নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ তেলেসমাতি কারবার !

১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৩


নতুন কোন ইস্যু না আসা পর্যন্ত আপাতত সাহেদ ইস্যুতেই জাতিকে সীমাবদ্ধ থ্কতে হচ্ছে । বলা যায় করোনা কালের মুখরোচক গল্প । গুরুত্বের চেয়ে সবাই কমবেশি মজা নিচ্ছে । এর মধ্যে আবার একটা নাটকও মঞ্চায়ন হয়ে গেল । যদিও সে নাটকের কিছু দূর্বল দিক নিয়ে কেউ কেউ কথা বলছে । তারপরও বলব, শেষ পর্ব এখনো আসেনি । তাই এখনি সমালোচনা বা মূল্যায়ন নয় ।

সাধারনত কোন ছবিতে ভিলেন যখন নায়ক হয়, তখন বুঝতে হবে তার মধ্যে নায়কের ক্যারিশমাও ছিল । এখানে সাহেদ যেটা ভুল করেছে, সেটা হলো তার ছদ্দবেশ ধারণে । মোঁচ ফেলে দিয়ে চুল কালো করলেও তার দৈত্যের মতো শরীরটাকে বদলাতে পারেনি । ঠিকঠাক মত নৌকায় উঠতে পারেনি । নায়ক যেভাবে দূর থেকে লাফ দিয়ে গিয়ে পড়ে । এবং সব শেষে আইনশৃঙ্খলা বাহিনীর লোক দেখার পরও তার ভারী শরীরের কারণে পালাতে পারেনি ।

এ সবই হলো একজন ব্যর্থ নায়কের নমুনা । তবে ভিলেন হিসেবে সে অবশ্যই এক'শতে এক'শ । আর দেরী নয়, এবার চলুন ভিলেন থেকে নায়ক হতে যাওয়া তার কিছু ছবি দেখে নিই ।

১। এই হলো সেই নৌকা । তবে এটা ভাগিরথী নদী নয় । আর সাহেদও ইতিহাসের সিরাজ নয় । এ হলো সাহেদ চোরা । ইন্ডিয়াতে পালাতে গিয়ে এইখানে ধরা খাইছে ।

২। সাহেদকে ধরার পর মনে হচ্ছে, এটা প্রথম ফটোসেশন । সাহেদের গায়ে পরিষ্কার পোশাক । কোমরে কোন পিস্তুল নাই ।

৩। সাহেদের পোশাকে কাদা লেগে আছে, কিন্তু পায়ের জুতো পরিষ্কার ।

৪। কোমরে বৃটিশ আমলের পিস্তুল, কাঁধে গামছা আর পরনে ঢলঢলা প‌্যান্টের কারণে ঠিক নায়ক মনে হচ্ছে না তাকে ।

৫। কাদা-জলে মাখামাখি সাহেদ । ঝুলে পরা বোরকার একটা অংশ ডান হাত দিয়ে ধরে রাখার চেষ্টা করলেও এটাকে কেউ কেউ বিঁচির সন্ধান হিসেবে দেখছে । যদিও ঐ সময় বিঁচির অবস্থা খুব একটা ভাল থাকার কথা না ।

৬। সাহেদের সাথে ছবি উঠিয়ে এ যেন ইতিহাসের স্বাক্ষী হওয়া । এ সুযোগ ছাড়বে কেন ?

৭। সবশেষে চলছে বৈজ্ঞানিক গবেষণা । এমন একজন মানুষ কিভাবে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে শুরু করে উপর মহলের সবার কাছে অবাধে যাতায়াত করল - তার উপর গবেষণা এবং ভবিষ্যতে তাকে মমি করে রাখা যায় কি না, তার একটা প্রাথমিক চিন্তা-ভাবনা ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৮

ফুয়াদের বাপ বলেছেন: হাহাহা...ছবির সাথে ভালো মজারু বিশ্লেষন...

১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১:০২

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

২| ১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ মজার উপস্থাপনা হইছে। এবং চুক্তিযুক্ত বিশ্লেষন হইছে প্রথমগুলি।

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৬

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ১৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৮

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার
ভালো থাকুন

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৫

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

৪| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:৫১

রাজীব নুর বলেছেন: আচ্ছা, সুযোগ পেলে আমি কি সাহেদ হয়ে যেতাম?

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৪

সাইন বোর্ড বলেছেন: অসম্ভব কিছু না । প্রায় মানুষই যতক্ষণ পর্যন্ত সুযোগ পাচ্ছে না ততক্ষণ পর্যন্তই সৎ ।

ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.