নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

আমেরিকার মতো দেশে কেন এমন নিষ্ঠুর হত্যাকান্ড ?

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪৩


ইলেকট্রিক করাত দিয়ে মানুষ খুন করার কথা এটাই প্রথম শুনলাম । যা হলিউডি মুভিতে হতে পারে । গাঁজাখোরী হলেও সেসব দৃশ্য আমরা আগ্রহ নিয়ে দেখি ।

তাই বলে বাস্তবে এবং আমেরিকার মতো একটা সভ্য দেশে ?

ভাবা যায় না ।

বাংলাদেশী বংশোদ্ভূত ফাহিম সালেহ । যার শরীর থেকে মাথা, হাত, পা কেটে টুকেরা টুকরো করে আলাদা করা হয়েছে । ছেলেটি দূর্ধষ্য কোন সন্ত্রাসী হলেও একটা কথা ছিল । অসম্ভব মেধাবি একজন ছেলে । যে কি না সফটওয়্যার ইজ্ঞিনিয়ারিং-এ মেধার স্বাক্ষর রেখে পা্ঠাও এর অন্যতম প্রতিষ্ঠাতা ।

মাত্র তেত্রিশ বছর বয়সে প্রায় আট'শ কোটি টাকার মালিক হয়ে গেছেন । থাকত নিউইয়র্ক এর ম্যানহাটন সিটির একটি বিলাসবহুল এ্যাপার্টমেন্টে । যার মূল্যও বাংলাদেশী টাকায় প্রায় বাইশ কোটি ।

এত কিছু বলার অর্থ ছেলেটি বাংলাদেশী বংশোদ্ভূত । তার বেড়ে উঠা, লেখাপড়া আমেরিকাতেই । তবু বাঙালি হিসেবে আমি বা আমরা তাকে নিয়ে অন্য রকম একটা গর্ব অনুভব করতেই পারি ।

তবে তার কর্ম, সৃষ্টি তাকে শুধু বাঙালিদের গর্বের জায়গায় সীমাবদ্ধ রাখেনি । আমেরিকা ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল । তাই, তার এই নিষ্ঠুর হত্যাকান্ডে পৃথিবীর অনেক মানুষই শোকাহত ।

এক সময় হয়ত খুনিও ধরা পড়বে । কিন্তু এই নিষ্ঠুর খুনের বিচারেও খুনীকে মৃত্যুদন্ড দেওয়া হবেনা; কারণ আমেরিকায় মৃত্যদন্ড নিষিদ্ধ । এটা বাঙালি হিসেবে মেনে নিতে কষ্ট হচ্ছে ।

মন্তব্য ৪৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমেরিকার দুই একটা রাজ্যে মনে হয় মৃত্যু দণ্ড আছে। হত্যাকাণ্ড সব দেশেই হয় তবে বাংলাদেশে বিচার সবাই পায় না। এই হত্যাকাণ্ড সত্যিই দুঃখজনক। আমরা এরকম একজন মেধাবী মানুষের কাছ থেকে আরও কিছু হয়ত পেতাম। আপনার উদ্বেগ টা যুক্তিসঙ্গত। ধন্যবাদ আপনাকে।

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৯

সাইন বোর্ড বলেছেন: এরকম নিষ্ঠুর হত্যাকান্ডের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদন্ড । সহমতের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২| ১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৬

এস এম মামুন অর রশীদ বলেছেন: আমেরিকায় প্রচুর সাইকো রয়েছে, অবশ্য দুনিয়াজুড়েই মনে হচ্ছে সাইকো বাড়ছে। একজন ধরা পড়েছে, এখন পাগলের ভান করছে।

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:২১

সাইন বোর্ড বলেছেন: এই রকম গা শিউরে উঠা গত্যাকান্ড কোন পাগলে করতে পারেনা । প্রকৃত খুনীর কঠিন শাস্তি দাবী করছে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:২৪

নেওয়াজ আলি বলেছেন: অত্যন্ত অমানবিক অত্যন্ত নিষ্ঠুর হত্যা।

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:২৬

সাইন বোর্ড বলেছেন: সব হত্যই জঘণ্য অপরাধ । কিন্তু এমন একটা মেধাবী ছেলে অকালে হত্যাকান্ডের স্বীকার হবে - এটা মেনে নেওয়া যায় না ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৪| ১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩১

দারাশিকো বলেছেন: আমি তো জানতাম - আমেরিকাতেই পৃথিবীর জঘন্য হত্যাকান্ডগুলো ঘটে। নাহয়, ওরা এত এত সিনেমার কাহিনী কোত্থেকে পায়?

১৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩৯

সাইন বোর্ড বলেছেন: সিনেমার থিমটা আসলে ওরা আন্তর্জাতিক বাজারের চাহিদার উপর ডিপেন্ড করে নির্ধারন করে । যেহেতু ওদের সিনেমা সারা পৃথিবীর মানুষ দ্যাখে । তবে আমেরিকাও যে একটা সন্ত্রাসী দেশ, এই হত্যাকান্ডে সেটা আরো জোরালো ভাবে প্রমাণ হয় ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: ছেলেটা বাংলাদেশী বংশোদ্ভুত এবং নিউ ইয়র্কে থাকতো, আমিও থাকি, ও ব্যাচেলর করেছে সি.আই.এস-এ, আমিও তাই করেছি, ও একজন ওয়েব ডেভেলপার ছিলো, পেশায় আমিও তাই। ওর বয়স ত্রিশ এর কোঠায় আমারও তাই.. এ কারণেই কি না জানি না তবে ওর সাথে কোথায় যেন নিজের একটা ভীষন মিল খুঁজে পাই। হয়তো ওর মতো এতটা সফল আমি নই তবুও ছেলেটার ব্যাপারে আর ওর সাফল্যের গল্পগুলো পড়ে আমিও বেশ উৎসাহিত বোধ করছিলাম। ওর এমন চলে যাওয়া ভীষণ দুঃখজনক। ওর আত্মার মাগফেরাত কামনা করছি।

১৭ ই জুলাই, ২০২০ রাত ১০:২৩

সাইন বোর্ড বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইল ।

সত্যিই এমন একটা মেধাবী ছেলের এভাবে অকালে চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না । বলার অপেক্ষা রাখেনা যে, আমরা একজন অসাধারন প্রতিভাকে হারালাম, এ ক্ষতি সহজে পূরণ হবার নয় ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৬| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১৭

কবিতা পড়ার প্রহর বলেছেন: খুনিকে বাংলাদেশে এনে মৃত্যুদন্ড দেওয়া হোক। তবুও কি মেধাবী ছেলেটাকে আর কখনও ফিরে পাওয়া যাবে?

১৭ ই জুলাই, ২০২০ রাত ১০:১৯

সাইন বোর্ড বলেছেন: তাতো আর পাওয়া যাবেই না । তবু চাই, খুনি তার যোগ্য শাস্তি পাক ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৭| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪৪

শাহ আজিজ বলেছেন: হয়ত নিজের নিরাপত্তার প্রতি যথেষ্ট মনোযোগ দেয়নি । তার সাথে মাস্ক পরা , ব্যাগ হাতে একজন লিফটে উঠেছিল , সম্ভাব্য খুনি । আমি প্রথম জানলাম তার অসাধারন প্রতিভার গল্প । করাত দিয়ে খাসোগজি কেও কেটে টুকরো করে ব্যাগে নিয়ে অজানা জায়গায় গুম করেছিল । হয়ত ওর লাশ গুম করতে পারেনি । দেনা পাওনা আর বিজনেস জেলাস আসল কারন হবে । আমরা একটি প্রতিভাকে হারালাম নিষ্ঠুর উপায়ে ।

১৭ ই জুলাই, ২০২০ রাত ১০:১৭

সাইন বোর্ড বলেছেন: এরকমটাই ধারণা করা হচ্ছে, আর্থ সংক্রান্ত কোন ব্যাপারেই সে খুন হয়ে থাকতে পারে ।

অবশ্যই আমরা একজন অসাধারন প্রতিভাকে হারালাম, এ ক্ষতি সহজে পূরণ হবার নয় ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।


৮| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: হত্যাকারী ধরা পড়ুক এটাই চাই।

১৭ ই জুলাই, ২০২০ রাত ১০:১৪

সাইন বোর্ড বলেছেন: শুধু ধরা পড়া নয়, সঠিক বিচারও চাই ।

৯| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই দুঃখজনক মর্মান্তিক ঘটনা।

১৭ ই জুলাই, ২০২০ রাত ১০:১২

সাইন বোর্ড বলেছেন: নিউজটা দেখেই আমার গা শিউরে উঠেছিল, এত নিষ্ঠুর ভাবে কিভাবে হত্যা করল এমন একজন মেধাবি ছেলেকে ?

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

১০| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৮

ইসিয়াক বলেছেন:

অত্যন্ত দুঃখজনক ঘটনা।উনার আত্মার মাগফেরাত কামনা করছি।

১৭ ই জুলাই, ২০২০ রাত ১০:১০

সাইন বোর্ড বলেছেন: এখন তার আত্মার শান্তি কামনা ছাড়া আর কিই বা করার আছে আমাদের । তবে এ হত্যাকান্ডের সঠিক বিচারও আমরা দেখতে চায় ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

১১| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৬

নূর আলম হিরণ বলেছেন: বিস্তারিত হয়তো জানা যাবে হয়তো কিছুদিন পর।

১৭ ই জুলাই, ২০২০ রাত ১০:০৯

সাইন বোর্ড বলেছেন: এর মধ্যে অনেকটা নিউজই চলে এসেছে ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

১২| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমেরিকা চিরদিনই বর্বর জাতি।
তাদের কাছ থেকে পশুর প্রতি
ভালো আচরণ পাওয়া গেলেও
মানুষের প্রকি মানবতা আশা করা যায়না।
পশুপ্রীতিতে তারা উন্নত আর মানাবতায় জঘন্য।
ফাহিমের মৃত্যুতে শোক প্রকাশ করছি।

১৩| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমেরিকা চিরদিনই বর্বর জাতি।
তাদের কাছ থেকে পশুর প্রতি
ভালো আচরণ পাওয়া গেলেও
মানুষের প্রকি মানবতা আশা করা যায়না।
পশুপ্রীতিতে তারা উন্নত আর মানাবতায় জঘন্য।
ফাহিমের মৃত্যুতে শোক প্রকাশ করছি।

১৭ ই জুলাই, ২০২০ রাত ১০:০৪

সাইন বোর্ড বলেছেন: এখন তার আত্মার শান্তি কামনা ছাড়া আর কিই বা করার আছে আমাদের । তবে এ হত্যাকান্ডের সঠিক বিচারও আমরা দেখতে চায় ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

১৪| ১৭ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৮

রাজীব নুর বলেছেন: শিরোনামটা সঠিক না। পৃথিবীর সব দেশের ভয়াবহ সব হত্যাকান্ড ঘটে।

১৭ ই জুলাই, ২০২০ রাত ১০:০৫

সাইন বোর্ড বলেছেন: কিন্তু হত্যার এ ধরণটা একেবারেই নতুন । গা শিউরে উঠার মত ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

১৫| ১৭ ই জুলাই, ২০২০ রাত ৯:১৪

অনল চৌধুরী বলেছেন: এ্যামেরিকা শুধু পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশই না,খুন,ধর্ষণ,ডাকাতিসহ সব অপরাধে প্রথম স্থানে থাকা একটা দেশ।
আর এটা কোনো সভ্য দেশও না,একটা অসভ্য,বর্বরদের দেশ।

১৭ ই জুলাই, ২০২০ রাত ১০:০১

সাইন বোর্ড বলেছেন: তাদের বিদেশ নীতি দেখলে সেটাই মনে হয়; কিন্তু দেশের সাধারন মানুষ তো আর সন্ত্রাসী না । কিছু ব্যতিক্রম হয়ত আছে । তবে শান্তি প্রিয় মানুষই বেশি ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

১৬| ১৭ ই জুলাই, ২০২০ রাত ৯:২৩

করুণাধারা বলেছেন: পুলিশ রহস্য উন্মোচন করেছে। ফাহিমের ব্যক্তিগত সহকারী কয়েক লাখ বলার আত্মসাৎ করেছিল, ফাহিম এটা ফেরত চাইতেই সে খুন করে। এই যে খবর। view this link

১৭ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৮

সাইন বোর্ড বলেছেন: যেহেতু এই মেধাবি ছেলেটি আর ফিরে পাওয়া যাবেনা, তাই এখন তার এই নির্মম হত্যাকান্ডের সুষ্ঠু বিচারই আমাদের কাম্য ।

নিউজটি পড়লাম ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

১৭| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১০:৪৩

শাহ আজিজ বলেছেন: তার প্রাক্তন সহকারীকে পুলিশ ধরেছে কিন্তু জাতীয়তা জানা যায়নি ।

১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১৮

সাইন বোর্ড বলেছেন: নাম দেখে তো আমেরিকানই মনে হলো ।

১৮| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: হত্যাকারী ধরা পড়েছে। এখন চাই দ্রুততম সময়ে এই নৃশংস হত্যাকান্ডের সঠিক বিচার।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল 'আ-লামীন তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিয়ে তার পিতামাতাসহ তাকে জান্নাত নসীব করুন!

১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১৭

সাইন বোর্ড বলেছেন: অবশ্যই এই নৃশংস হত্যাকান্ডের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই । মেধাবী ঐ ছেলেটাকে হয়ত আমরা আর ফিরে পাব না, এখন খুনীর কঠিন শাস্তিই এক মাত্র কাম্য ।

১৯| ১৮ ই জুলাই, ২০২০ সকাল ৯:২৯

হাসান কালবৈশাখী বলেছেন:
আমেরিকান কোন ধনী ব্যাবসায়ীকে ঢাকায় বাসায় টুকরা টুকরা করা হলে কি অবস্থা হতো?

দেশে আইন শৃক্ষলা বলতে কিছু নেই - ফেবু সোশাল মিডিয়ায় ফাটায় ফেলতো সবাই।
আমেরিকায় রাষ্ট্রদুতকে ১৪ বার ডেকে পাঠাতো। মেরিন সৈন্যবাহি বিমান, ড্রন রেডি হয়ে যেত ...

১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১৩

সাইন বোর্ড বলেছেন: তা অবশ্য ঠিকই বলেছেন । নিজের দেশের মেধাবী মানুষের নিরাপত্তা দিতে পারেনা, অথচ অন্য দেশের আইনশৃঙ্খলা, গণতন্ত্র নিয়ে তাদের চিন্তার শেষ নাই ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

২০| ১৮ ই জুলাই, ২০২০ সকাল ৯:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: রহস্য উৎঘাটিত হয়েছে। এমন হত্যাকান্ডের নিন্দা জানাচিছ।

১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৮

সাইন বোর্ড বলেছেন: শুধু নিন্দা নয়, আমরা খুনীর দৃষ্টান্ত মূলক শাস্তি চাই ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

২১| ১৮ ই জুলাই, ২০২০ সকাল ১১:০০

রাকু হাসান বলেছেন:


আমিরিকায় এমন প্রায়ই হয় । রহস্য বের হওয়া প্রয়োজন। এমন স্থানে খুন হওয়াটা আমিরিকার জন্য অশনি সংকেত ।

১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৭

সাইন বোর্ড বলেছেন: মনে হচ্ছে আসল খুনীকেই ধরেছে, এখন আমরা প্রত্যাশিত বিচার আশা করছি ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

২২| ১৯ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১৩

খান সাব বলেছেন: আমেরিকার আইন ব্যবস্থায় খুনির সাজা কি হবে?

১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৪১

সাইন বোর্ড বলেছেন: সর্বোচ্চ শাস্তি যাবৎ জীবন কারাদন্ড, তবে কিছু কিছু রাজ্যে নাকি মৃত্যুদন্ড দেওয়ার বিধান আছে ।

অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.