নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১.
ছাদের উপর থেকে মেলে ধরলাম সাগর
ঢেউ এর পর ঢেউ এসে আছড়ে পড়ছে সিঁড়িতে...
রিক্সার হুড ফেলে কে যায় জলবতী ?
২.
বানানা পাবলিকের করোনার ভয় নাই,
সাগরও পাড়ি দিতে পারে এক লাফে ।
৩.
তোর কাছে মুচলেকা দিয়ে হলেও
ফিরে যাব গফরগাঁও এ
তার আগে আমার সার্টিফিকেট গুলো ফিরিয়ে দে
তিন মাসের ভাড়ার জন্যে তেত্রিশ বছর শেষ !
বৃষ্টির সাথে এবার শুরু হবে অভিশাপ বর্ষণ ।
২২ শে জুলাই, ২০২০ রাত ৮:৩৪
সাইন বোর্ড বলেছেন: দরকার তো অনেক কিছুই, কাজটা করাবে কে ?
২| ২২ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: তবে তাই হোক!
+++
২২ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৯
সাইন বোর্ড বলেছেন: ওয়ান টু থ্রি, বাঁশি...
৩| ২২ শে জুলাই, ২০২০ রাত ৯:০৫
নজসু বলেছেন:
ভালো লাগা।
২২ শে জুলাই, ২০২০ রাত ৯:১৬
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৪| ২২ শে জুলাই, ২০২০ রাত ৯:১১
একাল-সেকাল বলেছেন:
ছবিটা যতদূর মনে পড়ে ৫/৬ বছর আগে মিরপুরের।
গতকালের উন্নয়নের গ্রাফ দেখুনঃ
২২ শে জুলাই, ২০২০ রাত ৯:১৮
সাইন বোর্ড বলেছেন: তাজা ছবি আরো বেশি জলবতী ।
আমি দিয়েছি কবিতার কথার সাথে মিলে যাওয়াতে ।
ধন্যবাদ ।
৫| ২২ শে জুলাই, ২০২০ রাত ৯:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধুর ভাই, আপনার দেখছি নৌকার উপর কোন ভরসাই নাই!!
আর জলবতীরও বোঝা উচিত ছিল, জলে রিক্সা নয় নৌকাই ভরসা !!
২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৬
সাইন বোর্ড বলেছেন: তা কথা মন্দ কন নাই, এরপর রিক্সাওয়ালা নৌকা নিয়ে অপেক্ষা করবে জলবতীর জন্য ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৬| ২২ শে জুলাই, ২০২০ রাত ১০:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন: গফরগাওতে বৃষ্টি নাই!!
২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৪১
সাইন বোর্ড বলেছেন: সমস্যা হইল একজন তিন মাস পর ভাড়া বাড়িতে আইসা দ্যাখে, তার সব সার্টিফিকেট ময়লার গাড়িতে বাড়িওয়ালা ফেলে দিয়েছে । এখন সে কোন দুঃখে আর ঢাকা থাকব ?
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৭| ২২ শে জুলাই, ২০২০ রাত ১০:৩২
নেওয়াজ আলি বলেছেন: রাস্তায় এখন নৌকা দরকার
২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৩২
সাইন বোর্ড বলেছেন: তাইলে তো এক ঢিলে দুই পাখি মারা যায় ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৮| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১২:৩৭
শায়মা বলেছেন: জলবতীর দেখছি মরণ দশা আর তুমি লিখছো কবিতা ভাইয়া......
এই জন্যই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ!!!
২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:২৮
সাইন বোর্ড বলেছেন: আমরা সবাই সর্বনাশের মধ্যে আছি, জলবতী তবু জল কেটে পার হচ্ছে । অনেকেই বোল্ড আউট ইতোমধ্যে মাঠ ছেড়েছে ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০২০ রাত ৮:২৭
রাজীব নুর বলেছেন: যারা বলে দেশ উন্নয়নের মহাসড়কে তাদের কানে ধরে উঠবস করানো দরকার।