নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
সংখ্যাটা নেহাতই সংখ্যা হলে - ঠিক আছে ।
এক দুই তিন থেকে পাঁচ দশ বিশ চল্লিশ পঞ্চাশ ষাট
কখনো আবার তার উপরেও ।
চোখ যা দেখছে, ভাবনাটাও কি তাই ?
বলতেই পারো
এদেশ তো আর উইরোপ আমেরিকার মতো হয়ে যায়নি
যে, পাখির ঠোঁটে বাঁধা পড়বে জীবনের আয়ু
চাইলেও আর ঘর থেকে বের হতে পারবে না ।
বের হবো । হর-হামেশাই বের হবো...
কারণ, সংখ্যা তো ঠিকই আছে;
তুমি শূন্য হয়ে গেলে
সংখ্যাটা যদি এক থেকে শুরু হয়ে আবার এক'শ-তে পৌছায়,
তবুও ।
আমার ইচ্ছার কাছে সংক্রমণের দীর্ঘ মেয়াদ
কোন ব্যাপার না ।
২০ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৮
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
২| ২০ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০০
রাজীব নুর বলেছেন: গাড়িটা কার?
এরকম একটা গাড়ির শখ আমার।
২০ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৭
সাইন বোর্ড বলেছেন: ভাইরে ভাই, শুধু গাড়িটাকেই দেখলেন, যেইটা ফেসবুক থিকা মাগনা মাইরা দিইছি । লেখায় একটা কঠিন বিষয়কে তুলে ধরলাম, সেইটা দেখলেন না । দুঃখ !
৩| ২০ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: এই গাড়িকে আমরা বলতাম কাউডা (কচ্ছপ) গাড়ি।
২০ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৮
সাইন বোর্ড বলেছেন: ইহা দেখতেও অনেকটা কচ্ছপের মতই ।
৪| ২০ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৩৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ধোলাইখালে খুঁজকরলে হয়তো পাওয়া যাবে।রাজীব নুর সাহেবকে বলছি
২০ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৭
সাইন বোর্ড বলেছেন: শুনেছি ধোলাইখালে বিশেষ করে চোরাই একটা আস্ত গাড়িকে ফানা করে দিতে ১৫-২০ মিনিট সময় লাগে । রাজীব নুর সাহেব গিয়ে দেখতে পারেন ।
অসংখ্য ধন্যবাদ ।
৫| ২০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: মরিস মাইনরের ছবি দিলে আরও ভালো হত।
২০ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৪
সাইন বোর্ড বলেছেন: ছবিটা ফেসবুক থেকে নিয়া জমা রাখছিলাম, লেখায় বাংলাদেশে দীর্ঘমেয়াদি করোনা অবস্থানের ভাবনার সাথে গাড়ির ছবিটা মাইরা দিলাম ।
আপনার সাজেশনটাও মন্দ নয় ।
অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৬| ২০ শে জুলাই, ২০২০ রাত ৯:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গাড়িটার নাম সম্ভবত ভক্সওয়াগন।
কাব্য ভাল হয়েছে।
২০ শে জুলাই, ২০২০ রাত ৯:৫০
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ গাড়ির নামটি বলার জন্য ।
শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০২০ বিকাল ৩:০৯
নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো ।