নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

চলে গেলেন ডঃ এমাজউদ্দীন আহমদ

১৮ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪০


বিএনপি'র থিঙ্কট্যাঙ্ক হিসাবে যে দুইজনকে ধরা হইত তাদের একজন ছিলেন শফিক রেহমান । যিনি বেশ কয়েক বছর আগে জেল খাটোনের পর অনেক কসরতে বাহির হইয়া সেই যে চুপ হয়ে গেলেন

ইহার পর তার আর কোন জবান আমরা শুনতে পাই নাই । তিনি কি দেশে আছেন নাকি দেশের বাইরে রয়েছেন - সে খবরও এখন আর কেউ রাখে না ।

অবশ্য না রাখনটাই ভাল; কারণ উনি দীর্ঘদিন জেল খাটোনের পর ছাড়া পাইছেন বলে আপনিও যে ছাড়া পাইবেন - তাহার কোন গ্যারান্টি নাই ।

আরেক জন ছিলেন ডঃ এমাজউদ্দীন আহমদ স্যার । যিনি বলা যায় জীবিত থেকেও অনেকটা সাড়াশব্দহীন ছিলেন । উনার জবানও তেমন একটা শোনা যাইত না । হঠাৎ করে প্রেসক্লাবের কোন সভা-সমাবেশে বক্তৃতা, বিবৃতি আর টুকটাক কিছু নির্বিষ লেখালেখি চোখে পড়ত । সেটাও তেমন উল্লেখ করার মত কিছু না ।

তবে এসব কিছুর উর্ধ্বে তিনি ছিলেন একজন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, গবেষক, ধীর-স্থির এবং নিরোপেক্ষ চিন্তার মানুষ । ছিলেন ১৯৯২ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ।

এবার অভিভাবক তুল্য বড় মনের এই মানুষটিও চলে গেলেন জীবনের ওপারে । এবং এই মহামারী করোনা কালেই । বাধাগ্রস্থ্য মেধা ও মননের দেয়াল ভেংগে এক অসীম শূন্যতায় ।

দিগম্বর গণতন্ত্রের যে রাজনীতি আজ রাস্তার লুটেরাদের হাতে; সেই গণতন্ত্রে একজন বুদ্ধিদীপ্ত রাজনৈতিক পরামর্শক বা বিশ্লেষক হিসেবে উনার শিক্ষা, জ্ঞান, গবেষনা, ভদ্র ও মার্জিত ব্যবহার সব কিছুই যেন আজ বড্ড বেমানান হয়ে পড়েছিল ।

তাই উনার এই চলে যাওয়াতে কিছুটা খারাপ লাগলেও অবাক হইনি । ভাল থাকুন ওপারে ।


মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ডঃ এমাজউদ্দীন আহমদের আত্মার
শান্তি কামনা করছি।

১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১০

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

২| ১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩৮

নেওয়াজ আলি বলেছেন: এমাজ উদ্দিন স্যার সর্বজনীন শ্রদ্ধার মানুষ। আল্লাহ নিশ্চয় ভালো রাখবেন

১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪২

সাইন বোর্ড বলেছেন: তাঁর আত্মার শান্তি কামনা করি ।

ভাল থাকুন আপনিও ।

৩| ১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মহান আল্লাহ সুবহানাতায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৫০

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ১৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


একজন "থিংকট্যাংক" ১৫ আগষ্টে বেগম জিয়ার জন্মদিনে কেক কাটার সময় উপস্হিত থাকতে পারেন?

১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৯

সাইন বোর্ড বলেছেন: শেখ মুজিবকে নিয়ে অতি বাড়াবাড়ির কারণেই বিএনপি এইটা করে থাকতে পারে । এটা ছিল বিএনপির দলীয় একটা ভুল সিদ্ধান্ত । এর দায় ডঃ এমাজউদ্দীন আহমদ এর উপর আসতে পারে না ।

অসংখ্য ধন্যবাদ ।

৫| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:১৫

সোমহেপি বলেছেন: সবাই চলে যাক। যাবার সময় হলে যাবেই। আর অনেক কিছুই দেখা হয়ে গেছে। এখন নির্লজ্জ আর বেহায়া না হলে ফালতো দলবাজী করতে অবশ্যই পারবে না। কেননা লেংটার আবার শরম কিসে!


১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৫

সাইন বোর্ড বলেছেন: এক কথায় কেউ সত্য কথা বললেই তাকে নির্যাতনের শিকার হতে । সে শিক্ষিত, জ্ঞানী এইটা কোন ব্যাপার না ।

সত্য কথা বলে এই দেশে সম্মান নিয়ে থাকা কঠিন ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৬| ১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: দেশের জন্য উনার ভূমিকা কি কি ছিলো তা তো বললেন না।

১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৬

সাইন বোর্ড বলেছেন: একজন শিক্ষাবিধ, গবেষক ও সুস্থ্য চিন্তার মানুষ হিসেবে তার জায়গা থেকে দেশের জন্য যতটুকু ভূমিকা রাখার সুযোগ ছিল, তিনি ততটুকু রেখেছেন । তিনি তোর আর নিজের নামে ব্রিজ, কালভার্ট নির্মাণ করে দেখাতে পারেন না যে, আমি অনেক কিছু করে ফেললাম ।

পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৭| ১৯ শে জুলাই, ২০২০ রাত ১২:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক ভাবে চলে তাহলে এই সব ট্যাংঙ্কার ফেংঙ্কারের দরকার পড়ে না।রাজনৈতিক নেতা নত্রীকেই হতে হবে পরিস্থিতির ভালো পর্যালোচনা করার অধিকারী।

১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:০০

সাইন বোর্ড বলেছেন: ট্যাংঙ্কার ফেংঙ্কার থাকলেও কোন সিদ্ধান্ত চুলচেরা পর্যবেক্ষন করার ক্ষমতা থাকতে হবে দলীয় প্রধানের ।

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ । ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.