নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
আপনি বড় মাপের কোন নামি-দামি ব্যাক্তি হইলেও মরণের সময় বড় ধরণের কোন সম্মান বা খাতির-যত্ন পাইবেন কি না, সেইটা জীবিত অবস্থায় আপনাকে ঠিক করতে হবে ।
প্রথমত আপনি নিরোপেক্ষ ছিলেন না; যদিও এই দেশে সেটা কেউ'ই থাকতে পারেন না । দ্বিতীয়ত আপনার পক্ষপাত ক্ষমতাশীন দলের পক্ষে ছিল, না ক্ষমতার বাইরের দলের পক্ষে ?
যদি ক্ষমতার বাইরের দলের পক্ষে নিয়া থাকেন, তাহলে মরণের আগে দুই রাকাত শোকরানা নামাজ পইড়া নিবেন । কারণ মরণের সময় কেউ আপনারে কোন ডিস্টার্ব করে নাই । আপনি কলেমা পড়ে শান্তিতে মরতে পেরেছেন - এইটা আপনার ভাগ্য ।
কেউ খোজ-খবর নেয়নি - এইটা ভুলে জান । মরণের পর লাশ শহীদ মিনারে নিব কি নিব না, রাষ্ট্রের পক্ষ থেকে কেউ শোক বার্তা বিতরণ করব কি করব না - এইটাও ।
বরং ভাবুন, আপনি তো মইরাই যাবেন - হুদাই এই গুলা দিয়া আর কি হইব ?
আবার ক্ষমতাশীনের পক্ষে ছিলেন বইল্যা ভাইবেন না যে, বুকে ব্যথা শুরু হওয়ার লগে লগেই রাষ্ট্র আপনাকে মাউন্ট এলিজাবেত-এ পাঠানোর ব্যবস্থা কইরা দেবে ।
মোট কথা আপনার আত্মত্যাগ, ওজন, ক্যাটাগরি - এই সবই হইল বিবেচ্য বিষয় । আপনি ক্ষমতাশীনদের পক্ষে কথা বলতে বলতে কলবের ভেতর একেবারে কালি-ঝুলি ফেইল্যা দিছেন । কোন লাভ নাই । আপনি সি ক্যাটাগরিতে ।
মরণের সময় মুখে কয়েক ফোঁটা আঙ্গুরের রস আর কলেমা'ই আপনার সম্বল । তারপর সব শূন্য ।
২২ শে জুলাই, ২০২০ রাত ৮:৪২
সাইন বোর্ড বলেছেন: দেশী পটলের ছবি, পটল তোলা মানে মৃত্যু, বাঘধারা ।
২| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: মানুষকে ভালোবাসতে হবে। মানুষে রজন্য ভালো কাজ করে যেতে হবে।
২২ শে জুলাই, ২০২০ রাত ৮:৪০
সাইন বোর্ড বলেছেন: ক্ষমতাহীনদের আছে ভালবাসা আর ক্ষমতাবানদের আছে শোষণ ।
অতএব, যাহা চলিতেছে এভাবেই চলিতে থাকিবে...
৩| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৮
নেওয়াজ আলি বলেছেন: লেখকের কলমই সমাজ বদলের হাতিয়ার ।
২২ শে জুলাই, ২০২০ রাত ৮:৩৭
সাইন বোর্ড বলেছেন: একটা সময় হয়ত ছিল, এখন সত্য কলম যোদ্ধাদেরকে ধরে ধরে বিভিন্ন থেরাপি দেওয়া হয় ।
৪| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫৩
ঢাবিয়ান বলেছেন: সীমাহীন লোভ মানুষকে অমানুষ করে তোলে।
২২ শে জুলাই, ২০২০ রাত ৮:৩৫
সাইন বোর্ড বলেছেন: তার প্রমাণ তো প্রতি ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে ।
৫| ২২ শে জুলাই, ২০২০ রাত ১১:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কথা সইত্য, কাফনের কোন পকেট নাই !
২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:৩৫
সাইন বোর্ড বলেছেন: জায়গাটাও সেইম দরাদ্দ ।
অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিটা পরিচিতো