নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

বিএনপি কি জামাত ছাইড়া দিচ্ছে ?

২১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৪৬


বিএনপি নাকি এবার জামাত ছাইড়া দিব - ভাল কথা । কিন্তু ছাইড়া দিলেই যে তাগো অন্য কেউ দখলে নিয়া গিট্টু বাঁইধ্যা রাখব না - তার গ্যারান্টি কি ?

সময় হইলে বরং আগ্রহের সাথেই লইব এবং দ্বিতীয়বার কদমবুচি করবার জন্যে হাঁটু ভাইঙ্গা মস্তক নত করব ।

এবং এইটা হইব তখন রাজনৈতিক কৌশল । এর জন্যে তাগো চেতনার উপর কোন ধুলোবালি পড়ব না বা বাজারজাত করোনেও কোন সমস্যা হইব না ।

এমনিতেই রাজনীতির কোন ধর্ম নাই বইল্যা কথা । আর ল্যাংটা গো আবার ধর্ম কি ? বরং জামাত যদি কারো পোশাক পরোনের সুযোগ কইরা দেয়; সেইটা হইব তাগো জন্যে আরো বড় সম্মানের ।

বিএনপি দীর্ঘদিন যুদ্ধাপরাধীদের লগে থাকতে থাকতে এখন হয়ত মনে করতাছে, তারা সত্যিই সবাই রাজাকার হইয়া গ্যাছে, রাজাকারী কোন সুবিধা না পাইয়াই ।

এখন অন্য কেউ যদি রাজাকারী সুবিধা নিয়াও খাঁটি মুক্তিযোদ্ধার সীলমোহর নিয়া থাকতে পারে - সেইটা তারা নিবই ।

তই জামাতকে মোটেই লক্ষহীন একটা দল ভাবোনের কোন কারণ নাই; সেইটাও সবাইকে মাথায় রাখতে হবে ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: বিএনপির কোমর ভেঙ্গে গেছে।

২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:০৫

সাইন বোর্ড বলেছেন: কোমর সোজা থাকার কোন কারণ তো দেখছি না ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

২| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ২:০২

রায়হান চৌঃ বলেছেন: আকার ইঙ্গিতে না বলে সরাসরি বল্লেই তো ভালো দেখায়...
"মুক্তির চেতনা আর রাজাকারের কোল বদল"
বিষয় টা এখনো ইতিহাসে জায়গা করেনি, যে বাংলার মানুষ এট তাড়াতাড়ি ভুলে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.