নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

জলবতী

২২ শে জুলাই, ২০২০ রাত ৮:০৯


১.
ছাদের উপর থেকে মেলে ধরলাম সাগর
ঢেউ এর পর ঢেউ এসে আছড়ে পড়ছে সিঁড়িতে...

রিক্সার হুড ফেলে কে যায় জলবতী ?

২.
বানানা পাবলিকের করোনার ভয় নাই,
সাগরও পাড়ি দিতে পারে এক লাফে ।

৩.
তোর কাছে মুচলেকা দিয়ে হলেও
ফিরে যাব গফরগাঁও এ

তার আগে আমার সার্টিফিকেট গুলো ফিরিয়ে দে

তিন মাসের ভাড়ার জন্যে তেত্রিশ বছর শেষ !

বৃষ্টির সাথে এবার শুরু হবে অভিশাপ বর্ষণ ।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২০ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: যারা বলে দেশ উন্নয়নের মহাসড়কে তাদের কানে ধরে উঠবস করানো দরকার।

২২ শে জুলাই, ২০২০ রাত ৮:৩৪

সাইন বোর্ড বলেছেন: দরকার তো অনেক কিছুই, কাজটা করাবে কে ?

২| ২২ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: তবে তাই হোক!


+++

২২ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৯

সাইন বোর্ড বলেছেন: ওয়ান টু থ্রি, বাঁশি...

৩| ২২ শে জুলাই, ২০২০ রাত ৯:০৫

নজসু বলেছেন:



ভালো লাগা।

২২ শে জুলাই, ২০২০ রাত ৯:১৬

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

৪| ২২ শে জুলাই, ২০২০ রাত ৯:১১

একাল-সেকাল বলেছেন:
ছবিটা যতদূর মনে পড়ে ৫/৬ বছর আগে মিরপুরের।
গতকালের উন্নয়নের গ্রাফ দেখুনঃ

২২ শে জুলাই, ২০২০ রাত ৯:১৮

সাইন বোর্ড বলেছেন: তাজা ছবি আরো বেশি জলবতী ।

আমি দিয়েছি কবিতার কথার সাথে মিলে যাওয়াতে ।

ধন্যবাদ ।

৫| ২২ শে জুলাই, ২০২০ রাত ৯:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধুর ভাই, আপনার দেখছি নৌকার উপর কোন ভরসাই নাই!!
আর জলবতীরও বোঝা উচিত ছিল, জলে রিক্সা নয় নৌকাই ভরসা !! :P

২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৬

সাইন বোর্ড বলেছেন: তা কথা মন্দ কন নাই, এরপর রিক্সাওয়ালা নৌকা নিয়ে অপেক্ষা করবে জলবতীর জন্য ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৬| ২২ শে জুলাই, ২০২০ রাত ১০:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: গফরগাওতে বৃষ্টি নাই!!

২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৪১

সাইন বোর্ড বলেছেন: সমস্যা হইল একজন তিন মাস পর ভাড়া বাড়িতে আইসা দ্যাখে, তার সব সার্টিফিকেট ময়লার গাড়িতে বাড়িওয়ালা ফেলে দিয়েছে । এখন সে কোন দুঃখে আর ঢাকা থাকব ?

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৭| ২২ শে জুলাই, ২০২০ রাত ১০:৩২

নেওয়াজ আলি বলেছেন: রাস্তায় এখন নৌকা দরকার

২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৩২

সাইন বোর্ড বলেছেন: তাইলে তো এক ঢিলে দুই পাখি মারা যায় ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৮| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১২:৩৭

শায়মা বলেছেন: জলবতীর দেখছি মরণ দশা আর তুমি লিখছো কবিতা ভাইয়া......
এই জন্যই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ!!!

২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:২৮

সাইন বোর্ড বলেছেন: আমরা সবাই সর্বনাশের মধ্যে আছি, জলবতী তবু জল কেটে পার হচ্ছে । অনেকেই বোল্ড আউট ইতোমধ্যে মাঠ ছেড়েছে ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.