে কিছু টাও ছিল; হেইডা তো আর স্বীকার করব না ।

লজ্জা থাকলে তো নিজেই পদত্যাগ করত ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.