নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
বিএনপি নাকি এবার জামাত ছাইড়া দিব - ভাল কথা । কিন্তু ছাইড়া দিলেই যে তাগো অন্য কেউ দখলে নিয়া গিট্টু বাঁইধ্যা রাখব না - তার গ্যারান্টি কি ?
সময় হইলে বরং আগ্রহের সাথেই লইব এবং দ্বিতীয়বার কদমবুচি করবার জন্যে হাঁটু ভাইঙ্গা মস্তক নত করব ।
এবং এইটা হইব তখন রাজনৈতিক কৌশল । এর জন্যে তাগো চেতনার উপর কোন ধুলোবালি পড়ব না বা বাজারজাত করোনেও কোন সমস্যা হইব না ।
এমনিতেই রাজনীতির কোন ধর্ম নাই বইল্যা কথা । আর ল্যাংটা গো আবার ধর্ম কি ? বরং জামাত যদি কারো পোশাক পরোনের সুযোগ কইরা দেয়; সেইটা হইব তাগো জন্যে আরো বড় সম্মানের ।
বিএনপি দীর্ঘদিন যুদ্ধাপরাধীদের লগে থাকতে থাকতে এখন হয়ত মনে করতাছে, তারা সত্যিই সবাই রাজাকার হইয়া গ্যাছে, রাজাকারী কোন সুবিধা না পাইয়াই ।
এখন অন্য কেউ যদি রাজাকারী সুবিধা নিয়াও খাঁটি মুক্তিযোদ্ধার সীলমোহর নিয়া থাকতে পারে - সেইটা তারা নিবই ।
তই জামাতকে মোটেই লক্ষহীন একটা দল ভাবোনের কোন কারণ নাই; সেইটাও সবাইকে মাথায় রাখতে হবে ।
২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:০৫
সাইন বোর্ড বলেছেন: কোমর সোজা থাকার কোন কারণ তো দেখছি না ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
২| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ২:০২
রায়হান চৌঃ বলেছেন: আকার ইঙ্গিতে না বলে সরাসরি বল্লেই তো ভালো দেখায়...
"মুক্তির চেতনা আর রাজাকারের কোল বদল"
বিষয় টা এখনো ইতিহাসে জায়গা করেনি, যে বাংলার মানুষ এট তাড়াতাড়ি ভুলে যাবে।
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৬
রাজীব নুর বলেছেন: বিএনপির কোমর ভেঙ্গে গেছে।