নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করোনের অর্থ স্বাস্থ্য খাতের সব দূর্নীতিকে মাইনা লওয়া । যেইটা ঢাকোনের অনেক পথই যখন বাজারে চালু আছে ।
সাহেদ, সাবরীনা, আরিফ - এই গুলা আসলে কোন ব্যাপার না । ইটালি থেকে লোক গুলা ফেরৎ না আইলে তো আর এত কেঁচো খুঁড়োনের দরকার পড়ত না ।
আর কেঁচো খুঁড়তে গেলে কিছু সাপ বের হবেই । এইটা পুরানো কেইচ্ছা ।
সেইটা আম-পাবলিকও বোঝে ।
তাই, মশা মারতে কামান দাগোনের আগে যুদ্ধের পরিস্থিতিটা আরেকটু পর্যবেক্ষণ কইরা লওনই ভাল ।
আগেই স্বাস্থ্যমন্ত্রীর উপর বুলডোজার চালােনের কোন দরকার নাই । কে বা কারা তার বিরুদ্ধে আন্দোলন করছে - এইটা দ্যাখোনের কারো টাইম নাই ।
আন্দোলন এখন আর মামা বাড়ির আবদার না ।
স্বাস্থ্যমন্ত্রী বহাল তবিয়তেই আছে এবং থাকবে । নট নড়ন-চড়ন ।
১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৩
সাইন বোর্ড বলেছেন: অবশ্যই, অনেক বড় সফলতা !
২| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:০৫
নেওয়াজ আলি বলেছেন: আম গাছে জাম ধরবে না । জবাবদিহি না থাকলে পরাজিত হওয়ার ভয় না থাকলে এমন হবেই
১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:০৯
সাইন বোর্ড বলেছেন: কে জবাব দিহি করবে কার কাছে, বলুন ?
এই দেশে কোন মন্ত্রী নিজের দোষ মাথায় নিয়া স্বেচ্ছায় পদত্যাগ করোনের ইতিহাস নাই ।
৩| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:১০
ভুয়া মফিজ বলেছেন: পদত্যাগের প্রশ্নই আসে না। আপনে কি খোয়াব দেখেন?
পদত্যাগও তো একপদের ত্যাগ। কোন ধরনের ত্যাগে উনারা বিশ্বাসী না, শুধুমাত্র ভোগে বিশ্বাসী!!
১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৫
সাইন বোর্ড বলেছেন: এক্কেরে হাঁচা কতা কইছেন !
৪| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন: বাংলা অভিধান থেকে পদত্যাগ শব্দটা মুছে দেয়া দরকার। এই শব্দের কোনো প্রয়োগ নাই।
১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩২
সাইন বোর্ড বলেছেন: অন্তত বাংলাদেশে ।
৫| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের নেতো মল ও -মূত্র ছাড়া আর কিছু ত্যাগ করতে চায় না।
৬| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের নেতারা মল ও -মূত্র ছাড়া আর কিছু ত্যাগ করতে চায় না। তারা খুব বড় মাপের ---
১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৫
সাইন বোর্ড বলেছেন: এইটা ত্যাগ না করলে তো মরণ ছাড়া আর গতি নাই । এত মাল রাইখ্যা মরণের কোন শান্তি নাই ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৭| ১৯ শে জুলাই, ২০২০ বিকাল ৩:১৭
শাহ আজিজ বলেছেন: ঠিক এই মুহূর্তে দুদক স্বাস্থ্য অধিদফতরের সচিবের রুমে রুদ্ধদ্বার মিটিং করছে । হাত বান্ধা অবস্থায় না নরমাল অবস্থায় বের তা দেখার বিষয় ।
১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৪
সাইন বোর্ড বলেছেন: এতক্ষণ নিশ্চয় বের হয়ে এসেছে সবাই । কারোর হাত বান্ধন বা পদত্যাগ করার কথা এখনো শুনিনি ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৮| ১৯ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৫৪
খান সাব বলেছেন: বাংলা একাডেমি অনেক বানান পরিবর্তন করতেছে। তাদের পদত্যাগ বানানটা পরিবর্তন করে সময় উপোযোগী বানান করাটা জরুরি।
১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৫২
সাইন বোর্ড বলেছেন: সেটাই মনে হচ্ছে এখন সময়ের দাবী ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৯| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৯
রাজীব নুর বলেছেন: পদত্যাগ করলেই লাভ কি? অন্য যে আসবে সেও এরকমই হবে।
১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৫১
সাইন বোর্ড বলেছেন: কোন লাভ নাই, ভাল কেউ আসার সম্ভাবনা জিরো ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
১০| ১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:১০
মা.হাসান বলেছেন: দেশের মানুষের কোনো শুকরিয়া বোধ নাই। উনি একার বেতনে ছেলে সহ খাটতেছেন। নিজের বাসায় চা-বিস্কুট পর্যন্ত কেনার সামর্থ নাই, মিটিঙে পাইলে খান, না পাইলে না খায়া থাকেন। এই রকম নিঃসার্থ , নির্লোভ লোক আরেকজন পাওয়া গেলে তার পর পদত্যাগের কথা বলিয়েন।
১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:১৫
সাইন বোর্ড বলেছেন: তাহলে তো বড়ই দুঃখের কথা । মানুষ কেন যে উনার এই কষ্টটা বোঝার চেষ্টা করছে না !
উনার মত এমন মন্ত্রী আর পাওন যাইতো না । বহাল তবিয়তেই থাক ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
১১| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: সরকারি চাকরির বয়সসীমা আছে। অথচ রাজনীতিবিদদের কোনো রাজনীতি করার কোনো সীমা নাই। মৃত্যুই তাদের পদত্যাগ। এছাড়া অন্য কোনো উপয়ায় নাই।
২০ শে জুলাই, ২০২০ রাত ১০:০৩
সাইন বোর্ড বলেছেন: তা ছাড়া পাওয়ার না থাকলে আপন পুলাতেও দাম দেয় না । শুনেন নাই, সাবেক অর্থমন্ত্রী আবুল মালের কথা । ইনকামও যে শূন্য হয়ে যায় । কেউ দাম দিব ?
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫০
নূর আলম হিরণ বলেছেন: উনার স্বাস্থ্য এখন পর্যন্ত ভালো আছে। উনাকে করোনা ধরতে পারেনি এখনো এটা কি কম বড় সফলতা?